সীতামারহি (বিহার ) , 15 জুন : মুক্তি পেল নেপালে আটকে থাকা ভারতীয় পরিবার । শনিবার নেপাল সরকারের তরফ থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয় । সেখান থেকে নিজের শহর সীতামারহিতে ফিরে আসেন তাঁরা ।
12 জুন নেপাল সেনার হাতে আটক হয় বিহারের বাসিন্দা লাগান কিশোর ও তাঁর পরিবার । 13 জুন তাঁদের মুক্তি দেয় নেপাল সরকার । এক বিবৃতিতে লাগান কিশোর জানান, নেপালের পুলিশকর্মীরা রাইফেলের বাট দিয়ে তাঁর মাথায় আঘাত করে ও সেখান থেকে তাঁকে নেপালের সংগ্রামপুরে নিয়ে যায় ।
কিশোরের পুত্রবধূ ও তাঁর পরিবার নেপালের বাসিন্দা । ঘটনার সময় কিশোর ও তাঁর পরিবার ভারত-নেপাল সীমান্তে ছিলেন । লাগান কিশোর বলেন, "নেপালি সেনার গুলিতে বিকাশ যাদব নামে এক ব্যক্তি প্রাণ হারান । একই সঙ্গে দু'জন আহত হন । আমি সেই সময় পরিবারকে নিয়ে ভারতীয় সীমান্তের দিকে ছুটে চলে আসছিলাম ৷ কিন্তু সেখানকার কর্মীরা আমার মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে নেপালের সংগ্রামপুরে নিয়ে যায় । এমন কী আমায় তারা বলতে বলে, নেপালের পক্ষ থেকে আমায় হেপাজতে নেওয়া হয়েছে ।"
এই বিষয়ে কিশোরের ছেলে বলেন, "নেপালি সেনারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে । আমার বাবাকে আঘাত করে, পরে আটক করে । আমরা সবাই আমার শ্যালকের সঙ্গে দেখা করতে গেছিলাম । কিন্তু, তখনই নিরাপত্তারক্ষীরা আমাদের গালিগালাজ করতে শুরু করে । যদিও তাদের ভাষা আমরা বুঝতে পারিনি । কিন্তু এরপরেই তারা আমাদের উপর চড়াও হয় ও আক্রমণ করে । তারা আমাদের মারধর শুরু করে । আমার বাবাকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে নেপালের সংগ্রামপুরে নিয়ে যায়।"