ETV Bharat / bharat

ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার ওড়িশার ASI - ASI

ক্ষতিপূরণের টাকা না দিয়ে , উলটে ঘুষ চেয়ে গ্রেপ্তার হলেন ওড়িশার কালাহান্দি জেলার থামুলা রামপুর পুলিশ স্টেশনের ASI ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 8, 2020, 3:10 PM IST

কালাহাণ্ডি ( ওড়িশা) , 8 জুন : ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হল কালাহাণ্ডি জেলার থামুলা রামপুর পুলিশ স্টেশনের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর (ASI) সোমেশ্বর বাগকে । 50 হাজার টাকার ঘুষ নেওয়ার জন্য তাকে জেলে পাঠানো হয়েছে ।

এই বিষয়ে SP শশী শেখর মহাপাত্র জানান, " মালিগাঁয়ের বাসিন্দা অভিযোগকারী পবিত্র নায়েকের বাবা ধনুমনি নায়েক বজ্রপাতে মারা যান । সরকারের পক্ষ থেকে তাঁকে 4 লাখ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করা হয় । কিন্তু সোমেশ্বর বাগ ক্ষতিপূরণের টাকা না দিয়ে উলটে 50 হাজার টাকা ঘুষের দাবি জানায় । এরপরই পবিত্র নায়কের অভিযোগের ভিত্তিতে ASI-এর বিরুদ্ধে মামলা রুজু করা হয় । "

পবিত্র নায়ক জানিয়েছেন,2009 সালে বজ্রাঘাতে তাঁর বাবা ধনুমনি নায়েক মারা যান । ধনুমতি নায়েকের তিনটি বিয়ে ছিল । ক্ষতিপূরণের টাকা প্রথম এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীয়ের পরিবারের কাছে পৌঁছে গেছে । কিন্তু তৃতীয় পক্ষের স্ত্রীয়ের পরিবারের কাছে এসে পৌঁছায়নি । তৃতীয় পক্ষের সন্তান হলেন পবিত্রবাবু । এই কারণে তিনি রামপুর পুলিশ স্টেশনে অভিযোগ জানান । সেখানে সোমেশ্বর বাগ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন । অভিযোগ, বলা হয় যদি তিনি 50 হাজার টাকা তাকে ঘুষ না দেন তাহলে জালিয়াতির মামলা রুজু করবে। এরপর উপায় না দেখে পবিত্র বাবু ভবানিপাটনা ভিজিলেন্স বিভাগে গিয়ে ASI সোমেশ্বর বাগের বিরুদ্ধে অভিযোগ জানান । সেই অভিযোগের ভিত্তিতে DSP সত্যবন মহানন্দ ও এবং অন্য অফিসাররা পরিকল্পনামাফিক ফাঁদ পাতেন । ঘুষ নেওয়া অবস্থায় হাতে নাতে সোমেশ্বর বাগকে ধরে ফেলেন তাঁরা । এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয় ।

কালাহাণ্ডি ( ওড়িশা) , 8 জুন : ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হল কালাহাণ্ডি জেলার থামুলা রামপুর পুলিশ স্টেশনের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর (ASI) সোমেশ্বর বাগকে । 50 হাজার টাকার ঘুষ নেওয়ার জন্য তাকে জেলে পাঠানো হয়েছে ।

এই বিষয়ে SP শশী শেখর মহাপাত্র জানান, " মালিগাঁয়ের বাসিন্দা অভিযোগকারী পবিত্র নায়েকের বাবা ধনুমনি নায়েক বজ্রপাতে মারা যান । সরকারের পক্ষ থেকে তাঁকে 4 লাখ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করা হয় । কিন্তু সোমেশ্বর বাগ ক্ষতিপূরণের টাকা না দিয়ে উলটে 50 হাজার টাকা ঘুষের দাবি জানায় । এরপরই পবিত্র নায়কের অভিযোগের ভিত্তিতে ASI-এর বিরুদ্ধে মামলা রুজু করা হয় । "

পবিত্র নায়ক জানিয়েছেন,2009 সালে বজ্রাঘাতে তাঁর বাবা ধনুমনি নায়েক মারা যান । ধনুমতি নায়েকের তিনটি বিয়ে ছিল । ক্ষতিপূরণের টাকা প্রথম এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীয়ের পরিবারের কাছে পৌঁছে গেছে । কিন্তু তৃতীয় পক্ষের স্ত্রীয়ের পরিবারের কাছে এসে পৌঁছায়নি । তৃতীয় পক্ষের সন্তান হলেন পবিত্রবাবু । এই কারণে তিনি রামপুর পুলিশ স্টেশনে অভিযোগ জানান । সেখানে সোমেশ্বর বাগ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন । অভিযোগ, বলা হয় যদি তিনি 50 হাজার টাকা তাকে ঘুষ না দেন তাহলে জালিয়াতির মামলা রুজু করবে। এরপর উপায় না দেখে পবিত্র বাবু ভবানিপাটনা ভিজিলেন্স বিভাগে গিয়ে ASI সোমেশ্বর বাগের বিরুদ্ধে অভিযোগ জানান । সেই অভিযোগের ভিত্তিতে DSP সত্যবন মহানন্দ ও এবং অন্য অফিসাররা পরিকল্পনামাফিক ফাঁদ পাতেন । ঘুষ নেওয়া অবস্থায় হাতে নাতে সোমেশ্বর বাগকে ধরে ফেলেন তাঁরা । এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.