ETV Bharat / bharat

কোরোনা পরিস্থিতি নিয়ে কেজরিওয়াল-অমিত শাহ বৈঠক

দিল্লি ও পারিপার্শ্বিক এলাকায় ক্রমাগত কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বৈঠকের আয়োজন করে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিক এবং NCR জেলাগুলির আধিকারিকরা।

Amit shah delhi coronavirus
Amit shah delhi coronavirus
author img

By

Published : Jun 18, 2020, 9:38 PM IST

দিল্লি, 18 জুন : আজ রাজধানী দিল্লি ও নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদ সহ দিল্লির পারিপার্শ্বিক এলাকায় কোরোনা ভাইরাস পরিস্থিতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহের এই বৈঠকে যোগ দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ICMR এবং NCR জেলাগুলির আধিকারিকরা। বৈঠকে দিল্লি এবং NCR জেলাগুলির মধ্যে যাতায়াত ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানান, সংক্রমণ রুখতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বেশ কিছু জেলা নিয়ে গঠিত NCR বা রাজধানী সংলগ্ন অঞ্চল। এরমধ্যে উল্লেখযোগ্য স্থানগুলি হল হরিয়ানার অন্তর্গত গুরুগ্রাম এবং ফরিদাবাদ, উত্তরপ্রদেশের অন্তর্গত নয়ডার গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ এবং রাজস্থানের অন্তর্গত আলওয়ার ।

হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লি কর্তৃপক্ষ লকডাউন চলাকালীন বহুবার বিভিন্ন নিয়ম জারি করেছিল লোকজনের যাতায়াত এবং সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য । এর ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

এই বিষয়ে 4 জুন সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয় আন্তঃরাজ্য চলাচল সমস্যা সমাধানে দিল্লি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে এবং একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে।

অন্যদিকে, 12 জুন সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে প্রাতিষ্ঠানিক কোয়ারানটিন নিয়ে নয়ডা কর্তৃপক্ষের তরফে যে গাইডলাইন জারি করা হয়েছে, সেই বিষয়ে স্বচ্ছতা আনতে নির্দেশ দেয়। কোর্টের তরফ থেকে বলা হয়, "কেন্দ্রীয় নির্দেশিকার সঙ্গে মিল নেই, এমন কোনও নির্দেশিকা জারি করা যাবে না। এই ধরনের সিদ্ধান্ত জনগণের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করবে। "

সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফ থেকে জানানো হয় দিল্লি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার মুখ্যসচিবের সঙ্গে 9 জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব একটি বৈঠকের আয়োজন করেন এবং আলোচনার মাধ্যমে দিল্লি এবং হরিয়ানা সীমান্তে যাতায়াতে কোনও বাধা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজকের বৈঠকের আগে চার দিন দিল্লির স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির উপ রাজ্যপাল অনিল বাইজল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে ক্রমাগত বৈঠক করেন।

গত সোমবার অমিত শাহ দিল্লির LNJP হাসপাতাল পরিদর্শন করেন এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত করার কিছু নির্দেশ সহ স্বাস্থ্য পরিষেবার সুযোগ-সুবিধার হিসেব নেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়, একটি উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দিল্লিতে COVID-19 পরীক্ষার মূল্য 2400 টাকা নির্ধারিত করা হল। পাশাপাশি জানানো হয়, ব়্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে এই পরীক্ষা করা হবে।

দিল্লি, 18 জুন : আজ রাজধানী দিল্লি ও নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদ সহ দিল্লির পারিপার্শ্বিক এলাকায় কোরোনা ভাইরাস পরিস্থিতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহের এই বৈঠকে যোগ দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ICMR এবং NCR জেলাগুলির আধিকারিকরা। বৈঠকে দিল্লি এবং NCR জেলাগুলির মধ্যে যাতায়াত ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানান, সংক্রমণ রুখতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বেশ কিছু জেলা নিয়ে গঠিত NCR বা রাজধানী সংলগ্ন অঞ্চল। এরমধ্যে উল্লেখযোগ্য স্থানগুলি হল হরিয়ানার অন্তর্গত গুরুগ্রাম এবং ফরিদাবাদ, উত্তরপ্রদেশের অন্তর্গত নয়ডার গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ এবং রাজস্থানের অন্তর্গত আলওয়ার ।

হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লি কর্তৃপক্ষ লকডাউন চলাকালীন বহুবার বিভিন্ন নিয়ম জারি করেছিল লোকজনের যাতায়াত এবং সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য । এর ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

এই বিষয়ে 4 জুন সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয় আন্তঃরাজ্য চলাচল সমস্যা সমাধানে দিল্লি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে এবং একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে।

অন্যদিকে, 12 জুন সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে প্রাতিষ্ঠানিক কোয়ারানটিন নিয়ে নয়ডা কর্তৃপক্ষের তরফে যে গাইডলাইন জারি করা হয়েছে, সেই বিষয়ে স্বচ্ছতা আনতে নির্দেশ দেয়। কোর্টের তরফ থেকে বলা হয়, "কেন্দ্রীয় নির্দেশিকার সঙ্গে মিল নেই, এমন কোনও নির্দেশিকা জারি করা যাবে না। এই ধরনের সিদ্ধান্ত জনগণের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করবে। "

সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফ থেকে জানানো হয় দিল্লি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার মুখ্যসচিবের সঙ্গে 9 জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব একটি বৈঠকের আয়োজন করেন এবং আলোচনার মাধ্যমে দিল্লি এবং হরিয়ানা সীমান্তে যাতায়াতে কোনও বাধা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজকের বৈঠকের আগে চার দিন দিল্লির স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির উপ রাজ্যপাল অনিল বাইজল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে ক্রমাগত বৈঠক করেন।

গত সোমবার অমিত শাহ দিল্লির LNJP হাসপাতাল পরিদর্শন করেন এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত করার কিছু নির্দেশ সহ স্বাস্থ্য পরিষেবার সুযোগ-সুবিধার হিসেব নেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়, একটি উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দিল্লিতে COVID-19 পরীক্ষার মূল্য 2400 টাকা নির্ধারিত করা হল। পাশাপাশি জানানো হয়, ব়্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে এই পরীক্ষা করা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.