দিল্লি, 15 মে : "আমি আপনার FIR-এ ভয় পাই না ।" আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ । আজ সকালে অমিত শাহর বিরুদ্ধে FIR দায়ের করা হয় আর্মহার্স্ট স্ট্রিট থানায় । বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বিদ্যাসাগর কলেজের সেকেন্ড ইয়ারের এক পড়ুয়া অভিযোগ দায়ের করেন ।
অমিত শাহ বলেন, "আমার বিরুদ্ধে FIR করেছে । আমি আপনার FIR-এ ভয় পাই না । আমাদের কার্যকর্তাদের খুন করেছেন, তবু, BJP ভয় পায় না । আপনার বিরুদ্ধে লড়াই করবে BJP ।" পাশাপাশি তিনি আরও দাবি করেন, "বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা একবার নিরপেক্ষ কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক ।" অমিত শাহ আরও বলেন, "সারা দেশে আমরা লড়ছি, কোথাও ঝামেলা হয় না । কারণ, সেখানে তৃণমূল নেই । বাংলাতেই ঝামেলা হয় । কারণ, এখানে তৃণমূল আছে ।"
গতকাল অমিত শাহর রোড শো বিদ্যাসাগর কলেজের কাছে পৌঁছাতেই হস্টেল গেটের সামনে থেকে গো ব্যাক অমিত শাহ স্লোগান দেয় TMCP সদস্যরা । এরপর তাদের দিকে তেড়ে আসে BJP কর্মীরা । উভয় পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় । শুরু হয় ইট ছোড়াছুড়ি। এর জেরে কয়েকজন জখম হয় । পরে কলেজের মধ্যে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় । ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি ।
গন্ডগোলের দায় তৃণমূলের উপরই চাপান অমিত শাহ । তাঁর অভিযোগ তৃণমূল কর্মীরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে । তিনি প্রশ্ন তোলেন, "গেট বন্ধ ছিল, তাহলে ভিতরে গিয়ে বিদ্যাসাগরের মূর্তি কে ভাঙল ? গেট ভাঙেনি । গেট বন্ধ ছিল । তাহলে BJP কর্মীরা ভিতরে প্রবেশ করল কী করে ? সাড়ে 7টার সময় তো কলেজ বন্ধ হয়ে গেছিল । কলেজের দরজা খুলল কে ?"