ETV Bharat / bharat

কাশ্মীর ইশুতে রাহুলকে আক্রমণ অমিতের, কাঠগড়ায় দাঁড় করালেন নেহরুকেও - congress

আজ মুম্বইতে এক দলীয় সভায় ভাষণ রাখার সময় কাশ্মীর নিয়ে রাহুল গান্ধিকে আক্রমণ করেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । কাশ্মীর প্রসঙ্গে রাহুল গান্ধি ছাড়াও জওহরলাল নেহরুকেও কাঠগড়ায় দাঁড় করান অমিত শাহ ।

কাশ্মীর ইশুতে রাহুলকে আক্রমণ অমিতের, কাঠগড়ায় দাঁড় করালেন নেহরুকেও
author img

By

Published : Sep 22, 2019, 2:36 PM IST

Updated : Sep 22, 2019, 5:05 PM IST

মুম্বই, 22 সেপ্টেম্বর : কাশ্মীর কোনও রাজনৈতিক বিষয় না ৷ দেশকে অখণ্ড রাখার লক্ষ্য হল কাশ্মীর ইশু । আজ মুম্বইতে এক দলীয় সভায় ভাষণ রাখার সময় এভাবেই কাশ্মীর নিয়ে রাহুল গান্ধিকে আক্রমণ করেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । তিনি বলেন, "রাহুল গান্ধি বলেছিলেন যে কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহারের বিষয়টি আমাদের জন্য একটি রাজনৈতিক বিষয় । রাহুল বাবা, আপনি সদ্য রাজনীতিতে যোগ দিয়েছেন । এর মাঝেই BJP-র তিন প্রজন্মের নেতারা কাশ্মীরের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন । এটা আমাদের জন্য কোনও রাজনৈতিক বিষয় না । এটা আমাদের কাছে ভারতকে অখণ্ড রাখাল লক্ষ্যে এগিয়ে যাওয়া ।"

গতকাল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ 21 অক্টোবর ভোট হবে ৷ ভোট গণনা 24 অক্টোবর ৷ মহারাষ্ট্রে নিজেদের গড় বাঁচিয়ে রাখতে মরিয়া BJP । তাই সর্বভারতীয় স্তরের তাবড় নেতারা সেখানে জনসভা করছে । কয়েকদিন আগেই নাসিকে গেছিলেন নরেন্দ্র মোদি । সেখানেও কাশ্মীর নিয়েই কথা বলেছিলেন তিনি । আজ মোদির পথে হেঁটেই কাশ্মীর প্রসঙ্গ তুললেন অমিত শাহ । এই বিষয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুর্নিশ জানাই । তাঁর সাহসের জন্য দ্বিতীয়বার সরকার গঠনের পর প্রথম সংসদীয় অধিবেশনে 370 ধারা ও অনুচ্ছেদ 35A প্রত্যাহার সম্ভব হয়েছে ।"

আজ কাশ্মীর প্রসঙ্গে রাহুল গান্ধি ছাড়াও জওহরলাল নেহরুকেও কাঠগড়ায় দাঁড় করান অমিত শাহ । তিনি বলেন, "যদি প্রধানমন্ত্রী নেহরু অসময়ে সংঘর্ষবিরতি ঘোষণা না করতেন তা হলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোনও সমস্যাই থাকত না । সেই সময় ভারতীয় সেনা বীরের মতো পাকিস্তানের অনুপ্রবেশকারীদের সঙ্গে লড়াই করছিল ।"

মুম্বই, 22 সেপ্টেম্বর : কাশ্মীর কোনও রাজনৈতিক বিষয় না ৷ দেশকে অখণ্ড রাখার লক্ষ্য হল কাশ্মীর ইশু । আজ মুম্বইতে এক দলীয় সভায় ভাষণ রাখার সময় এভাবেই কাশ্মীর নিয়ে রাহুল গান্ধিকে আক্রমণ করেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । তিনি বলেন, "রাহুল গান্ধি বলেছিলেন যে কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহারের বিষয়টি আমাদের জন্য একটি রাজনৈতিক বিষয় । রাহুল বাবা, আপনি সদ্য রাজনীতিতে যোগ দিয়েছেন । এর মাঝেই BJP-র তিন প্রজন্মের নেতারা কাশ্মীরের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন । এটা আমাদের জন্য কোনও রাজনৈতিক বিষয় না । এটা আমাদের কাছে ভারতকে অখণ্ড রাখাল লক্ষ্যে এগিয়ে যাওয়া ।"

গতকাল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ 21 অক্টোবর ভোট হবে ৷ ভোট গণনা 24 অক্টোবর ৷ মহারাষ্ট্রে নিজেদের গড় বাঁচিয়ে রাখতে মরিয়া BJP । তাই সর্বভারতীয় স্তরের তাবড় নেতারা সেখানে জনসভা করছে । কয়েকদিন আগেই নাসিকে গেছিলেন নরেন্দ্র মোদি । সেখানেও কাশ্মীর নিয়েই কথা বলেছিলেন তিনি । আজ মোদির পথে হেঁটেই কাশ্মীর প্রসঙ্গ তুললেন অমিত শাহ । এই বিষয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুর্নিশ জানাই । তাঁর সাহসের জন্য দ্বিতীয়বার সরকার গঠনের পর প্রথম সংসদীয় অধিবেশনে 370 ধারা ও অনুচ্ছেদ 35A প্রত্যাহার সম্ভব হয়েছে ।"

আজ কাশ্মীর প্রসঙ্গে রাহুল গান্ধি ছাড়াও জওহরলাল নেহরুকেও কাঠগড়ায় দাঁড় করান অমিত শাহ । তিনি বলেন, "যদি প্রধানমন্ত্রী নেহরু অসময়ে সংঘর্ষবিরতি ঘোষণা না করতেন তা হলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোনও সমস্যাই থাকত না । সেই সময় ভারতীয় সেনা বীরের মতো পাকিস্তানের অনুপ্রবেশকারীদের সঙ্গে লড়াই করছিল ।"

Lucknow (UP), Sep 22 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath attended a 'Leadership Development Program' at the prestigious Indian Institute of Management (IIM) in Lucknow on September 22. His cabinet ministers were also accompanied him in special training program. All the ministers earlier reached CM Yogi Adityanath's residence at Kalidas Marg on Sunday morning from where they all left for IIM-Lucknow in a bus. All ministers including CM Yogi also clicked for the group photograph.
Last Updated : Sep 22, 2019, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.