মুম্বই, 22 সেপ্টেম্বর : কাশ্মীর কোনও রাজনৈতিক বিষয় না ৷ দেশকে অখণ্ড রাখার লক্ষ্য হল কাশ্মীর ইশু । আজ মুম্বইতে এক দলীয় সভায় ভাষণ রাখার সময় এভাবেই কাশ্মীর নিয়ে রাহুল গান্ধিকে আক্রমণ করেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । তিনি বলেন, "রাহুল গান্ধি বলেছিলেন যে কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহারের বিষয়টি আমাদের জন্য একটি রাজনৈতিক বিষয় । রাহুল বাবা, আপনি সদ্য রাজনীতিতে যোগ দিয়েছেন । এর মাঝেই BJP-র তিন প্রজন্মের নেতারা কাশ্মীরের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন । এটা আমাদের জন্য কোনও রাজনৈতিক বিষয় না । এটা আমাদের কাছে ভারতকে অখণ্ড রাখাল লক্ষ্যে এগিয়ে যাওয়া ।"
গতকাল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ 21 অক্টোবর ভোট হবে ৷ ভোট গণনা 24 অক্টোবর ৷ মহারাষ্ট্রে নিজেদের গড় বাঁচিয়ে রাখতে মরিয়া BJP । তাই সর্বভারতীয় স্তরের তাবড় নেতারা সেখানে জনসভা করছে । কয়েকদিন আগেই নাসিকে গেছিলেন নরেন্দ্র মোদি । সেখানেও কাশ্মীর নিয়েই কথা বলেছিলেন তিনি । আজ মোদির পথে হেঁটেই কাশ্মীর প্রসঙ্গ তুললেন অমিত শাহ । এই বিষয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুর্নিশ জানাই । তাঁর সাহসের জন্য দ্বিতীয়বার সরকার গঠনের পর প্রথম সংসদীয় অধিবেশনে 370 ধারা ও অনুচ্ছেদ 35A প্রত্যাহার সম্ভব হয়েছে ।"
আজ কাশ্মীর প্রসঙ্গে রাহুল গান্ধি ছাড়াও জওহরলাল নেহরুকেও কাঠগড়ায় দাঁড় করান অমিত শাহ । তিনি বলেন, "যদি প্রধানমন্ত্রী নেহরু অসময়ে সংঘর্ষবিরতি ঘোষণা না করতেন তা হলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোনও সমস্যাই থাকত না । সেই সময় ভারতীয় সেনা বীরের মতো পাকিস্তানের অনুপ্রবেশকারীদের সঙ্গে লড়াই করছিল ।"