ETV Bharat / bharat

মুম্বইয়ে আম্বেদকরের বাড়িতে ভাঙচুর - দাদারের হিন্দু কলোনির আম্বেদকরের বাড়ি

বাবাসাহেব আম্বেদকরের বাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা । ভাঙা হয়েছে ফুলের টব, জানলার কাচ । অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ ।

ambedkar
ambedkar
author img

By

Published : Jul 8, 2020, 12:36 PM IST

মুম্বই, 8 জুলাই : বাবাসাহেব আম্বেদকরের বাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা । "রাজগৃহ" নামে ওই বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে । জানা গেছে, দুই ব্যক্তি রাজগৃহ-য় ঢুকে জানালার কাচ লক্ষ্য করে পাথর ছোড়ে । CCTV ক্যামেরা ভেঙে দেয় । মাটির টবও ভেঙে ফেলে । CCTV ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি ফুলের টব ভাঙছে ।পরে সেখান থেকে পালিয়ে যায় সে ।মাতুঙ্গা পুলিশের তরফে FIR দায়ের করা হয়েছে ।

দাদরের হিন্দু কলোনির আম্বেদকরের এই বাড়িতে আম্বেদকরের স্মৃতি সংরক্ষণ করে রাখা আছে । তাঁর বই, ছবি রয়েছে সেখানে । ওই বাড়িতে এখন তাঁর পূত্রবধূ এবং নাতিরা থাকেন ।

অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করার জন্য আবেদন করা হয়েছে । মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ আশ্বাস দিয়েছেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, "পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে । অপরাধীর বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"

মুম্বই, 8 জুলাই : বাবাসাহেব আম্বেদকরের বাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা । "রাজগৃহ" নামে ওই বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে । জানা গেছে, দুই ব্যক্তি রাজগৃহ-য় ঢুকে জানালার কাচ লক্ষ্য করে পাথর ছোড়ে । CCTV ক্যামেরা ভেঙে দেয় । মাটির টবও ভেঙে ফেলে । CCTV ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি ফুলের টব ভাঙছে ।পরে সেখান থেকে পালিয়ে যায় সে ।মাতুঙ্গা পুলিশের তরফে FIR দায়ের করা হয়েছে ।

দাদরের হিন্দু কলোনির আম্বেদকরের এই বাড়িতে আম্বেদকরের স্মৃতি সংরক্ষণ করে রাখা আছে । তাঁর বই, ছবি রয়েছে সেখানে । ওই বাড়িতে এখন তাঁর পূত্রবধূ এবং নাতিরা থাকেন ।

অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করার জন্য আবেদন করা হয়েছে । মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ আশ্বাস দিয়েছেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, "পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে । অপরাধীর বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.