ETV Bharat / bharat

পঞ্জাবে ধৃত সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচর - suspected spy

পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ধৃত উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 1, 2019, 1:25 PM IST

ফিরোজপুর, ১ মার্চ : পঞ্জাবের ফিরোজপুর থেকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে আটক এক যুবক। সূত্রের খবর, তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও পাকিস্তানের একটি সিম কার্ড পাওয়া গেছে। ওই সিম কার্ডের নম্বরের সাথে পাকিস্তানের ছয়টি গ্রুপের যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

আজ সকালে BSF-এর ছবি তোলার চেষ্টা করে সে। ছবি তুলতে গেলে তাকে ধরে ফেলেন জওয়ানরা। বাজেয়াপ্ত হয় তার মোবাইল, সিম কার্ড ও একটি ক্যামেরা। জানা গেছে, ধৃত যুবক উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা। তার সাথে পাকিস্তানি যোগ পাওয়ায় আপাতত ওই মোবাইল, ক্যামেরা ও সিমকার্ডটি নিজেদের কাছে রেখেছে BSF।

প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার অভিযানের পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরদারি চলছে দিনভর।

ফিরোজপুর, ১ মার্চ : পঞ্জাবের ফিরোজপুর থেকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে আটক এক যুবক। সূত্রের খবর, তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও পাকিস্তানের একটি সিম কার্ড পাওয়া গেছে। ওই সিম কার্ডের নম্বরের সাথে পাকিস্তানের ছয়টি গ্রুপের যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

আজ সকালে BSF-এর ছবি তোলার চেষ্টা করে সে। ছবি তুলতে গেলে তাকে ধরে ফেলেন জওয়ানরা। বাজেয়াপ্ত হয় তার মোবাইল, সিম কার্ড ও একটি ক্যামেরা। জানা গেছে, ধৃত যুবক উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা। তার সাথে পাকিস্তানি যোগ পাওয়ায় আপাতত ওই মোবাইল, ক্যামেরা ও সিমকার্ডটি নিজেদের কাছে রেখেছে BSF।

প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার অভিযানের পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরদারি চলছে দিনভর।


New Delhi, Feb 28 (ANI): Lieutenant General retired RK Sahni expressed his views on the recent attack by Pakistan at Line of Control (LoC). He said, "Flying the aircraft deep in enemy territory and bombing the targets and coming back shows our guts and capability. After this attack the defence force of Pakistan must have forced Prime Minister Imran Khan to retaliate. That's why they target a military area". He also said that our attack was not a war attack, it was just to tell Pakistan that you cannot poke us and kill our people and get away with that. According to Geneva Convention, every country should behave humanly with war criminals and return them.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.