ETV Bharat / bharat

কোরোনা আপডেট : ইন্দোরে একদিনে আক্রান্ত 121

author img

By

Published : Apr 15, 2020, 10:02 AM IST

Updated : Apr 15, 2020, 8:12 PM IST

lockdown
লকডাউন

20:02 April 15

দিল্লি, 15 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । গতকাল সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 22তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

পুনেতে কোরোনা আক্রান্ত হয়ে আজ মারা গেছেন পাঁচজন ৷ পুনের স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আজকে পাঁচজনের মৃত্যুর ঘটনা মিলিয়ে মোট মৃতের সংখ্যা 43-এ পৌছেছে ৷

20:02 April 15

তামিলনাড়ুতে নতুন করে কোরোনা আক্রান্ত হলেন 38 জন ৷ এদের মধ্যে 34 জন দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বা ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এমন কোনও ব্যক্তির সংস্পর্শে এসেছেন ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছেছে 1242-এ, এরমধ্যে 1113জনই দিল্লির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বা তাদের সংস্পর্শে এসেছিলেন ৷

20:01 April 15

জম্মু-কাশ্মীরে ফের নতুন করে আক্রান্ত 22 জন ৷ এদের মধ্যে 4 জন জম্মুর ও বাকি 18 জন কাশ্মীরের বাসিন্দা ৷ এই মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 300-এ ৷

20:01 April 15

জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং লেফটেনেন্ট গভর্নর গিরীশ মন্দ্র মুর্মুর হাতে জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে 9.47 কোটি টাকা তুলে দিলেন ৷ এই টাকা জম্মু-কাশ্মীরে কোরোনা মোকাবিলায় তৈরী রিলিফ ফান্ডে দান করা হল ৷

20:01 April 15

মুম্বইতে আজ নতুন করে আক্রান্ত হয়েছেন 183জন ও মারা গিয়েছেন দুই জন ৷ কেবল মুম্বইতেই আক্রান্তের সংখ্যা ছাড়াল 1936 ৷ মোট 113 জন মারা গিয়েছেন ৷ সুস্থ হয়ে উঠেছেন 181 জন ৷

20:01 April 15

কেরালাতে আজ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেবল একজন ৷ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 167 জন ৷

20:00 April 15

bulletine
পঞ্জাব সরকারের তরফ থেকে প্রকাশিত বুলেটিন

পঞ্জাবে দুইজন ব্যক্তি কোরোনায় আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 186-এ ৷ এদের মধ্যে 27জন সুস্থ হয়ে উঠেছেন এবং 13 জনের মৃত্যু হয়েছে ৷

12:53 April 15

ঝাড়খন্ডের BJP নেতা পি এন সিংকে 14 দিনের জন্য কোয়ারানটাইনে পাঠানো হল ৷ তিনি গতকাল দিল্লি থেকে ধানবাদ ফিরেছেন ৷

12:25 April 15

মুম্বইয়ে আত্মহত্যা করলেন 29 বছর বয়সী এক কোরোনা আক্রান্ত রোগী ৷ ওই তরুণী কোরোনা সংক্রমণ নিয়ে মুম্বইয়ের নায়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷

12:25 April 15

অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 19 জন৷ এরমধ্যে 8 জন দক্ষিণ গোদাভরী, 6জন কুরনুল, 4জন গুন্টুর ও 1জন কৃষ্ণা ডিস্ট্রিকের বাসিন্দা ৷ অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 502-এ ৷ আপাতত চিকিৎসাধীন রয়েছেন 475জন, মৃত 11 ৷

10:10 April 15

মেঘালয়ে প্রথম মৃত্যু কোরোনা ভাইরাসে ৷ 69 বছর বয়সী এক চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ 

10:10 April 15

মঙ্গলবার রাতে পুনের বান্দ গার্ডেন, সিন্গাধ রোড, ওয়ারজে,চন্দননগর, ভিমানতল, ইয়েরওয়াড়া ও আরও কয়েকটি অঞ্চলে জারি করা হল 144 ধারা ৷ আজ থেকে 3 মে অবধি কারফিউ জারি থাকবে এই অঞ্চলগুলিতে ৷

10:09 April 15

nagpur Containment Zone
নাগপুরের বিভিন্ন অঞ্চলকে হটস্পট সংলগ্ন অঞ্চল হিসাবে চিহ্নিত করা হল ৷

নাগপুরের মোমিনপুরা, গীতাঞ্জলী স্কোয়ার ও হাসানবাগ অঞ্চলকে হটস্পট সংলগ্ন অঞ্চল হিসাবে চিহ্নিত করা হল ৷

10:09 April 15

মুম্বইয়ের এক হাসপাতালে 10 কর্মী কোরোনায় আক্রান্ত ৷ ওই হাসপাতালে তিন রোগী কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই তারা সকলে কোয়ারান্টাইনে ছিলেন ৷ এখনও অবধি হাসপাতালের 35জন কর্মী কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সকলের চিকিৎসা ওই হাসপাতালেই চলছে ৷

10:09 April 15

মুম্বইয়ের ধারাভিতে ফের আক্রান্ত 5, ওই অঞ্চলে আক্রান্তের সংখ্যা পৌছাল 60-এ, এরমধ্যে 7জন ব্যক্তির মৃত্যু হয়েছে ৷

10:09 April 15

Surat Corona Awareness
কোরোনা সচেতনতায় পুলিশের তরফ থেকে চলছে প্রচার

গুজরাটের সুরাতে কোরোনা সচেতনতায় অভিনব পদ্ধতি পুলিশের ৷ সচেতনতা প্রচারে সামিল কুকুর ও ঘোড়া ৷

09:43 April 15

রাজস্থানে নতুন করে আক্রান্ত 29, রাজস্থান স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মোট আক্রান্তের সংখ্যা 1034 জানানো হয়েছে ৷

09:21 April 15

ইন্দোরে কোরোনা ভাইরাসে আক্রান্ত 121 জন ৷

20:02 April 15

দিল্লি, 15 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । গতকাল সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 22তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

পুনেতে কোরোনা আক্রান্ত হয়ে আজ মারা গেছেন পাঁচজন ৷ পুনের স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আজকে পাঁচজনের মৃত্যুর ঘটনা মিলিয়ে মোট মৃতের সংখ্যা 43-এ পৌছেছে ৷

20:02 April 15

তামিলনাড়ুতে নতুন করে কোরোনা আক্রান্ত হলেন 38 জন ৷ এদের মধ্যে 34 জন দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বা ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এমন কোনও ব্যক্তির সংস্পর্শে এসেছেন ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছেছে 1242-এ, এরমধ্যে 1113জনই দিল্লির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বা তাদের সংস্পর্শে এসেছিলেন ৷

20:01 April 15

জম্মু-কাশ্মীরে ফের নতুন করে আক্রান্ত 22 জন ৷ এদের মধ্যে 4 জন জম্মুর ও বাকি 18 জন কাশ্মীরের বাসিন্দা ৷ এই মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 300-এ ৷

20:01 April 15

জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং লেফটেনেন্ট গভর্নর গিরীশ মন্দ্র মুর্মুর হাতে জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে 9.47 কোটি টাকা তুলে দিলেন ৷ এই টাকা জম্মু-কাশ্মীরে কোরোনা মোকাবিলায় তৈরী রিলিফ ফান্ডে দান করা হল ৷

20:01 April 15

মুম্বইতে আজ নতুন করে আক্রান্ত হয়েছেন 183জন ও মারা গিয়েছেন দুই জন ৷ কেবল মুম্বইতেই আক্রান্তের সংখ্যা ছাড়াল 1936 ৷ মোট 113 জন মারা গিয়েছেন ৷ সুস্থ হয়ে উঠেছেন 181 জন ৷

20:01 April 15

কেরালাতে আজ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেবল একজন ৷ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 167 জন ৷

20:00 April 15

bulletine
পঞ্জাব সরকারের তরফ থেকে প্রকাশিত বুলেটিন

পঞ্জাবে দুইজন ব্যক্তি কোরোনায় আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 186-এ ৷ এদের মধ্যে 27জন সুস্থ হয়ে উঠেছেন এবং 13 জনের মৃত্যু হয়েছে ৷

12:53 April 15

ঝাড়খন্ডের BJP নেতা পি এন সিংকে 14 দিনের জন্য কোয়ারানটাইনে পাঠানো হল ৷ তিনি গতকাল দিল্লি থেকে ধানবাদ ফিরেছেন ৷

12:25 April 15

মুম্বইয়ে আত্মহত্যা করলেন 29 বছর বয়সী এক কোরোনা আক্রান্ত রোগী ৷ ওই তরুণী কোরোনা সংক্রমণ নিয়ে মুম্বইয়ের নায়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷

12:25 April 15

অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 19 জন৷ এরমধ্যে 8 জন দক্ষিণ গোদাভরী, 6জন কুরনুল, 4জন গুন্টুর ও 1জন কৃষ্ণা ডিস্ট্রিকের বাসিন্দা ৷ অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 502-এ ৷ আপাতত চিকিৎসাধীন রয়েছেন 475জন, মৃত 11 ৷

10:10 April 15

মেঘালয়ে প্রথম মৃত্যু কোরোনা ভাইরাসে ৷ 69 বছর বয়সী এক চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ 

10:10 April 15

মঙ্গলবার রাতে পুনের বান্দ গার্ডেন, সিন্গাধ রোড, ওয়ারজে,চন্দননগর, ভিমানতল, ইয়েরওয়াড়া ও আরও কয়েকটি অঞ্চলে জারি করা হল 144 ধারা ৷ আজ থেকে 3 মে অবধি কারফিউ জারি থাকবে এই অঞ্চলগুলিতে ৷

10:09 April 15

nagpur Containment Zone
নাগপুরের বিভিন্ন অঞ্চলকে হটস্পট সংলগ্ন অঞ্চল হিসাবে চিহ্নিত করা হল ৷

নাগপুরের মোমিনপুরা, গীতাঞ্জলী স্কোয়ার ও হাসানবাগ অঞ্চলকে হটস্পট সংলগ্ন অঞ্চল হিসাবে চিহ্নিত করা হল ৷

10:09 April 15

মুম্বইয়ের এক হাসপাতালে 10 কর্মী কোরোনায় আক্রান্ত ৷ ওই হাসপাতালে তিন রোগী কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই তারা সকলে কোয়ারান্টাইনে ছিলেন ৷ এখনও অবধি হাসপাতালের 35জন কর্মী কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সকলের চিকিৎসা ওই হাসপাতালেই চলছে ৷

10:09 April 15

মুম্বইয়ের ধারাভিতে ফের আক্রান্ত 5, ওই অঞ্চলে আক্রান্তের সংখ্যা পৌছাল 60-এ, এরমধ্যে 7জন ব্যক্তির মৃত্যু হয়েছে ৷

10:09 April 15

Surat Corona Awareness
কোরোনা সচেতনতায় পুলিশের তরফ থেকে চলছে প্রচার

গুজরাটের সুরাতে কোরোনা সচেতনতায় অভিনব পদ্ধতি পুলিশের ৷ সচেতনতা প্রচারে সামিল কুকুর ও ঘোড়া ৷

09:43 April 15

রাজস্থানে নতুন করে আক্রান্ত 29, রাজস্থান স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মোট আক্রান্তের সংখ্যা 1034 জানানো হয়েছে ৷

09:21 April 15

ইন্দোরে কোরোনা ভাইরাসে আক্রান্ত 121 জন ৷

Last Updated : Apr 15, 2020, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.