ETV Bharat / bharat

আজ দেশজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি

author img

By

Published : Jun 17, 2019, 11:28 AM IST

Updated : Jun 17, 2019, 11:37 AM IST

কর্মবিরতি হলেও জারি থাকবে সমস্ত ইমারজেন্সি পরিষেবা ।

strike

দিল্লি, 17 জুন : NRS-এ জুনিয়র ডাক্তারের উপর হামলার প্রতিবাদে আজ দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) ।

তবে, IMA-র তরফে বলা হয়েছে, জারি থাকবে সমস্ত ইমারজেন্সি পরিষেবা । AIIMS-এ জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, আজ দুপুর থেকে আগামীকাল সকাল ছ'টা পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন না । তবে খোলা থাকবে ইনসেনটিভ কেয়ার ইউনিট ও সমস্ত জরুরি বিভাগ ।

1
চিকিৎসার অপেক্ষায়

পাশাপাশি NRS-এ জুনিয়র ডাক্তারের উপর হামলার প্রতিবাদে আজ AIIMS-এর জুনিয়র ডাক্তাররা ক্যাম্পাসে মিছিলের আয়োজন করেছেন । এছাড়া তাঁরা নিরাপত্তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গেও দেখা করবেন ।

1
দেশজুড়ে মিছিল চিকিৎসকদের

সোমবার (10 জুন) রাতে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে NRS হাসপাতাল চত্বর । রোগীর পরিবারের হাতে আক্রান্ত হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় । এরপরই নিরাপত্তা, দোষীদের গ্রেপ্তারির দাবিতে আন্দোলন শুরু করেন NRS-এর জুনিয়র ডাক্তাররা । একে একে তাঁদের পাশে দাঁড়ান রাজ্যের সব সরকারি চিকিৎসকরা । বিভিন্ন হাসপাতালে বন্ধ আউটডোর পরিষেবা । ডাক্তাররা তাঁদের এই আন্দোলনে পাশে পান অন্য রাজ্যের সরকারি চিকিৎসকদের ।

1
প্রতিবাদ ডাক্তারদের

অবশেষে গতকাল কিছুটা সুর নরম করেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে নমনীয়ও হন । সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে পারে ডাক্তারদের প্রতিনিধি দল ।

1
কলকাতায় কর্মবিরতি
  • Gujarat: Indian Medical Association today has called for a nationwide strike of doctors in the wake of violence against doctors in West Bengal; Doctors at Sir Sayajirao General Hospital in Vadodara hold protest outside Out Patient Department pic.twitter.com/Ya6NS3CE3x

    — ANI (@ANI) June 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Rajasthan: Doctors on strike at Jaipuria Hospital in Jaipur; Indian Medical Association (IMA) today has called for a nationwide strike of doctors in the wake of violence against doctors in West Bengal pic.twitter.com/eE1LS1nQQA

    — ANI (@ANI) June 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Delhi: Resident Doctors' Association of All India Institute of Medical Sciences (#AIIMS) holds protest march against violence against doctors in West Bengal. pic.twitter.com/A2TyjiM8PO

    — ANI (@ANI) June 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 17 জুন : NRS-এ জুনিয়র ডাক্তারের উপর হামলার প্রতিবাদে আজ দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) ।

তবে, IMA-র তরফে বলা হয়েছে, জারি থাকবে সমস্ত ইমারজেন্সি পরিষেবা । AIIMS-এ জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, আজ দুপুর থেকে আগামীকাল সকাল ছ'টা পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন না । তবে খোলা থাকবে ইনসেনটিভ কেয়ার ইউনিট ও সমস্ত জরুরি বিভাগ ।

1
চিকিৎসার অপেক্ষায়

পাশাপাশি NRS-এ জুনিয়র ডাক্তারের উপর হামলার প্রতিবাদে আজ AIIMS-এর জুনিয়র ডাক্তাররা ক্যাম্পাসে মিছিলের আয়োজন করেছেন । এছাড়া তাঁরা নিরাপত্তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গেও দেখা করবেন ।

1
দেশজুড়ে মিছিল চিকিৎসকদের

সোমবার (10 জুন) রাতে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে NRS হাসপাতাল চত্বর । রোগীর পরিবারের হাতে আক্রান্ত হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় । এরপরই নিরাপত্তা, দোষীদের গ্রেপ্তারির দাবিতে আন্দোলন শুরু করেন NRS-এর জুনিয়র ডাক্তাররা । একে একে তাঁদের পাশে দাঁড়ান রাজ্যের সব সরকারি চিকিৎসকরা । বিভিন্ন হাসপাতালে বন্ধ আউটডোর পরিষেবা । ডাক্তাররা তাঁদের এই আন্দোলনে পাশে পান অন্য রাজ্যের সরকারি চিকিৎসকদের ।

1
প্রতিবাদ ডাক্তারদের

অবশেষে গতকাল কিছুটা সুর নরম করেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে নমনীয়ও হন । সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে পারে ডাক্তারদের প্রতিনিধি দল ।

1
কলকাতায় কর্মবিরতি
  • Gujarat: Indian Medical Association today has called for a nationwide strike of doctors in the wake of violence against doctors in West Bengal; Doctors at Sir Sayajirao General Hospital in Vadodara hold protest outside Out Patient Department pic.twitter.com/Ya6NS3CE3x

    — ANI (@ANI) June 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Rajasthan: Doctors on strike at Jaipuria Hospital in Jaipur; Indian Medical Association (IMA) today has called for a nationwide strike of doctors in the wake of violence against doctors in West Bengal pic.twitter.com/eE1LS1nQQA

    — ANI (@ANI) June 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Delhi: Resident Doctors' Association of All India Institute of Medical Sciences (#AIIMS) holds protest march against violence against doctors in West Bengal. pic.twitter.com/A2TyjiM8PO

    — ANI (@ANI) June 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Srinagar (J and K), Apr 30 (ANI): Mehndi workshop and competition was organised for young mehndi fashion designers with aim to provide platform for young mehndi artist of Kashmir valley, through women empowerment. The event was organised by Henna arts foundation, in which many young mehndi artists of the valley participated. Participants had appreciated this step taken by the foundation, as this will help them to enhance their artistic skills as Mehndi as mehndi designer. This was the first time, that any workshop related to mehndi was organised. The main motive to organise this event was to provide platform to show their talent, so that they can take this field as careers. According, to organisers, Kashmiri girls have potential, thus they only need right platform.

Last Updated : Jun 17, 2019, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.