ETV Bharat / bharat

মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার - ajit pawar is all set to return as deputy chief minister

এক মাসের একটু বেশি সময় পর ফের মন্ত্রিসভায় ফিরলেন অজিত পাওয়ার ৷ ফের একবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি ৷ এর আগে BJP-র দেবেন্দ্র ফড়নবিশের মন্ত্রীসভায় উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিনি ৷

image
অজিত পাওয়ার
author img

By

Published : Dec 30, 2019, 9:55 AM IST

Updated : Dec 30, 2019, 1:55 PM IST

মুম্বই, 30 ডিসেম্বর : ফের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে ফিরলেন NCP নেতা অজিত পাওয়ার ৷ আজ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি ৷ 28 নভেম্বর মাত্র 6জনকে নিয়ে শপথ নেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ আজ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা পেল মহারাষ্ট্র ৷ অন্যদিকে, ঠাকরে পরিবারের প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি আদিত্য ঠাকরেও মন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ৷

এক মাসের একটু বেশি সময় পর ফের মন্ত্রিসভায় ফিরলেন অজিত পাওয়ার ৷ এর আগে BJP-র দেবেন্দ্র ফড়নবিশের মন্ত্রীসভায় উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিনি ৷ কিন্তু সুপ্রিম কোর্টে আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পর পদত্যাগ করেন অজিত ৷

সূত্র অনুযায়ী, গত সপ্তাহে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ও NCP প্রধান শরদ পাওয়ারের বৈঠকের পরই ঠিক হয়ে যায় মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পাওয়ার ৷ যদিও ওই বৈঠকে জোটের আর এক শরিক দল কংগ্রেসের কেউ উপস্থিত ছিলেন না ৷

প্রায় 36জন মন্ত্রী শপথ নিচ্ছেন আজ ৷ সূত্রের খবর অনুযায়ী, 10 জন কংগ্রেস বিধায়ক ও 13 জন শিবসেনা ও NCP বিধায়ক শপথ নেবেন আজ ৷ কংগ্রেস থেকে মন্ত্রিসভায় শপথ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বন, অমিত দেশমুখ-সহ প্রমুখরা ৷

মুম্বই, 30 ডিসেম্বর : ফের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে ফিরলেন NCP নেতা অজিত পাওয়ার ৷ আজ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি ৷ 28 নভেম্বর মাত্র 6জনকে নিয়ে শপথ নেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ আজ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা পেল মহারাষ্ট্র ৷ অন্যদিকে, ঠাকরে পরিবারের প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি আদিত্য ঠাকরেও মন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ৷

এক মাসের একটু বেশি সময় পর ফের মন্ত্রিসভায় ফিরলেন অজিত পাওয়ার ৷ এর আগে BJP-র দেবেন্দ্র ফড়নবিশের মন্ত্রীসভায় উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিনি ৷ কিন্তু সুপ্রিম কোর্টে আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পর পদত্যাগ করেন অজিত ৷

সূত্র অনুযায়ী, গত সপ্তাহে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ও NCP প্রধান শরদ পাওয়ারের বৈঠকের পরই ঠিক হয়ে যায় মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পাওয়ার ৷ যদিও ওই বৈঠকে জোটের আর এক শরিক দল কংগ্রেসের কেউ উপস্থিত ছিলেন না ৷

প্রায় 36জন মন্ত্রী শপথ নিচ্ছেন আজ ৷ সূত্রের খবর অনুযায়ী, 10 জন কংগ্রেস বিধায়ক ও 13 জন শিবসেনা ও NCP বিধায়ক শপথ নেবেন আজ ৷ কংগ্রেস থেকে মন্ত্রিসভায় শপথ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বন, অমিত দেশমুখ-সহ প্রমুখরা ৷

New Delhi, Dec 29 (ANI): Students of Jamia Millia Islamia performed 'nukkad natak' during protest against Citizenship (Amendment) Act (CAA) and National Register of Citizen (NRC). The event was named 'Jamiawala Bagh 2019'. Students 'recreated' the evening of December 15 when police entered campus and used tear gas to capture anti-social elements after protest turned violent.
Last Updated : Dec 30, 2019, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.