ETV Bharat / bharat

"বন্দে ভারত মিশন"-এ এবার অন্তর্দেশীয় বিমান পরিষেবা দেবে এয়ার ইন্ডিয়া - Air India will operate special Domestic Fligh

বন্দে ভারত মিশনের আওতায় এয়ার ইন্ডিয়ার বিমানে করে বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে । এবার দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে তাঁদের নির্দিষ্ট রাজ্যে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সরকার । আর এই কাজের দায়িত্বও দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়াকে । তাই শুধুমাত্র এই কাজের জন্য বিশেষ অন্তর্দেশীয় বিমান পরিষেবা দিতে চলেছে এয়ার ইন্ডিয়া ।

Air India
এয়ার ইন্ডিয়া
author img

By

Published : May 14, 2020, 9:41 AM IST

দিল্লি, 14 মে : লকডাউনের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু ভারতীয় আটকে পড়েছেন । তাঁদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । এই উদ্যোগকেই নাম দেওয়া হয়েছে "বন্দে ভারত মিশন" । এই মিশনের আওতায় এয়ার ইন্ডিয়ার বিমানে করে বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে । এবার দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে তাঁদের নির্দিষ্ট রাজ্যে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সরকার । আর এই কাজের দায়িত্বও দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়াকে । তাই শুধুমাত্র এই কাজের জন্য বিশেষ অন্তর্দেশীয় বিমান পরিষেবা দিতে চলেছে এয়ার ইন্ডিয়া ।

"বন্দে ভারত মিশন"-এর দ্বিতীয় পর্যায় থেকে এয়ার ইন্ডিয়া এই বিশেষ অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করবে । বিশ্বে কোরোনা সংক্রমণ ছড়ানোর পর থেকেই এই বিমান পরিবহন সংস্থা হাজার হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে । কিন্তু এখন তাঁদের নিজেদের রাজ্যে পৌঁছে দেওয়া প্রয়োজন । তাই তাঁদের জন্য এই বিশেষ আন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া ।

গতকাল "বন্দে ভারত মিশন"-এর অধীনে এয়ার ইন্ডিয়া 13 টি বিমানে 2 হাজার 669 জন যাত্রীকে দেশে ফিরিয়ে এনেছে । বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে সরকারের এই "বন্দে ভারত মিশন"-এর অধীন 7 মে থেকে পরিষেবা দিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস । এই মিশনের আওতায় এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার 64 টি বিমান উড়েছে । 12 টি দেশ থেকে 14 হাজারের বেশি ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে ।

দিল্লি, 14 মে : লকডাউনের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু ভারতীয় আটকে পড়েছেন । তাঁদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । এই উদ্যোগকেই নাম দেওয়া হয়েছে "বন্দে ভারত মিশন" । এই মিশনের আওতায় এয়ার ইন্ডিয়ার বিমানে করে বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে । এবার দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে তাঁদের নির্দিষ্ট রাজ্যে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সরকার । আর এই কাজের দায়িত্বও দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়াকে । তাই শুধুমাত্র এই কাজের জন্য বিশেষ অন্তর্দেশীয় বিমান পরিষেবা দিতে চলেছে এয়ার ইন্ডিয়া ।

"বন্দে ভারত মিশন"-এর দ্বিতীয় পর্যায় থেকে এয়ার ইন্ডিয়া এই বিশেষ অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করবে । বিশ্বে কোরোনা সংক্রমণ ছড়ানোর পর থেকেই এই বিমান পরিবহন সংস্থা হাজার হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে । কিন্তু এখন তাঁদের নিজেদের রাজ্যে পৌঁছে দেওয়া প্রয়োজন । তাই তাঁদের জন্য এই বিশেষ আন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া ।

গতকাল "বন্দে ভারত মিশন"-এর অধীনে এয়ার ইন্ডিয়া 13 টি বিমানে 2 হাজার 669 জন যাত্রীকে দেশে ফিরিয়ে এনেছে । বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে সরকারের এই "বন্দে ভারত মিশন"-এর অধীন 7 মে থেকে পরিষেবা দিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস । এই মিশনের আওতায় এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার 64 টি বিমান উড়েছে । 12 টি দেশ থেকে 14 হাজারের বেশি ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.