ETV Bharat / bharat

ইরানের আকাশসীমায় বিমান চালাবে না ভারতীয় সংস্থা

ভারতের বিমান সংস্থাগুলি ইরানের আকাশসীমায় বিমান চালাবে না বলে সিদ্ধান্ত নিল । এই কারণেই ইউরোপ ও অ্যামেরিকা যেতে বিকল্প রুট খুঁজছে এয়ার ইন্ডিয়া ।

author img

By

Published : Jun 22, 2019, 11:34 PM IST

Air India review alternate routes over Iran-US tensions

দিল্লি, 22 জুন : DGCA-র (ডিরেক্টরেট জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন) পরামর্শে ভারতের বিমান সংস্থাগুলি ইরানের আকাশসীমায় বিমান চালাবে না বলে সিদ্ধান্ত নিল । এই কারণেই ইউরোপ ও অ্যামেরিকা যেতে বিকল্প রুট খুঁজছে এয়ার ইন্ডিয়া । ইন্ডিগো ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় তাদের রুট বদলেছে । অ্যামেরিকা-ইরান সংঘাতের জেরে ওই অঞ্চলে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে, তার জেরেই বিকল্প রুটের খোঁজ বিমান সংস্থাগুলির ।

নিরাপত্তার কথা ভেবে অ্যামেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স অনির্দিষ্টকালের জন্য নেওয়ার্ক-মুম্বই উড়ান চলাচল বন্ধ করেছে । পাশাপাশি ইউরোপের বিমান সংস্থাগুলিও ঘোষণা করেছে, তাদের বিমান ইরানের আকাশসীমায় চলাচল করবে না ।

বর্তমানে এয়ার ইন্ডিয়া এবং ইউনাইটেড এয়ারলাইন্স ভারত ও অ্যামেরিকার মধ্যে ননস্টপ বিমান চালায় । পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ইউনাইটেড এয়ারলাইন্স আগেই নেওয়ার্ক-দিল্লি ফ্লাইট বন্ধ করেছে । একই কারণে এয়ার ইন্ডিয়া ইউরোপ এবং অ্যামেরিকায় তাদের উড়ান ঘুর পথে চালাচ্ছে ।

দিল্লি, 22 জুন : DGCA-র (ডিরেক্টরেট জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন) পরামর্শে ভারতের বিমান সংস্থাগুলি ইরানের আকাশসীমায় বিমান চালাবে না বলে সিদ্ধান্ত নিল । এই কারণেই ইউরোপ ও অ্যামেরিকা যেতে বিকল্প রুট খুঁজছে এয়ার ইন্ডিয়া । ইন্ডিগো ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় তাদের রুট বদলেছে । অ্যামেরিকা-ইরান সংঘাতের জেরে ওই অঞ্চলে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে, তার জেরেই বিকল্প রুটের খোঁজ বিমান সংস্থাগুলির ।

নিরাপত্তার কথা ভেবে অ্যামেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স অনির্দিষ্টকালের জন্য নেওয়ার্ক-মুম্বই উড়ান চলাচল বন্ধ করেছে । পাশাপাশি ইউরোপের বিমান সংস্থাগুলিও ঘোষণা করেছে, তাদের বিমান ইরানের আকাশসীমায় চলাচল করবে না ।

বর্তমানে এয়ার ইন্ডিয়া এবং ইউনাইটেড এয়ারলাইন্স ভারত ও অ্যামেরিকার মধ্যে ননস্টপ বিমান চালায় । পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ইউনাইটেড এয়ারলাইন্স আগেই নেওয়ার্ক-দিল্লি ফ্লাইট বন্ধ করেছে । একই কারণে এয়ার ইন্ডিয়া ইউরোপ এবং অ্যামেরিকায় তাদের উড়ান ঘুর পথে চালাচ্ছে ।


Bhatpara (WB), Jun 22 (ANI): During Bharatiya Janata Party's (BJP) delegation visit in West Bengal's Bhatpara on Saturday, police baton charged at locals to clear the spot. Locals raised slogans against Bengal Police. Police tightened the security in the area. A three-member BJP delegation, led by former Union Minister SS Ahluwalia, arrived at West Bengal's Bhatpara on Saturday, where two people were killed and seven got injured in clashes between two groups believed to be affiliated to the All India Trinamool Congress (TMC) and the BJP.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.