ETV Bharat / bharat

"SITA সার্ভার ডাউন", বিশ্বজুড়ে 5 ঘণ্টা বিপর্যস্ত এয়ার ইন্ডিয়ার পরিষেবা - flight delayed

"ভারতজুড়ে SITA (সোসাইটি ইন্টারন্যাশনাল ডে টেলিকমিউনিকেশন এরোনেটিকল) সফটওয়্যার বন্ধ হয়ে গেছে । যার জেরে সকাল থেকে ব্যাহত এয়ার ইন্ডিয়ার পরিষেবা ।

ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Apr 27, 2019, 8:41 AM IST

Updated : Apr 27, 2019, 1:00 PM IST

দিল্লি, 27 এপ্রিল : এয়ারলাইনস মেইন সার্ভারে সমস্যা । এর জেরে ভোররাত সাড়ে 3টে থেকে ব্যাহত ছিল এয়ার ইন্ডিয়ার পরিষেবা । সাড়ে 8টার পর পরিষেবা ঠিক হয় ।

সমস্যার জেরে মুম্বই, দিল্লি, কলকাতাসহ একাধিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান দেরিতে ছাড়ে । গায়ত্রী রঘুরামন নামে এক যুবতি টুইট করেন, "ভারতজুড়ে SITA (সোসাইটি ইন্টারন্যাশনাল ডে টেলিকমিউনিকেশন এরোনেটিকল) সফটওয়্যার বন্ধ হয়ে গেছে । মুম্বই বিমানবন্দরে কমপক্ষে 2000 যাত্রী অপেক্ষা করছে ।"

সমস্যা নিয়ে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, "SITA সার্ভার ডাউন হয়েছে । এর ফলে বিমান পরিষেবা ব্যাহত । আমাদের টেকনিকাল টিম 5 ঘণ্টার চেষ্টায় সমস্যার সমাধান করেছে । যাত্রী দুর্ভোগের জন্য আমরা ক্ষমাপ্রার্থী ।" এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেন, "প্যাসেঞ্জার সিস্টেম বন্ধ হওয়ার জেরে এই সমস্যা তৈরি হয়েছিল । আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি ।"

দিল্লি, 27 এপ্রিল : এয়ারলাইনস মেইন সার্ভারে সমস্যা । এর জেরে ভোররাত সাড়ে 3টে থেকে ব্যাহত ছিল এয়ার ইন্ডিয়ার পরিষেবা । সাড়ে 8টার পর পরিষেবা ঠিক হয় ।

সমস্যার জেরে মুম্বই, দিল্লি, কলকাতাসহ একাধিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান দেরিতে ছাড়ে । গায়ত্রী রঘুরামন নামে এক যুবতি টুইট করেন, "ভারতজুড়ে SITA (সোসাইটি ইন্টারন্যাশনাল ডে টেলিকমিউনিকেশন এরোনেটিকল) সফটওয়্যার বন্ধ হয়ে গেছে । মুম্বই বিমানবন্দরে কমপক্ষে 2000 যাত্রী অপেক্ষা করছে ।"

সমস্যা নিয়ে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, "SITA সার্ভার ডাউন হয়েছে । এর ফলে বিমান পরিষেবা ব্যাহত । আমাদের টেকনিকাল টিম 5 ঘণ্টার চেষ্টায় সমস্যার সমাধান করেছে । যাত্রী দুর্ভোগের জন্য আমরা ক্ষমাপ্রার্থী ।" এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেন, "প্যাসেঞ্জার সিস্টেম বন্ধ হওয়ার জেরে এই সমস্যা তৈরি হয়েছিল । আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি ।"


Varanasi (Uttar Pradesh), Apr 26 (ANI): Union Minister for Railways Piyush Goyal is in Varanasi to accompany Prime Minister Narendra Modi for nomination filing. PM Modi will file nomination for Lok Sabha from Varanasi constituency. Polling in Varanasi will held on May 19 in phase 7. While talking to ANI he said, "The kind of love and affection we have seen yesterday, it shows the popularity of Narendra Modi among the people. PM Modi is one of the most popular leaders in the world. There is one thing for sure, it is impossible for anyone to contest against Narendra Modi".
Last Updated : Apr 27, 2019, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.