ETV Bharat / bharat

অনাবশ্যকীয় কর্মচারীদের সনাক্তকরণের কাজ চলছে এয়ার ইন্ডিয়ায় - বিনা বেতনে ছুটিতে পাঠাবে

এয়ার ইন্ডিয়া 6 মাস থেকে 2 বছর সময়সীমার জন্য বিনা বেতনে ছুটিতে পাঠাবে কর্মচারীদের । পুরো বিষয়টি চেয়ারম্যান রাজীব বানসালকে দেখতে বলেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ।

Air India forms committee to recommend redundant staff
Air India forms committee to recommend redundant staff
author img

By

Published : Jul 24, 2020, 12:43 AM IST

দিল্লি, 23 জুলাই : ন্যাশনাল ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া(NCAI) সংস্থাটির অনাবশ্যকীয় কর্মচারীদের সনাক্তকরণের কাজ চলছে । এর জন্য NCAI একটি কমিটি গঠন করেছে । ওই কর্মচারীদের যাতে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কোনও বেতন ছাড়া (LWP) বাধ্যতামূলক ছুটিতে পাঠান যেতে পারে । এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ চেয়ারম্যান রাজীব বানসালকে এই বিষয়টিকে দেখতে বলেছেন ।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, চার সদস্যের একটি কমিটি গঠন হয়েছে । কমিটিতে জেনারেল ম্যানেজার (পার্সোনেল) কনভেনার, ফিনান্স জেনারেল ম্যানেজারের সদস্য, ডিপার্টমেন্টাল হেড, রিজিওনাল ডিরেক্টর রয়েছেন ।এই চার শীর্ষ স্তরের কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন । এবং রিজিওনাল ডিরেক্টর কার্যালয়ে অনাবশ্যকীয় কর্মচারীদের চিহ্নিতকরণ করা হবে । তার একটি রিপোর্ট জমা দেবেন এবং পরে এয়ারলাইন সদর দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।চিঠিতে বলা হয়েছে, "জেনারেল ম্যানেজার (পার্সোনেল) সকল বিভাগের সাথে কর্মীদের তালিকা ভাগ করে নেবেন এবং অনাবশ্যকীয় কর্মচারীদের চিহ্নিতকরণ করার কাজ চলছে । রিপোর্ট পর্যালোচনা করে 11অগাস্ট এর মধ্যে তা জমা দিতে হবে সদর দপ্তরে । 11অগাস্ট এর মধ্যে রিজিওনাল ডিরেক্টর কর্মচারীদের নাম তালিকাভুক্ত করবেন । তারপরে তা সুপারিশের জন্য দিল্লির বিমান সংস্থার সদর দপ্তরে পাঠাবেন ।

এয়ার ইন্ডিয়াতে প্রায় 10 হাজার কর্মচারী রয়েছেন ।সোমবার এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ কর্মচারীদের ভাতা 20 শতাংশ কমিয়ে 50 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে । সংস্থার হিসাবে সংশোধিত ভাতা আগামী বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে । বিমান সংস্থা কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে ।এয়ার ইন্ডিয়া কোরোনায় কর্মচারীদের জন্য বিনা বেতনের স্কিম চালু করেছে । 6 মাস থেকে 2 বছর (প্রয়োজনে 5 বছর) পর্যন্ত এই স্কিম চালু থাকবে । ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন এবং আরও পাঁচটি ইউনিয়ন একটি বিবৃতিতে বলেছিল যে, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যদি একতরফা কোন সিদ্ধান্ত নেয়া হয় তবে তা অবৈধ হবে ।

দিল্লি, 23 জুলাই : ন্যাশনাল ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া(NCAI) সংস্থাটির অনাবশ্যকীয় কর্মচারীদের সনাক্তকরণের কাজ চলছে । এর জন্য NCAI একটি কমিটি গঠন করেছে । ওই কর্মচারীদের যাতে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কোনও বেতন ছাড়া (LWP) বাধ্যতামূলক ছুটিতে পাঠান যেতে পারে । এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ চেয়ারম্যান রাজীব বানসালকে এই বিষয়টিকে দেখতে বলেছেন ।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, চার সদস্যের একটি কমিটি গঠন হয়েছে । কমিটিতে জেনারেল ম্যানেজার (পার্সোনেল) কনভেনার, ফিনান্স জেনারেল ম্যানেজারের সদস্য, ডিপার্টমেন্টাল হেড, রিজিওনাল ডিরেক্টর রয়েছেন ।এই চার শীর্ষ স্তরের কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন । এবং রিজিওনাল ডিরেক্টর কার্যালয়ে অনাবশ্যকীয় কর্মচারীদের চিহ্নিতকরণ করা হবে । তার একটি রিপোর্ট জমা দেবেন এবং পরে এয়ারলাইন সদর দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।চিঠিতে বলা হয়েছে, "জেনারেল ম্যানেজার (পার্সোনেল) সকল বিভাগের সাথে কর্মীদের তালিকা ভাগ করে নেবেন এবং অনাবশ্যকীয় কর্মচারীদের চিহ্নিতকরণ করার কাজ চলছে । রিপোর্ট পর্যালোচনা করে 11অগাস্ট এর মধ্যে তা জমা দিতে হবে সদর দপ্তরে । 11অগাস্ট এর মধ্যে রিজিওনাল ডিরেক্টর কর্মচারীদের নাম তালিকাভুক্ত করবেন । তারপরে তা সুপারিশের জন্য দিল্লির বিমান সংস্থার সদর দপ্তরে পাঠাবেন ।

এয়ার ইন্ডিয়াতে প্রায় 10 হাজার কর্মচারী রয়েছেন ।সোমবার এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ কর্মচারীদের ভাতা 20 শতাংশ কমিয়ে 50 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে । সংস্থার হিসাবে সংশোধিত ভাতা আগামী বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে । বিমান সংস্থা কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে ।এয়ার ইন্ডিয়া কোরোনায় কর্মচারীদের জন্য বিনা বেতনের স্কিম চালু করেছে । 6 মাস থেকে 2 বছর (প্রয়োজনে 5 বছর) পর্যন্ত এই স্কিম চালু থাকবে । ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন এবং আরও পাঁচটি ইউনিয়ন একটি বিবৃতিতে বলেছিল যে, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যদি একতরফা কোন সিদ্ধান্ত নেয়া হয় তবে তা অবৈধ হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.