ETV Bharat / bharat

কোরোনা : জরিমানা মকুবের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের - COVID-19

মার্চের 12 তারিখ থেকে 31 মার্চ পর্যন্ত সমস্ত নতুন বুকিংয়ের ক্ষেত্রে জরিমানা মকুবের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষের ৷ অন্যদিকে দোহা পর্যন্ত ইন্ডিগোর সব ফ্লাইট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নিল কাতার ৷

penalty waivers due to corona outbreak
পেনাল্টি মকুবের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের
author img

By

Published : Mar 9, 2020, 6:30 PM IST

Updated : Mar 9, 2020, 6:44 PM IST

দিল্লি, 9 মার্চ : কোরোনা সংক্রমণের জেরে জরিমানা মকুবের সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ ৷ আজ বিমানসংস্থাটির তরফে জানানো হয়, COVID-19 সংক্রমণের কারণে উড়ান ছাড়ার নির্দিষ্ট দিনের তিনদিন আগে কেউ চাইলে তাঁর যাত্রার দিন পরিবর্তন করতে পারেন ৷ সেক্ষেত্রে কোনও অতিরিক্ত টাকা কাটা হবে না ৷ এই সুবিধা কার্যকর মার্চের 12 তারিখ থেকে 31 মার্চ পর্যন্ত সমস্ত নতুন বুকিংয়ের ক্ষেত্রে ৷ 30 এপ্রিল পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা মিলবে ৷

অন্যদিকে দোহা পর্যন্ত ইন্ডিগোর সমস্ত বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে কোরোনা আতঙ্কে ৷ কাতারের তরফে জানানো হয়েছে কোরোনা সংক্রমণের জেরে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এখনও পর্যন্ত সারাদেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 43 জন ৷ দেশের প্রায় 30টি বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিংয়ের কাজ চলছে ৷ এখনও পর্যন্ত অন্যদেশ থেকে আসা মোট 9 লাখ যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে বলে আজ দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

দিল্লি, 9 মার্চ : কোরোনা সংক্রমণের জেরে জরিমানা মকুবের সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ ৷ আজ বিমানসংস্থাটির তরফে জানানো হয়, COVID-19 সংক্রমণের কারণে উড়ান ছাড়ার নির্দিষ্ট দিনের তিনদিন আগে কেউ চাইলে তাঁর যাত্রার দিন পরিবর্তন করতে পারেন ৷ সেক্ষেত্রে কোনও অতিরিক্ত টাকা কাটা হবে না ৷ এই সুবিধা কার্যকর মার্চের 12 তারিখ থেকে 31 মার্চ পর্যন্ত সমস্ত নতুন বুকিংয়ের ক্ষেত্রে ৷ 30 এপ্রিল পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা মিলবে ৷

অন্যদিকে দোহা পর্যন্ত ইন্ডিগোর সমস্ত বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে কোরোনা আতঙ্কে ৷ কাতারের তরফে জানানো হয়েছে কোরোনা সংক্রমণের জেরে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এখনও পর্যন্ত সারাদেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 43 জন ৷ দেশের প্রায় 30টি বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিংয়ের কাজ চলছে ৷ এখনও পর্যন্ত অন্যদেশ থেকে আসা মোট 9 লাখ যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে বলে আজ দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

Last Updated : Mar 9, 2020, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.