ETV Bharat / bharat

শক্তিবৃদ্ধি বায়ুসেনার, হাতে এল অ্যাপাচে হেলিকপ্টার

অ্যামেরিকার আরিজ়োনা প্রদেশের মেসাতে আনুষ্ঠানিকভাবে প্রথম অ্যাপাচে হেলিকপ্টার হাতে পেল ভারতীয় বায়ুসেনা ।

author img

By

Published : May 11, 2019, 1:08 PM IST

অ্যাপাচে হেলিকপ্টার

দিল্লি, 11 মে : আনুষ্ঠানিকভাবে প্রথম অ্যাপাচে হেলিকপ্টার হাতে পেল ভারতীয় বায়ুসেনা । হেলিকপ্টারের ছবি টুইট করে একথা জানানো হয়েছে । অ্যামেরিকার আরিজ়োনা প্রদেশের মেসাতে আনুষ্ঠানিকভাবে তা বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়েছে । ছিলেন এয়ার মার্শাল এ এস বুটোলা ।

2015 সালের সেপ্টেম্বরে অ্যামেরিকা সরকারের সঙ্গে অ্যাপাচে কপ্টার কেনার বিষয়ে চুক্তি সই করেছিল ভারত । 22টি অ্যাপাচে কপ্টার কেনা হয়েছে । অত্যাধুনিক এই হেলিকপ্টার পাহাড়ি এলাকার জন্য খুবই উপযোগী ।

চলতি বছরের জুলাইয়ে অ্যাপাচে কপ্টারের প্রথম ব্যাচ দেশে পৌঁছবে । ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার কয়েকজন অফিসারকে এই কপ্টার চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে । অ্যাপাচে কপ্টার হাতে আসার ফলে বায়ুসেনার শক্তি কয়েক গুণ বেড়ে গেল বলে মত বিশেষজ্ঞদের ।

দিল্লি, 11 মে : আনুষ্ঠানিকভাবে প্রথম অ্যাপাচে হেলিকপ্টার হাতে পেল ভারতীয় বায়ুসেনা । হেলিকপ্টারের ছবি টুইট করে একথা জানানো হয়েছে । অ্যামেরিকার আরিজ়োনা প্রদেশের মেসাতে আনুষ্ঠানিকভাবে তা বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়েছে । ছিলেন এয়ার মার্শাল এ এস বুটোলা ।

2015 সালের সেপ্টেম্বরে অ্যামেরিকা সরকারের সঙ্গে অ্যাপাচে কপ্টার কেনার বিষয়ে চুক্তি সই করেছিল ভারত । 22টি অ্যাপাচে কপ্টার কেনা হয়েছে । অত্যাধুনিক এই হেলিকপ্টার পাহাড়ি এলাকার জন্য খুবই উপযোগী ।

চলতি বছরের জুলাইয়ে অ্যাপাচে কপ্টারের প্রথম ব্যাচ দেশে পৌঁছবে । ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার কয়েকজন অফিসারকে এই কপ্টার চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে । অ্যাপাচে কপ্টার হাতে আসার ফলে বায়ুসেনার শক্তি কয়েক গুণ বেড়ে গেল বলে মত বিশেষজ্ঞদের ।


New Delhi, May 10 (ANI): The delegation of Bharatiya Janata Party (BJP) visited the Election Commission's office today. Union Railway Minister Piyush Goyal claimed that Congress misused government services for election campaigns in Madhya Pradesh's Bhopal. He specially criticised Congress leader Digvijaya Singh.He said, "Congress misused police and government machinery during their political campaigns for Lok Sabha election." He further added, "Women police officers were taken to political rallies, where they wore saffron scarfs, which was given by Congress".

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.