দিল্লি, 11 মে : আনুষ্ঠানিকভাবে প্রথম অ্যাপাচে হেলিকপ্টার হাতে পেল ভারতীয় বায়ুসেনা । হেলিকপ্টারের ছবি টুইট করে একথা জানানো হয়েছে । অ্যামেরিকার আরিজ়োনা প্রদেশের মেসাতে আনুষ্ঠানিকভাবে তা বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়েছে । ছিলেন এয়ার মার্শাল এ এস বুটোলা ।
2015 সালের সেপ্টেম্বরে অ্যামেরিকা সরকারের সঙ্গে অ্যাপাচে কপ্টার কেনার বিষয়ে চুক্তি সই করেছিল ভারত । 22টি অ্যাপাচে কপ্টার কেনা হয়েছে । অত্যাধুনিক এই হেলিকপ্টার পাহাড়ি এলাকার জন্য খুবই উপযোগী ।
চলতি বছরের জুলাইয়ে অ্যাপাচে কপ্টারের প্রথম ব্যাচ দেশে পৌঁছবে । ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার কয়েকজন অফিসারকে এই কপ্টার চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে । অ্যাপাচে কপ্টার হাতে আসার ফলে বায়ুসেনার শক্তি কয়েক গুণ বেড়ে গেল বলে মত বিশেষজ্ঞদের ।