ETV Bharat / bharat

হবে পুষ্পবৃষ্টি, কোরোনা যোদ্ধাদের ধন্যবাদ জানাবে বায়ু সেনা - Air Force conduct fly past to thank Corona fighters

আজ নৌ, বায়ু ও স্থল সেনার প্রধানদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিপিন রাওয়াত । বলেন, কোরোনা মোকাবিলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, সাংবাদিক ও পুলিশকর্মীরা দেশের সেবা করে চলেছেন ৷ তাঁদের ধন্যবাদ জানাতে বিশেষ পদক্ষেপ করা হয়েছে ৷

Air Force conduct fly past to thank Corona fighters on 3rd May
কোরোনা যোদ্ধাদের ধন্যবাদ জানাতে ফ্লাই পাস্ট বায়ুসেনার
author img

By

Published : May 2, 2020, 12:56 AM IST

দিল্লি, 1মে : 3 মে দ্বিতীয় দফার লকডাউনের শেষ দিন ৷ ওই দিন কোরোনা যোদ্ধাদের ধন্যবাদ জানাবে বায়ুসেনা ৷ হবে ফ্লাই পাস্ট । হাসপাতালে হাসপাতালে হবে পুষ্পবৃষ্টি । আলোয় সাজানো হবে জাহাজ ৷ ঘোষণা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷

আজ নৌ, বায়ু ও স্থল সেনার প্রধানদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে জেনারেল রাওয়াত জানান, কোরোনা মোকাবিলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, সাংবাদিক ও পুলিশকর্মীরা অবিরাম দেশের সেবা করছেন ৷ তাঁদের ধন্যবাদ জানাতে বিশেষ পদক্ষেপ করা হয়েছে ৷ হাসপাতালে হাসপাতালে পুষ্পবৃষ্টি হবে ৷ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে ৷

তিনি বলেন, ‘‘আমাদের পুলিশবাহিনী ভালো কাজ করছে ৷ তারা রেড জ়োনে মোতায়েন রয়েছে ৷ তারা সেনার প্রয়োজন অনুভব করেনি ৷’’

3 মে ভারতীয় বায়ু সেনা শ্রীনগর থেকে ত্রিবান্দ্রম, অসমের ডিব্রুগড় থেকে গুজরাত পর্যন্ত ফ্লাই পাস্টের আয়োজন করেছে ৷ অন্যদিকে সেদিন সন্ধ্যায় যুদ্ধজাহাজগুলি আলোকসজ্জায় সাজাবে নৌসেনা ৷

দিল্লি, 1মে : 3 মে দ্বিতীয় দফার লকডাউনের শেষ দিন ৷ ওই দিন কোরোনা যোদ্ধাদের ধন্যবাদ জানাবে বায়ুসেনা ৷ হবে ফ্লাই পাস্ট । হাসপাতালে হাসপাতালে হবে পুষ্পবৃষ্টি । আলোয় সাজানো হবে জাহাজ ৷ ঘোষণা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷

আজ নৌ, বায়ু ও স্থল সেনার প্রধানদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে জেনারেল রাওয়াত জানান, কোরোনা মোকাবিলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, সাংবাদিক ও পুলিশকর্মীরা অবিরাম দেশের সেবা করছেন ৷ তাঁদের ধন্যবাদ জানাতে বিশেষ পদক্ষেপ করা হয়েছে ৷ হাসপাতালে হাসপাতালে পুষ্পবৃষ্টি হবে ৷ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে ৷

তিনি বলেন, ‘‘আমাদের পুলিশবাহিনী ভালো কাজ করছে ৷ তারা রেড জ়োনে মোতায়েন রয়েছে ৷ তারা সেনার প্রয়োজন অনুভব করেনি ৷’’

3 মে ভারতীয় বায়ু সেনা শ্রীনগর থেকে ত্রিবান্দ্রম, অসমের ডিব্রুগড় থেকে গুজরাত পর্যন্ত ফ্লাই পাস্টের আয়োজন করেছে ৷ অন্যদিকে সেদিন সন্ধ্যায় যুদ্ধজাহাজগুলি আলোকসজ্জায় সাজাবে নৌসেনা ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.