ETV Bharat / bharat

যদি জঙ্গলে বোমা ফেলতাম পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া দিতেন : বায়ুসেনা প্রধান - terrorism

যদি জঙ্গলে বোমা ফেলতাম তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী কি প্রতিক্রিয়া দিতেন ?" আজ একথা বলেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া।

বায়ুসেনা
author img

By

Published : Mar 4, 2019, 2:48 PM IST

কোয়েম্বাতুর, ৪ মার্চ : "পাকিস্তানের বালাকোট অভিযানের পর কতজন মারা গেছে তা হিসেব করেনি ভারতীয় বায়ুসেনা। আমরা লক্ষ্য পূরণ করেছি। যদি জঙ্গলে বোমা ফেলতাম তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী কি প্রতিক্রিয়া দিতেন ?" আজ একথা বলেন ভারতীয় বায়ুসেনার প্রধান বি এস ধানোয়া।

তিনি আরও বলেন, "আমরা হিসেব করিনি কতজন মারা গেছে। সেখানে কতজন ছিল তার উপর নির্ভর করছে মৃতের সংখ্যা। কতজন মারা গেছে তা সরকার বলবে। ওখানে কতজন ছিল তা স্পষ্ট করা ভারতীয় সেনাবাহিনীর কাজ নয়। আমরা মৃতের সংখ্যা হিসেব করি না। আমরা লক্ষ্য পূরণ করতে পারলাম কি না তার হিসেব করি।"

যদিও পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশ-ই-মহম্মদের ট্রেনিং ক্যাম্পে ভারতীয় বায়ুসেনার অভিযানে ২৫০-র বেশি জঙ্গিকে খতম করা হয়েছে বলে দাবি করেছেন অমিত শাহ।

কোয়েম্বাতুর, ৪ মার্চ : "পাকিস্তানের বালাকোট অভিযানের পর কতজন মারা গেছে তা হিসেব করেনি ভারতীয় বায়ুসেনা। আমরা লক্ষ্য পূরণ করেছি। যদি জঙ্গলে বোমা ফেলতাম তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী কি প্রতিক্রিয়া দিতেন ?" আজ একথা বলেন ভারতীয় বায়ুসেনার প্রধান বি এস ধানোয়া।

তিনি আরও বলেন, "আমরা হিসেব করিনি কতজন মারা গেছে। সেখানে কতজন ছিল তার উপর নির্ভর করছে মৃতের সংখ্যা। কতজন মারা গেছে তা সরকার বলবে। ওখানে কতজন ছিল তা স্পষ্ট করা ভারতীয় সেনাবাহিনীর কাজ নয়। আমরা মৃতের সংখ্যা হিসেব করি না। আমরা লক্ষ্য পূরণ করতে পারলাম কি না তার হিসেব করি।"

যদিও পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশ-ই-মহম্মদের ট্রেনিং ক্যাম্পে ভারতীয় বায়ুসেনার অভিযানে ২৫০-র বেশি জঙ্গিকে খতম করা হয়েছে বলে দাবি করেছেন অমিত শাহ।


Coimbatore (TN), Mar 04 (ANI): President Ram Nath Kovind presented 'President Colours' in Coimbatore in Tamil Nadu on Monday. He presented it to Air Force Station, Hakimpet and 5 Base Repair Depot. The event was held at Sulur Air Force Station. The special cover released by the President has information about the units and their history. The event was started with an inauguration parade, which was performed by the IAF jawans. IAF helicopters were also seen during the event.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.