আবু রোড , 7 জুন : গুজরাতে আসন্ন রাজ্যসভা নির্বাচন ৷ তার আগেই সম্প্রতি 3 কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন ৷ এরপর সেই বিষয়ে বৈঠক করতেই গতকাল গুজরাতের আবু রোডের ওয়াইল্ডউইন্স রিসর্টে পৌঁছান গুজরাতের কয়েকজন কংগ্রেস বিধায়ক ৷
গতকালই সকালের দিকে গুজরাত - রাজস্থান সীমান্তের নিকটে অম্বাজিতে 4 কংগ্রেস বিধায়ককে একসঙ্গে দেখা যায় ৷ অন্যদিকে, গুজরাতের কংগ্রেস বিধায়ক গুলাব সিং রাজপুত বলেন , যারা সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিল, তারাই দল ছেড়ে গিয়েছে ।
সংবাদমাধ্যমের সামনে গুলাব সিং রাজপুত বলেন, " রাজ্যসভা নির্বাচনের কৌশল এখানে আলোচনা করা হবে । আর কোনও বিধায়কই দল ছেড়ে যাচ্ছেন না । যারা বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিল, তারাই দল ছেড়ে গিয়েছে । যারা জনগণের আদর্শকে অসম্মান করেছে ও দল ত্যাগ করেছে, তাঁদের মানুষ ক্ষমা করবে না ৷ " আগামী 19 জুন রাজ্যসভা নির্বাচন হতে চলেছে গুজরাতে । তার আগে এই কংগ্রেস বিধায়করা কি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন, এ নিয়ে জল্পনা তুঙ্গে ।