ETV Bharat / bharat

রায়পুর সহ ছত্তিশগড়ের 10টি জেলায় আজ থেকে সম্পূর্ণ লকডাউন

রবিবার রাজ্যে মোট 1 হাজার 949 জন কোরোনা আক্রান্তের হদিস মিলছে । মৃত্যু হয়েছে 13 জনের । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 86 হাজার 183 ।

Chhattisgarh
Chhattisgarh
author img

By

Published : Sep 21, 2020, 4:44 PM IST

রায়পুর, 21 সেপ্টেম্বর : কোরোনা মোকাবিলায় ছত্তিশগড়ের 10টি জেলায় আজ থেকে সম্পূর্ণ লকডাউনের নির্দেশ । রাজধানী রায়পুর সহ যশপুর, বালোদা বাজার, জনজগীর - চম্পা, দুর্গ, ভিলাই, ধামত্রি, বিলাসপুর জেলায় লকডাউনের ঘোষণা করা হয়েছে । আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন চলবে বলে জানানো হয়েছে ।

রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, রাজধানী রায়পুরে প্রতিদিন প্রায় 900 থেকে 1000 জন কোরোনা আক্রান্তের হদিস মিলছে । দিনের পর দিন এই এলাকায় সংক্রমণে র সংখ্যা বেড়েই চলেছে । সেই কারণেই লকডাউনের ঘোষণা করা হয়েছে । এই সমস্ত অঞ্চলে সরকারি, বেসরকারি সমস্ত অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিস খোলার নির্দেশ দেওয়া হয়েছে । লকডাউন চলাকালীন কোনও মিটিং, মিছিল বা ব়্যালি করার উপর নিষেধজ্ঞা জারি করা হয়েছে ।

সরকারি সূত্রে জানানো হয়েছে, " সমস্ত দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে । ওষুধের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে । তবে, সেক্ষেত্রে যাতে হোম ডেলিভারির ব্যবস্থা করা যায় । সকাল 6 টা থেকে 2 ঘণ্টা করে দুধের দোকানগুলো খোলা থাকবে । আবার বিকেল 5টা থেকে দেড় ঘণ্টার জন্য দুধের দোকান খোলা থাকবে । " অপরদিকে, লকডাউন চলাকালীন পেট্রল পাম্প থেকে কেবলমাত্র সরকারি কাজে যুক্ত গাড়িগুলোকেই পরিষেবা দেওয়া হবে । এবং যে সমস্ত ব্যাক্তিগত গাড়ি সরকারি কাজে ব্যবহৃত হয়, সেসময় গাড়িগুলোকে পরিষেবা দেওয়া হবে বলেও জানানো হয়েছে ।

উল্লেখ্য, রবিবার রাজ্যে মোট 1 হাজার 949 জন কোরোনা আক্রান্তের হদিস মিলছে । মৃত্যু হয়েছে 13 জনের । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 86 হাজার 183 । যার মধ্যে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 37 হাজার 853 জন । মোট মৃত্যু হয়েছে 677 জনের ।

রায়পুর, 21 সেপ্টেম্বর : কোরোনা মোকাবিলায় ছত্তিশগড়ের 10টি জেলায় আজ থেকে সম্পূর্ণ লকডাউনের নির্দেশ । রাজধানী রায়পুর সহ যশপুর, বালোদা বাজার, জনজগীর - চম্পা, দুর্গ, ভিলাই, ধামত্রি, বিলাসপুর জেলায় লকডাউনের ঘোষণা করা হয়েছে । আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন চলবে বলে জানানো হয়েছে ।

রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, রাজধানী রায়পুরে প্রতিদিন প্রায় 900 থেকে 1000 জন কোরোনা আক্রান্তের হদিস মিলছে । দিনের পর দিন এই এলাকায় সংক্রমণে র সংখ্যা বেড়েই চলেছে । সেই কারণেই লকডাউনের ঘোষণা করা হয়েছে । এই সমস্ত অঞ্চলে সরকারি, বেসরকারি সমস্ত অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিস খোলার নির্দেশ দেওয়া হয়েছে । লকডাউন চলাকালীন কোনও মিটিং, মিছিল বা ব়্যালি করার উপর নিষেধজ্ঞা জারি করা হয়েছে ।

সরকারি সূত্রে জানানো হয়েছে, " সমস্ত দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে । ওষুধের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে । তবে, সেক্ষেত্রে যাতে হোম ডেলিভারির ব্যবস্থা করা যায় । সকাল 6 টা থেকে 2 ঘণ্টা করে দুধের দোকানগুলো খোলা থাকবে । আবার বিকেল 5টা থেকে দেড় ঘণ্টার জন্য দুধের দোকান খোলা থাকবে । " অপরদিকে, লকডাউন চলাকালীন পেট্রল পাম্প থেকে কেবলমাত্র সরকারি কাজে যুক্ত গাড়িগুলোকেই পরিষেবা দেওয়া হবে । এবং যে সমস্ত ব্যাক্তিগত গাড়ি সরকারি কাজে ব্যবহৃত হয়, সেসময় গাড়িগুলোকে পরিষেবা দেওয়া হবে বলেও জানানো হয়েছে ।

উল্লেখ্য, রবিবার রাজ্যে মোট 1 হাজার 949 জন কোরোনা আক্রান্তের হদিস মিলছে । মৃত্যু হয়েছে 13 জনের । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 86 হাজার 183 । যার মধ্যে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 37 হাজার 853 জন । মোট মৃত্যু হয়েছে 677 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.