ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে গণধর্ষণের পর মহিলার যৌনাঙ্গে রড, গ্রেপ্তার তিন - after-the-gang-rape-of-the-woman-put-iron-bar-in-a-private-part-victims-condition-critical

উত্তরপ্রদেশ, বিহারের পর এবার মধ্যপ্রদেশ। গণধর্ষণের পর এক মহিলার উপর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ উঠল। পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে। নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক।

after-the-gang-rape-of-the-woman-put-iron-bar-in-a-private-part-victims-condition-critical
মধ্য প্রদেশে গণধর্ষণের পর মহিলার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দিল অভিযুক্তরা, গ্রেপ্তার তিন
author img

By

Published : Jan 11, 2021, 12:16 PM IST

Updated : Jan 11, 2021, 12:31 PM IST

সিধি (মধ্যপ্রদেশ), 11 জানুয়ারি : ফের প্রশ্নের মুখে নারীর সম্ভ্রম। আবারও ধর্ষণের পর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল। এবার ঘটনাস্থান মধ্যপ্রদেশের সিধি জেলা। অভিযোগ, এক বিধবা মহিলাকে ধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড।

রবিবার রাতে ঘটনাটি ঘটে। সিধি জেলার আমিলিয়া গ্রামে ওই মহিলার বাড়ি। অভিযুক্ত তিনজনও সেখানকারই বাসিন্দা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে।

এদিকে স্থানীয় রেওয়া জেলার হাসপাতালে ওই মহিলাকে ভরতি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই মহিলা বাড়িতে একাই ছিলেন। সেই সময় তিন অভিযুক্ত ঘটনাস্থলে হাজির হয়। ওই মহিলার কাছে জল খেতে চায়। বাইরে ডাকে। কিন্তু ওই মহিলা ঘরের বাইরে বের হতে রাজি হননি। তখন দরজা ভেঙে ওই মহিলার ঘরে ঢোকে অভিযুক্তরা।

তার পর তিনজন ওই মহিলাকে ধর্ষণ করে। ধর্ষণের পর মহিলার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড। এর পর সেখান থেকে তারা পালিয়ে যায়। মহিলার চিৎকারে সেখানে এসে উপস্থিত হয় তাঁর আত্মীয় ও প্রতিবেশীরা। তাঁরাই ওই মহিলাকে প্রথমে সিধি জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ওই মহিলাকে রেওয়া জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

আরও পড়ুন : উত্তরপ্রদেশে গণধর্ষণের পর যৌনাঙ্গে রড ঢুকিয়ে মহিলাকে খুন, 3 দিন পর ধৃত 1

সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা তিনটি ঘটেছে। প্রথমে উত্তরপ্রদেশ থেকে এই ধরনের একটি ঘটনার খবর পাওয়া যায়। ওই ঘটনায় নির্যাতিতার মৃত্যু হয়েছে। পরে বিহার থেকেও এমন একটি খবর মেলে। এবার মধ্যপ্রদেশেও একই ধরনের ঘটনা ঘটল।

সিধি (মধ্যপ্রদেশ), 11 জানুয়ারি : ফের প্রশ্নের মুখে নারীর সম্ভ্রম। আবারও ধর্ষণের পর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল। এবার ঘটনাস্থান মধ্যপ্রদেশের সিধি জেলা। অভিযোগ, এক বিধবা মহিলাকে ধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড।

রবিবার রাতে ঘটনাটি ঘটে। সিধি জেলার আমিলিয়া গ্রামে ওই মহিলার বাড়ি। অভিযুক্ত তিনজনও সেখানকারই বাসিন্দা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে।

এদিকে স্থানীয় রেওয়া জেলার হাসপাতালে ওই মহিলাকে ভরতি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই মহিলা বাড়িতে একাই ছিলেন। সেই সময় তিন অভিযুক্ত ঘটনাস্থলে হাজির হয়। ওই মহিলার কাছে জল খেতে চায়। বাইরে ডাকে। কিন্তু ওই মহিলা ঘরের বাইরে বের হতে রাজি হননি। তখন দরজা ভেঙে ওই মহিলার ঘরে ঢোকে অভিযুক্তরা।

তার পর তিনজন ওই মহিলাকে ধর্ষণ করে। ধর্ষণের পর মহিলার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড। এর পর সেখান থেকে তারা পালিয়ে যায়। মহিলার চিৎকারে সেখানে এসে উপস্থিত হয় তাঁর আত্মীয় ও প্রতিবেশীরা। তাঁরাই ওই মহিলাকে প্রথমে সিধি জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ওই মহিলাকে রেওয়া জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

আরও পড়ুন : উত্তরপ্রদেশে গণধর্ষণের পর যৌনাঙ্গে রড ঢুকিয়ে মহিলাকে খুন, 3 দিন পর ধৃত 1

সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা তিনটি ঘটেছে। প্রথমে উত্তরপ্রদেশ থেকে এই ধরনের একটি ঘটনার খবর পাওয়া যায়। ওই ঘটনায় নির্যাতিতার মৃত্যু হয়েছে। পরে বিহার থেকেও এমন একটি খবর মেলে। এবার মধ্যপ্রদেশেও একই ধরনের ঘটনা ঘটল।

Last Updated : Jan 11, 2021, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.