ETV Bharat / bharat

মোদির কড়া জবাব, আকাশ প্রসঙ্গে উল্টো সুর ইন্দোর BJP-র - bjp

আকাশ বিজয়বর্গীয়কে বরণ করে ঘরে ফেরানো হয়নি। প্রধানমন্ত্রীর মন্তব্যের পরই পাল্টে গেল ইন্দোর BJP-এর বক্তব্য। ফুল-মালা দিয়ে উৎসব পালনের পরই সম্পূর্ণ উল্টো সুরে কথা বললেন ইন্দোরের BJP নেতৃত্ব ।

আকাশ বিজয়বর্গীয়কে
author img

By

Published : Jul 3, 2019, 7:28 PM IST

Updated : Jul 3, 2019, 7:45 PM IST

ইন্দোর, 3 জুলাই : ফুল-মালা দিয়ে উৎসব পালনের পরই সম্পূর্ণ উল্টো সুরে কথা বললেন ইন্দোরের BJP নেতৃত্ব । ক্রিকেট ব্যাট দিয়ে পুর আধিকারিককে পিটিয়ে জেলে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ । ইন্দোরের বিধায়ক আকাশ মুক্তি পেতেই উচ্ছ্বাসে আবেগে তাস-ব্যান্ড পার্টি দিয়ে বরণ করা হয় তাঁকে । এ বার ইন্দোরের BJP নেতৃত্বই বলেন, আকাশকে দলে স্বাগত জানানো হয়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে সংসদীয় বৈঠকের সময় পুর আধিকারিককে মারধরের ঘটনায় ক্ষোভপ্রকাশ করে বলেন এ জাতীয় ঘটনা বরদাস্ত করা হবে না ।
এর পরই ইন্দোরের BJP নেতৃত্ব বলেন, কোনও কর্মী-সমর্থকই আকাশ স্বাগত জানাননি । BJP-র এক বিধায়ক এই প্রসঙ্গে বলেন, জেল থেকে আকাশকে বাড়ি নিয়ে আসতে গিয়েছিলেন তিনি রবিবার । তবে কোনওরকম অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন ছিল না। কারণ এরকম কোনও অনুমতি তাঁরা পাননি।

আকাশ রবিবার মুক্তি পেতেই দলীয় বিধায়ককে ঘিরে উৎসবে মেতেওছেন সদস্যরা । তাসা-ব্যান্ড পার্টি-সহ জেলের সামনেই তাঁকে মালা পরিয়ে বীরের মর্যাদা দিয়ে নিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উচ্ছ্বাস প্রকাশে BJP অফিসের সামনে শূন্যে গুলি ছুড়ে দলীয় বিধায়কের মুক্তি উদযাপন করেন দলীয় কর্মী সমর্থকরা। আর ইন্দোরের BJP বিধায়কের মন্তব্য ছিল, ''জেলে খুব ভাল সময় কাটিয়েছি।''

26 জুন সরকারি আধিকারিককে ব্যাট দিয়ে মারধরের পর গ্রেপ্তার করা হয় আকাশকে। ভাইরাল হয় সেই ভিডিয়ো । 30 তারিখই জামিন মেলে তাঁর।

ইন্দোর, 3 জুলাই : ফুল-মালা দিয়ে উৎসব পালনের পরই সম্পূর্ণ উল্টো সুরে কথা বললেন ইন্দোরের BJP নেতৃত্ব । ক্রিকেট ব্যাট দিয়ে পুর আধিকারিককে পিটিয়ে জেলে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ । ইন্দোরের বিধায়ক আকাশ মুক্তি পেতেই উচ্ছ্বাসে আবেগে তাস-ব্যান্ড পার্টি দিয়ে বরণ করা হয় তাঁকে । এ বার ইন্দোরের BJP নেতৃত্বই বলেন, আকাশকে দলে স্বাগত জানানো হয়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে সংসদীয় বৈঠকের সময় পুর আধিকারিককে মারধরের ঘটনায় ক্ষোভপ্রকাশ করে বলেন এ জাতীয় ঘটনা বরদাস্ত করা হবে না ।
এর পরই ইন্দোরের BJP নেতৃত্ব বলেন, কোনও কর্মী-সমর্থকই আকাশ স্বাগত জানাননি । BJP-র এক বিধায়ক এই প্রসঙ্গে বলেন, জেল থেকে আকাশকে বাড়ি নিয়ে আসতে গিয়েছিলেন তিনি রবিবার । তবে কোনওরকম অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন ছিল না। কারণ এরকম কোনও অনুমতি তাঁরা পাননি।

আকাশ রবিবার মুক্তি পেতেই দলীয় বিধায়ককে ঘিরে উৎসবে মেতেওছেন সদস্যরা । তাসা-ব্যান্ড পার্টি-সহ জেলের সামনেই তাঁকে মালা পরিয়ে বীরের মর্যাদা দিয়ে নিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উচ্ছ্বাস প্রকাশে BJP অফিসের সামনে শূন্যে গুলি ছুড়ে দলীয় বিধায়কের মুক্তি উদযাপন করেন দলীয় কর্মী সমর্থকরা। আর ইন্দোরের BJP বিধায়কের মন্তব্য ছিল, ''জেলে খুব ভাল সময় কাটিয়েছি।''

26 জুন সরকারি আধিকারিককে ব্যাট দিয়ে মারধরের পর গ্রেপ্তার করা হয় আকাশকে। ভাইরাল হয় সেই ভিডিয়ো । 30 তারিখই জামিন মেলে তাঁর।

New Delhi, July 03 (ANI): The Delhi Police Commissioner Amulya Patnaik met Union Home Minister Amit Shah over Chandni Chowk incident today. After the meeting, he said, "I have briefed Amit Shah about the situation here. Things are now normal in the Hauz Qazi area. Around four people have been arrested in the case."


Last Updated : Jul 3, 2019, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.