ETV Bharat / bharat

NEP-তে বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে তালিকাভুক্ত করা হোক, প্রধানমন্ত্রীকে আবেদন অধীরের - রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বার্ষিকী

বাংলা বহু বছর ধরে একটি ভাষা হিসেবে ঐতিহ্য বহন করছে । এই ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার পক্ষে সওয়াল করলেন অধীর ।

Adhir Ranjan Chowdhury
অধীর চৌধুরি
author img

By

Published : Aug 7, 2020, 7:45 PM IST

দিল্লি, 7 অগাস্ট : কেন্দ্রের নতুন শিক্ষানীতির মাধ্যমে আদতে কৌশলে রাজ্যগুলির উপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে । NEP আসার পর পরই এ বিষয়ে সরব হয়েছিল বিরোধী দলগুলির একাংশ । এবার রবীন্দ্রনাথের 79তম মৃত্যু দিনে তাঁর কথা উল্লেখ করে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি না দেওয়ার অসন্তোষ প্রকাশ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি । চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে ।

নতুন জাতীয় শিক্ষানীতির কথা ঘোষণা হওয়ার পর থেকেই সরব হয়েছিল বামেরা । রাজ্যের কংগ্রেস নেতৃত্বেরও একই মনোভাব ছিল । এই শিক্ষানীতির বিরোধিতা করেছিল তৃণমূলও । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তাঁর সঙ্গে বা রাজ্যের সঙ্গে কথা না বলেই এই নীতি সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । একে পশ্চিমী মডেলের অনুকরণ বলেও কটাক্ষ করেছিলেন তিনি । কলকাতায় বিক্ষোভ দেখিয়েছিল ছাত্র পরিষদের সদস্যরা । এবার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার পক্ষে সওয়াল করলেন অধীর ।

আজ 22 শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিন । রবীন্দ্রনাথই প্রথম অ-ইউরোপীয় হিসেবে নোবেল পান । সেই বিষয়টি উল্লেখ করে অধীর চিঠিতে লেখেন, "আজ কবিগুরু রবীন্দ্রনাথের 79তম মৃত্যুদিন । তিনিই প্রথম অ-ইউরোপীয় হিসেবে নোবেল পান 1913 সালে । আমি শুধু জানতে চাই নতুন শিক্ষানীতিতে কেন বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেল না ।"

তিনি বলেন, "বিশ্বে সব থেকে বেশি প্রচলিত ভাষার মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলা । বহু বছর ধরে এটি একটি ভাষা হিসেবে ঐতিহ্য বহন করছে । আর কী কী বৈশিষ্ট্য থাকলে একটি ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেতে পারে? প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্বেও এই ভাষার প্রাচীনত্বের প্রমাণ মিলেছে ।"

প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন জানান, বাংলা ভাষাকে নতুন শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার তালিকায় নথিভুক্ত করা হোক ।

দিল্লি, 7 অগাস্ট : কেন্দ্রের নতুন শিক্ষানীতির মাধ্যমে আদতে কৌশলে রাজ্যগুলির উপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে । NEP আসার পর পরই এ বিষয়ে সরব হয়েছিল বিরোধী দলগুলির একাংশ । এবার রবীন্দ্রনাথের 79তম মৃত্যু দিনে তাঁর কথা উল্লেখ করে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি না দেওয়ার অসন্তোষ প্রকাশ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি । চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে ।

নতুন জাতীয় শিক্ষানীতির কথা ঘোষণা হওয়ার পর থেকেই সরব হয়েছিল বামেরা । রাজ্যের কংগ্রেস নেতৃত্বেরও একই মনোভাব ছিল । এই শিক্ষানীতির বিরোধিতা করেছিল তৃণমূলও । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তাঁর সঙ্গে বা রাজ্যের সঙ্গে কথা না বলেই এই নীতি সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । একে পশ্চিমী মডেলের অনুকরণ বলেও কটাক্ষ করেছিলেন তিনি । কলকাতায় বিক্ষোভ দেখিয়েছিল ছাত্র পরিষদের সদস্যরা । এবার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার পক্ষে সওয়াল করলেন অধীর ।

আজ 22 শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিন । রবীন্দ্রনাথই প্রথম অ-ইউরোপীয় হিসেবে নোবেল পান । সেই বিষয়টি উল্লেখ করে অধীর চিঠিতে লেখেন, "আজ কবিগুরু রবীন্দ্রনাথের 79তম মৃত্যুদিন । তিনিই প্রথম অ-ইউরোপীয় হিসেবে নোবেল পান 1913 সালে । আমি শুধু জানতে চাই নতুন শিক্ষানীতিতে কেন বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেল না ।"

তিনি বলেন, "বিশ্বে সব থেকে বেশি প্রচলিত ভাষার মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলা । বহু বছর ধরে এটি একটি ভাষা হিসেবে ঐতিহ্য বহন করছে । আর কী কী বৈশিষ্ট্য থাকলে একটি ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেতে পারে? প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্বেও এই ভাষার প্রাচীনত্বের প্রমাণ মিলেছে ।"

প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন জানান, বাংলা ভাষাকে নতুন শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার তালিকায় নথিভুক্ত করা হোক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.