ETV Bharat / bharat

অভিনন্দনের গোঁফকে 'জাতীয় গোঁফ' ঘোষণা করা হোক, দাবি অধীরের - adhir ranjan chowdhury

লোকসভায় আজ অধীরবাবু পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার হামলার প্রশংসা করেন । পাশাপাশি বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের গোঁফকে 'জাতীয় গোঁফ' হিসাবে ঘোষণার দাবি তোলেন তিনি ।

অভিনন্দনের গোঁফকে 'জাতীয় গোঁফ' ঘোষণা করা হোক, দাবি অধীরের
author img

By

Published : Jun 24, 2019, 6:29 PM IST

দিল্লি, 24 জুন : উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে পুরস্কৃত করার জন্য নরেন্দ্র মোদির কাছে আর্জি জানালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি । লোকসভায় আজ অধীরবাবু পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার হামলার প্রশংসা করেন । পাশাপাশি বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের গোঁফকে 'জাতীয় গোঁফ' হিসাবে ঘোষণার দাবি তোলেন তিনি । তাঁর মতে এতে দেশের তরুণ সমাজ উদ্বুদ্ধ হবে ।

26 ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। 27 ফেব্রুয়ারি পাকিস্তানের F-16 বিমান ধ্বংস করেন অভিনন্দন । কিন্তু তাঁর নিজের বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি পাকিস্তানে প্যারাসুটে নামতে বাধ্য হন । পাকিস্তান সেনা অভিনন্দনকে নিজেদের হেপাজতে নেয়। তবে পরে কূটনৈতিক চাপে অভিনন্দনকে 1 মার্চ রাতে দেশে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান ।

তবে বালাকোট হামলার প্রশংসা করলেও বিভিন্ন ক্ষেত্রে BJP-র কড়া সমালোচনা শোনা গেছে অধীরবাবুর গলায় । সংসদে তিনি আজ অভিযোগ করেন, BJP 'পলিটিকাল প্লেজিয়ারিজ়ম' করছে । কংগ্রেসের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদির সরকার সেগুলি নিজেদের নামে চালাচ্ছেন ।

অধীরবাবু আজ অভিযোগ করেন, BJP সরকারের 19টি প্রকল্প কংগ্রেস জামানার । প্রধানমন্ত্রী আবাস যোজনা, জনঔষধি যোজনা, অটল পেনশন যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত মিশন, স্কিল ইন্ডিয়া মিশন-সহ একাধিক প্রকল্প কংগ্রেসের জমানায় অন্য নামে চালু ছিল বলে দাবি অধীরবাবুর ।

দিল্লি, 24 জুন : উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে পুরস্কৃত করার জন্য নরেন্দ্র মোদির কাছে আর্জি জানালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি । লোকসভায় আজ অধীরবাবু পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার হামলার প্রশংসা করেন । পাশাপাশি বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের গোঁফকে 'জাতীয় গোঁফ' হিসাবে ঘোষণার দাবি তোলেন তিনি । তাঁর মতে এতে দেশের তরুণ সমাজ উদ্বুদ্ধ হবে ।

26 ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। 27 ফেব্রুয়ারি পাকিস্তানের F-16 বিমান ধ্বংস করেন অভিনন্দন । কিন্তু তাঁর নিজের বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি পাকিস্তানে প্যারাসুটে নামতে বাধ্য হন । পাকিস্তান সেনা অভিনন্দনকে নিজেদের হেপাজতে নেয়। তবে পরে কূটনৈতিক চাপে অভিনন্দনকে 1 মার্চ রাতে দেশে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান ।

তবে বালাকোট হামলার প্রশংসা করলেও বিভিন্ন ক্ষেত্রে BJP-র কড়া সমালোচনা শোনা গেছে অধীরবাবুর গলায় । সংসদে তিনি আজ অভিযোগ করেন, BJP 'পলিটিকাল প্লেজিয়ারিজ়ম' করছে । কংগ্রেসের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদির সরকার সেগুলি নিজেদের নামে চালাচ্ছেন ।

অধীরবাবু আজ অভিযোগ করেন, BJP সরকারের 19টি প্রকল্প কংগ্রেস জামানার । প্রধানমন্ত্রী আবাস যোজনা, জনঔষধি যোজনা, অটল পেনশন যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত মিশন, স্কিল ইন্ডিয়া মিশন-সহ একাধিক প্রকল্প কংগ্রেসের জমানায় অন্য নামে চালু ছিল বলে দাবি অধীরবাবুর ।

New Delhi, June 24 (ANI): Police have arrested a man in Delhi over allegedly murdering a 7-year-old girl today. The girl was visually impaired. The incident took place in Narela Industrial Area. Dead body of the girl was found at the backside of her home. Earlier, police have ruled out the possibility of sexual assault but said that the medical examination report is being awaited to confirm anything in this regard.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.