দিল্লি, 19 ফেব্রুয়ারি : হিন্দু জঙ্গি শব্দের ব্যবহার নিয়ে BJP-কে পালটা জবাব দিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি ৷ আজ লোকসভায় কংগ্রেস দলনেতা বলেন, ‘‘মুম্বই হামলার পরে নয়, মক্কা মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রজ্ঞা ঠাকুর ও অন্য কয়েকজনের নাম জড়িয়েছিল ৷ তখন হিন্দু জঙ্গি শব্দের প্রয়োগ করা হয় ৷’’
আজ অধীর চৌধুরি বলেন, ‘‘জঙ্গিরা সবসময় ছলনা করে ৷ নিজেদের আসল পরিচয় নিয়ে তারা হামলা চালায় না ৷ UPA সরকারের আমলেই হামলা সম্পর্কে সবকিছু প্রকাশ করা হয়েছিল ৷ পরে আজমল কাসভকে UPA সরকারই ফাঁসি দিয়েছিল ৷’’ মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার রাকেশ মারিয়া তাঁর বইতে আজমল কাসভ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ৷ মারিয়া লিখেছেন, ‘‘আজমল কাসভকে হিন্দু জঙ্গি হিসেবে প্রমাণ করতে তার হাতে গেরুয়া সুতো পরানো হয়েছিল ৷’’ এরপরই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘‘রাকেশ মারিয়া এসব আগে বলেননি কেন? আমার মনে হয় এসবই কংগ্রেস শাসিত UPA সরকারের ষড়যন্ত্র ৷ আমরা মিথ্যা এবং ঠকবাজির আর একরকম নুমনা আমরা তখন দেখেছিলাম, যখন পি চিদম্বরমের কথায় হিন্দু জঙ্গি শব্দ ব্যবহার করা হয়েছিল ৷’’
কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ টেনেই আজ BJP-কে পালটা জবাব দিলেন অধীর ৷