ETV Bharat / bharat

উত্তরাখণ্ডের নেপাল-ভারত সীমান্তে মোতায়েন SSB-র অতিরিক্ত জওয়ান

SSB-র সূত্র অনুযায়ী, নেপাল সীমান্তে সতর্কতা জারি হয়েছে । সশস্ত্র সীমাবলের তরফে অতিরিক্ত সেনা মোতায়েন হয়েছে উত্তরাখণ্ডের ভারত-নেপাল সীমান্তে ।

SSb
SSb
author img

By

Published : Jun 26, 2020, 7:14 PM IST

দেরাদুন, 26জুন : ভারত-নেপাল সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করল সশস্ত্র সীমা বল (SSB) । উত্তরাখণ্ডে আন্তর্জাতিক সীমান্তে ধরচুলা থেকে কালাপানি পর্যন্ত জওয়ান মোতায়েন করা হয়েছে । এই বিষয়ে ইনস্পেক্টর সন্তোষ নেগি জানিয়েছেন, অন্য সেনাবাহিনীর পাশাপাশি SSB-র অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হল ।

SSB-র সূত্রে জানা গিয়েছে, নেপাল সীমান্তে সতর্কতা জারি হয়েছে । উত্তরাখণ্ডে নেপালের খোলা সীমান্ত রয়েছে । তা সিল করা হয়েছে । নেপাল সীমান্তের কম জনঘনত্বের এলাকায় সশস্ত্র সীমা বলের জওয়ানদের নিয়োগ করা হয়েছে ।

ভারতীয় পরিসীমার কয়েকটি অঞ্চলের দাবি জানিয়েছে প্রতিবেশী রাজ্য নেপাল । নেপালের দাবি করা নতুন ম্যাপ নিয়ে দিল্লি-কাঠমাণ্ডুর মধ্যেই ইতিমধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে । সেই আবহের মধ্যেই নেপাল সীমান্তে নিরাপত্তা আরও কড়া করল ভারত ।

দেরাদুন, 26জুন : ভারত-নেপাল সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করল সশস্ত্র সীমা বল (SSB) । উত্তরাখণ্ডে আন্তর্জাতিক সীমান্তে ধরচুলা থেকে কালাপানি পর্যন্ত জওয়ান মোতায়েন করা হয়েছে । এই বিষয়ে ইনস্পেক্টর সন্তোষ নেগি জানিয়েছেন, অন্য সেনাবাহিনীর পাশাপাশি SSB-র অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হল ।

SSB-র সূত্রে জানা গিয়েছে, নেপাল সীমান্তে সতর্কতা জারি হয়েছে । উত্তরাখণ্ডে নেপালের খোলা সীমান্ত রয়েছে । তা সিল করা হয়েছে । নেপাল সীমান্তের কম জনঘনত্বের এলাকায় সশস্ত্র সীমা বলের জওয়ানদের নিয়োগ করা হয়েছে ।

ভারতীয় পরিসীমার কয়েকটি অঞ্চলের দাবি জানিয়েছে প্রতিবেশী রাজ্য নেপাল । নেপালের দাবি করা নতুন ম্যাপ নিয়ে দিল্লি-কাঠমাণ্ডুর মধ্যেই ইতিমধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে । সেই আবহের মধ্যেই নেপাল সীমান্তে নিরাপত্তা আরও কড়া করল ভারত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.