ETV Bharat / bharat

JNU নিয়ে টুইটারে ভিডিয়ো বার্তায় কাঁদলেন স্বরা ভাস্কর - অভিনেত্রী স্বরা ভাস্কর

ভিডিয়ো বার্তায় স্বরা ভাস্কর কাঁদতে কাঁদতে বলেন, "দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস  চালাচ্ছে ৷ হস্টেলে ভাঙচুর করছে  ৷ ছাত্র-ছাত্রীদের মারধর করা হয়েছে ৷ জখম হয়েছেন শিক্ষক-শিক্ষিকারাও ৷ "

Actress Swara Bhaskar weeps
অভিনেত্রী স্বারা ভাস্কর
author img

By

Published : Jan 6, 2020, 6:51 AM IST

Updated : Jan 6, 2020, 7:12 AM IST

দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলা নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ দুষ্কৃতীদের হামলায় জখম অধ্যাপক সুচরিতা সেন ও ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের কথা বলতে গিয়ে কান্নায় তাঁর গলা বুজে আসে । স্বরার বাবা-মা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্য়াম্পাসে থাকেন । তাঁদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরা ।

রবিবার রাতে মুখে কাপড় বেঁধে একদল দুষ্কৃতী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়াদের একাংশের উপর রড, পাথর নিয়ে হামলা চালায় । হামলায় প্রায় 20 জন পড়ুয়া ও অধ্যাপক গুরুতর জখম হন । তাঁদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের এই তাণ্ডব নিয়ে নিজের টুইটার হ্যান্ডেল থেকে রবিবার রাতে একটি ভিডিয়ো-বার্তা পোস্ট করেন স্বরা ।

  • Urgent appeal!!!! To all Delhiites PLS gather in large numbers outside the Main Gate of JNU campus on Baba Gangnath Marg.. to pressure the govt. & #DelhiPolice to stop the rampage by alleged ABVP masked goons on JNU campus. PLS PLS share to everyone in Delhi!🙏🏿🙏🏿 9pm on 5th. Jan pic.twitter.com/IXgvvazoSn

    — Swara Bhasker (@ReallySwara) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়ো বার্তায় তিনি কাঁদতে কাঁদতে বলেন, "দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস চালাচ্ছে ৷ হস্টেলে ভাঙচুর করছে ৷ ছাত্র-ছাত্রীদের মারধর করা হয়েছে ৷ জখম হয়েছেন শিক্ষক-শিক্ষিকারাও ৷ অধ্যাপিকা সুচরিতা সেন, ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি ৷ আমার বাবা-মা ক্যাম্পাসে আবাসনে থাকেন । তাঁদের নিয়েও আমি খুব উদ্বিগ্ন । RSS ও ABVP এই হামলায় জড়িত বলে অভিযোগ উঠেছে । দিল্লিতে যাঁরা আছেন তাঁদের প্রত্যেকের কাছে আবেদন করছি, বিশ্ববিদ্যালয়ে প্রধান গেটের সামনে যান ৷ পুলিশকে চাপ দিন এই তাণ্ডব থামানোর জন্য ৷"

দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলা নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ দুষ্কৃতীদের হামলায় জখম অধ্যাপক সুচরিতা সেন ও ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের কথা বলতে গিয়ে কান্নায় তাঁর গলা বুজে আসে । স্বরার বাবা-মা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্য়াম্পাসে থাকেন । তাঁদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরা ।

রবিবার রাতে মুখে কাপড় বেঁধে একদল দুষ্কৃতী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়াদের একাংশের উপর রড, পাথর নিয়ে হামলা চালায় । হামলায় প্রায় 20 জন পড়ুয়া ও অধ্যাপক গুরুতর জখম হন । তাঁদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের এই তাণ্ডব নিয়ে নিজের টুইটার হ্যান্ডেল থেকে রবিবার রাতে একটি ভিডিয়ো-বার্তা পোস্ট করেন স্বরা ।

  • Urgent appeal!!!! To all Delhiites PLS gather in large numbers outside the Main Gate of JNU campus on Baba Gangnath Marg.. to pressure the govt. & #DelhiPolice to stop the rampage by alleged ABVP masked goons on JNU campus. PLS PLS share to everyone in Delhi!🙏🏿🙏🏿 9pm on 5th. Jan pic.twitter.com/IXgvvazoSn

    — Swara Bhasker (@ReallySwara) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়ো বার্তায় তিনি কাঁদতে কাঁদতে বলেন, "দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস চালাচ্ছে ৷ হস্টেলে ভাঙচুর করছে ৷ ছাত্র-ছাত্রীদের মারধর করা হয়েছে ৷ জখম হয়েছেন শিক্ষক-শিক্ষিকারাও ৷ অধ্যাপিকা সুচরিতা সেন, ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি ৷ আমার বাবা-মা ক্যাম্পাসে আবাসনে থাকেন । তাঁদের নিয়েও আমি খুব উদ্বিগ্ন । RSS ও ABVP এই হামলায় জড়িত বলে অভিযোগ উঠেছে । দিল্লিতে যাঁরা আছেন তাঁদের প্রত্যেকের কাছে আবেদন করছি, বিশ্ববিদ্যালয়ে প্রধান গেটের সামনে যান ৷ পুলিশকে চাপ দিন এই তাণ্ডব থামানোর জন্য ৷"

Mumbai, Jan 05 (ANI): While speaking to ANI in Mumbai on January 05, the Chief Minister of Rajasthan, Ashok Gehlot, spoke on various current political issues and targeted BJP government on the same. He said, "The real issue is economy. Gross Domestic Product (GDP) growth rate is coming down, inflation has increased and petrol and diesel prices have also increased." "Prime Minister Narendra Modi and Union Home Minister Amit Shah should give answers, but instead of that they are talking about National Register of Citizens (NRC), National Population Register (NPR) and Citizenship Amendment Act (CAA), to divert attention," he added.

Last Updated : Jan 6, 2020, 7:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.