দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলা নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ দুষ্কৃতীদের হামলায় জখম অধ্যাপক সুচরিতা সেন ও ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের কথা বলতে গিয়ে কান্নায় তাঁর গলা বুজে আসে । স্বরার বাবা-মা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্য়াম্পাসে থাকেন । তাঁদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরা ।
রবিবার রাতে মুখে কাপড় বেঁধে একদল দুষ্কৃতী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়াদের একাংশের উপর রড, পাথর নিয়ে হামলা চালায় । হামলায় প্রায় 20 জন পড়ুয়া ও অধ্যাপক গুরুতর জখম হন । তাঁদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের এই তাণ্ডব নিয়ে নিজের টুইটার হ্যান্ডেল থেকে রবিবার রাতে একটি ভিডিয়ো-বার্তা পোস্ট করেন স্বরা ।
-
Urgent appeal!!!! To all Delhiites PLS gather in large numbers outside the Main Gate of JNU campus on Baba Gangnath Marg.. to pressure the govt. & #DelhiPolice to stop the rampage by alleged ABVP masked goons on JNU campus. PLS PLS share to everyone in Delhi!🙏🏿🙏🏿 9pm on 5th. Jan pic.twitter.com/IXgvvazoSn
— Swara Bhasker (@ReallySwara) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Urgent appeal!!!! To all Delhiites PLS gather in large numbers outside the Main Gate of JNU campus on Baba Gangnath Marg.. to pressure the govt. & #DelhiPolice to stop the rampage by alleged ABVP masked goons on JNU campus. PLS PLS share to everyone in Delhi!🙏🏿🙏🏿 9pm on 5th. Jan pic.twitter.com/IXgvvazoSn
— Swara Bhasker (@ReallySwara) January 5, 2020Urgent appeal!!!! To all Delhiites PLS gather in large numbers outside the Main Gate of JNU campus on Baba Gangnath Marg.. to pressure the govt. & #DelhiPolice to stop the rampage by alleged ABVP masked goons on JNU campus. PLS PLS share to everyone in Delhi!🙏🏿🙏🏿 9pm on 5th. Jan pic.twitter.com/IXgvvazoSn
— Swara Bhasker (@ReallySwara) January 5, 2020
ভিডিয়ো বার্তায় তিনি কাঁদতে কাঁদতে বলেন, "দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস চালাচ্ছে ৷ হস্টেলে ভাঙচুর করছে ৷ ছাত্র-ছাত্রীদের মারধর করা হয়েছে ৷ জখম হয়েছেন শিক্ষক-শিক্ষিকারাও ৷ অধ্যাপিকা সুচরিতা সেন, ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি ৷ আমার বাবা-মা ক্যাম্পাসে আবাসনে থাকেন । তাঁদের নিয়েও আমি খুব উদ্বিগ্ন । RSS ও ABVP এই হামলায় জড়িত বলে অভিযোগ উঠেছে । দিল্লিতে যাঁরা আছেন তাঁদের প্রত্যেকের কাছে আবেদন করছি, বিশ্ববিদ্যালয়ে প্রধান গেটের সামনে যান ৷ পুলিশকে চাপ দিন এই তাণ্ডব থামানোর জন্য ৷"