ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে পুলিশের সামনেই নিজের মাথায় গুলি করে আত্মঘাতী যুবক - ক্রাইম নিউজ়

মধ্যপ্রদেশে পুলিশের সামনেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করল এক যুবক । ওই যুবক অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল । তাকে সঙ্গে নিয়ে অস্ত্র ভাণ্ডারে যায় পুলিশ । সেখানে লুকিয়ে রাখা অস্ত্র বের করে নিজের মাথায় গুলি করে ওই যুবক ।

madhyapradesh
madhyapradesh
author img

By

Published : Jun 11, 2020, 1:21 PM IST

জবলপুর, 11জুন : পুলিশি হেপাজতে মৃত এক যুবক । পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, পুলিশি হেপাজতে নিজেকে গুলি করে শুভম বৈরাগি (25)। এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে শুভমকে গ্রেপ্তার করা হয় । ঘটনায় পাঁচজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ।

জবলপুর পুলিশের ইন্সপেক্টর জেনেরাল ভগবন্তসিং চৌহান জানান, এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছিল শুভমকে । তাকে জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, বেআইনি অস্ত্র কারবারের সঙ্গেও যুক্ত ছিল সে । সিভিল লাইন এলাকায় একটি বাড়ির ভিতর অস্ত্র লুকানো আছে বলে জানিয়েছিল শুভম ।

পুলিশকর্মীরা শুভমকে নিয়ে ওই পরিত্যক্ত বাড়িতে যায় । বাড়ির যেখানে পিস্তল লুকানো রয়েছে, পুলিশকর্মীদের সেখানে নিয়ে যায় শুভম । পিস্তলের কাছে পৌঁছাতেই সেটা তুলে নিয়ে নিজের মাথায় গুলি করে । তাকে নিয়ে পুলিশকর্মীরা কাছের একটি বেসরকারি হাসপাতালে যান । চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শুভমের । এই ঘটনার পর পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয় । ময়নাতদন্তের জন্য শুভমের মৃতেদহ পাঠানো হয় ।

ময়নাতদন্তের পর শুভমের দেহ পরিবারের হাত তুলে দেয় পুলিশ । ভানতালিয়া এলাকায় তার মৃতদেহ নিয়ে রাস্তার উপর বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা ।

শুভমের বোনে সোনামের অভিযোগ, তাঁর ভাই আত্মহত্যা করেনি । পুলিশকর্মীরাই তাকে মেরে ফেলেছেন । পুলিশকর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করতে চান বলে জানিয়েছেন সোনাম ।

জবলপুর, 11জুন : পুলিশি হেপাজতে মৃত এক যুবক । পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, পুলিশি হেপাজতে নিজেকে গুলি করে শুভম বৈরাগি (25)। এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে শুভমকে গ্রেপ্তার করা হয় । ঘটনায় পাঁচজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ।

জবলপুর পুলিশের ইন্সপেক্টর জেনেরাল ভগবন্তসিং চৌহান জানান, এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছিল শুভমকে । তাকে জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, বেআইনি অস্ত্র কারবারের সঙ্গেও যুক্ত ছিল সে । সিভিল লাইন এলাকায় একটি বাড়ির ভিতর অস্ত্র লুকানো আছে বলে জানিয়েছিল শুভম ।

পুলিশকর্মীরা শুভমকে নিয়ে ওই পরিত্যক্ত বাড়িতে যায় । বাড়ির যেখানে পিস্তল লুকানো রয়েছে, পুলিশকর্মীদের সেখানে নিয়ে যায় শুভম । পিস্তলের কাছে পৌঁছাতেই সেটা তুলে নিয়ে নিজের মাথায় গুলি করে । তাকে নিয়ে পুলিশকর্মীরা কাছের একটি বেসরকারি হাসপাতালে যান । চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শুভমের । এই ঘটনার পর পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয় । ময়নাতদন্তের জন্য শুভমের মৃতেদহ পাঠানো হয় ।

ময়নাতদন্তের পর শুভমের দেহ পরিবারের হাত তুলে দেয় পুলিশ । ভানতালিয়া এলাকায় তার মৃতদেহ নিয়ে রাস্তার উপর বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা ।

শুভমের বোনে সোনামের অভিযোগ, তাঁর ভাই আত্মহত্যা করেনি । পুলিশকর্মীরাই তাকে মেরে ফেলেছেন । পুলিশকর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করতে চান বলে জানিয়েছেন সোনাম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.