পটনা, 12 জুন : কেউ অচেনা জায়গায় রাস্তায় ছেড়ে চলে গেছে মাকে । কেউ বা বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে । সম্পত্তি লিখে দেওয়ার জন্য বাবা মাকে মারধর করেছে কেউ । এমন নানা খবর প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসে । যে সন্তানকে অনেক কষ্টে বড় করেছেন, তার হাতে লাঞ্ছিত হয়ে চোখের জলও ফেলেন অনেক বাবা মা । কিন্তু, এবার এসব করলেই যেতে হবে জেলে । এমনই সিদ্ধান্ত নিল বিহার সরকার ।
গতকাল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয় । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বৃদ্ধ বাবা মার খেয়াল না রাখলে সন্তানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হবে । জেলে যেতে হবে সন্তানকে । অনেকে মনে করছেন, বিহার সরকারের এই সিদ্ধান্তে বৃদ্ধ বাবা মাকে অবহেলার ঘটনা কমবে ।
বছর দুয়েক আগে অসম সরকারও বৃদ্ধ-বৃদ্ধাদের দেখভালের জন্য একটি আইন পাশ করে । বৃদ্ধ বাবা মাকে যাতে সরকারি চাকরিজীবী সন্তানরা দেখভাল করে তার জন্য 2017 সালের সেপ্টেম্বরে আইনটি পাশ হয় । সেখানে বলা হয়, বাবা মা এবং অবিবাহিত ও বিশেষ ক্ষমতা সম্পন্ন ভাইবোনদের দেখতে হবে সরকারি চাকরিজীবীদের । সন্তানের বিরুদ্ধে কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে । প্রয়োজনে ওই চাকরিজীবীর বেতনের 10-15 শতাংশ মাইনে বাবা মাকে দেওয়া হবে । তবে বৃদ্ধ বাবা মার কোনও আয়ের উৎস থাকলে এই আইন প্রযোজ্য হবে না ।
গতকালের ওই বৈঠকে পুলওয়ামা হামলায় বিহারের 2 শহিদ জওয়ানের পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে । পুলওয়ামায় জঙ্গি হামলায় বিহারের দুই জওয়ান রতন কুমার ঠাকুর এবং পিন্টু কুমার সিং শহিদ হয়েছেন । তাঁদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে । সবমিলিয়ে মোট 17টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ।