ETV Bharat / bharat

বৃদ্ধ বাবা মাকে না দেখলে হাজতবাস

গতকাল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয় । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বৃদ্ধ বাবা মার খেয়াল না রাখলে সন্তানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হবে । জেলে যেতে হবে সন্তানকে ।

বৃদ্ধ বাবা মাকে না দেখলে হাজতবাস
author img

By

Published : Jun 12, 2019, 2:30 AM IST

পটনা, 12 জুন : কেউ অচেনা জায়গায় রাস্তায় ছেড়ে চলে গেছে মাকে । কেউ বা বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে । সম্পত্তি লিখে দেওয়ার জন্য বাবা মাকে মারধর করেছে কেউ । এমন নানা খবর প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসে । যে সন্তানকে অনেক কষ্টে বড় করেছেন, তার হাতে লাঞ্ছিত হয়ে চোখের জলও ফেলেন অনেক বাবা মা । কিন্তু, এবার এসব করলেই যেতে হবে জেলে । এমনই সিদ্ধান্ত নিল বিহার সরকার ।

গতকাল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয় । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বৃদ্ধ বাবা মার খেয়াল না রাখলে সন্তানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হবে । জেলে যেতে হবে সন্তানকে । অনেকে মনে করছেন, বিহার সরকারের এই সিদ্ধান্তে বৃদ্ধ বাবা মাকে অবহেলার ঘটনা কমবে ।

বছর দুয়েক আগে অসম সরকারও বৃদ্ধ-বৃদ্ধাদের দেখভালের জন্য একটি আইন পাশ করে । বৃদ্ধ বাবা মাকে যাতে সরকারি চাকরিজীবী সন্তানরা দেখভাল করে তার জন্য 2017 সালের সেপ্টেম্বরে আইনটি পাশ হয় । সেখানে বলা হয়, বাবা মা এবং অবিবাহিত ও বিশেষ ক্ষমতা সম্পন্ন ভাইবোনদের দেখতে হবে সরকারি চাকরিজীবীদের । সন্তানের বিরুদ্ধে কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে । প্রয়োজনে ওই চাকরিজীবীর বেতনের 10-15 শতাংশ মাইনে বাবা মাকে দেওয়া হবে । তবে বৃদ্ধ বাবা মার কোনও আয়ের উৎস থাকলে এই আইন প্রযোজ্য হবে না ।

গতকালের ওই বৈঠকে পুলওয়ামা হামলায় বিহারের 2 শহিদ জওয়ানের পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে । পুলওয়ামায় জঙ্গি হামলায় বিহারের দুই জওয়ান রতন কুমার ঠাকুর এবং পিন্টু কুমার সিং শহিদ হয়েছেন । তাঁদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে । সবমিলিয়ে মোট 17টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ।

পটনা, 12 জুন : কেউ অচেনা জায়গায় রাস্তায় ছেড়ে চলে গেছে মাকে । কেউ বা বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে । সম্পত্তি লিখে দেওয়ার জন্য বাবা মাকে মারধর করেছে কেউ । এমন নানা খবর প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসে । যে সন্তানকে অনেক কষ্টে বড় করেছেন, তার হাতে লাঞ্ছিত হয়ে চোখের জলও ফেলেন অনেক বাবা মা । কিন্তু, এবার এসব করলেই যেতে হবে জেলে । এমনই সিদ্ধান্ত নিল বিহার সরকার ।

গতকাল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয় । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বৃদ্ধ বাবা মার খেয়াল না রাখলে সন্তানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হবে । জেলে যেতে হবে সন্তানকে । অনেকে মনে করছেন, বিহার সরকারের এই সিদ্ধান্তে বৃদ্ধ বাবা মাকে অবহেলার ঘটনা কমবে ।

বছর দুয়েক আগে অসম সরকারও বৃদ্ধ-বৃদ্ধাদের দেখভালের জন্য একটি আইন পাশ করে । বৃদ্ধ বাবা মাকে যাতে সরকারি চাকরিজীবী সন্তানরা দেখভাল করে তার জন্য 2017 সালের সেপ্টেম্বরে আইনটি পাশ হয় । সেখানে বলা হয়, বাবা মা এবং অবিবাহিত ও বিশেষ ক্ষমতা সম্পন্ন ভাইবোনদের দেখতে হবে সরকারি চাকরিজীবীদের । সন্তানের বিরুদ্ধে কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে । প্রয়োজনে ওই চাকরিজীবীর বেতনের 10-15 শতাংশ মাইনে বাবা মাকে দেওয়া হবে । তবে বৃদ্ধ বাবা মার কোনও আয়ের উৎস থাকলে এই আইন প্রযোজ্য হবে না ।

গতকালের ওই বৈঠকে পুলওয়ামা হামলায় বিহারের 2 শহিদ জওয়ানের পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে । পুলওয়ামায় জঙ্গি হামলায় বিহারের দুই জওয়ান রতন কুমার ঠাকুর এবং পিন্টু কুমার সিং শহিদ হয়েছেন । তাঁদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে । সবমিলিয়ে মোট 17টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ।

New Delhi, June 11, ANI: It seems that the James Bond star Daniel Craig is ready for action as he was spotted outside JFK International Airport in New York City on Sunday. According to people, the actor suffered an ankle injury while filming for Bond 25 in Jamaica. This is not the first time that the actor has got injured on the set of the spy movie franchise. While working on Casino Royale, Craig smashed out his two front teeth during a fight sequence. He was also injured twice while filming 'Quantum of Solace' and he wore a sling during the promotional tour after he underwent surgery to repair his shoulder. Craig told The Telegraph that one of his old injuries got aggravated by jumping around on Bond movies.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.