ETV Bharat / bharat

পরিবেশ রক্ষার বার্তা, হেঁটে অসম থেকে দিল্লির পথে যুবতি

হেঁটে অসম থেকে দিল্লি পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন নিজরা ফুকন ৷ পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই তাঁর এই উদ্যাগ ৷ দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর কাছে এই বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরবেন বলেও জানান তিনি ৷

নিজরা ফুকন
নিজরা ফুকন
author img

By

Published : Jan 18, 2020, 4:31 AM IST

Updated : Jan 18, 2020, 8:06 AM IST

রায়গঞ্জ, 18 জানুয়ারি : সড়কপথে অসম থেকে দিল্লির দূরত্ব 2250 কিলোমিটার ৷ পুরো রাস্তা হেঁটেই পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন অসমের যুবতি ৷ পরিবেশ রক্ষার বার্তা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতেই তাঁর এই উদ্যোগ ৷

নিজরা ফুকন ৷ বাড়ি অসমের চরাইদেউতে ৷ 1 ডিসেম্বর শুরু তাঁর এই যাত্রার ৷ ইতিমধ্যে ছ'টি রাজ্য অতিক্রম করে ফেলেছেন ৷ বুধবার পৌঁছান ইসলামপুরে ৷ তিনি মনে করেন, "প্রকৃতি থাকলেই পৃথিবী থাকবে ৷ তাই পরিবেশ রক্ষার দায়িত্ব সাধারণ মানুষের ৷ এই দায়িত্ব প্রত্যেকে যাতে সঠিকভাবে পালন করেন, সেই বিষয়ে নজর দেওয়া উচিত ৷"

পরিবেশ রক্ষার বার্তায় ভিন্ন পদক্ষেপ

নিজরা জানালেন, দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর কাছে পরিবেশ রক্ষার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরবেন ৷ তাঁর এই যাত্রাপথে মানুষের মধ্যে লিফলেটও বিলোচ্ছেন ৷ এতে উল্লেখ আছে, প্রকৃতির অধিকার আইন প্রণয়ন করতে হবে ৷ উত্তর-পূর্বাঞ্চলে পরিবেশ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে ৷ কেন্দ্রীয় পরিবেশ সুরক্ষা বল নামে একটি সশস্ত্র বাহিনীও গঠন করতে হবে ৷ এছাড়া, প্লাস্টিক উৎপাদন বন্ধ করা ও প্রতি মাসের কোনও একটা দিন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সমস্ত ক্ষেত্রেই পরিবেশ রক্ষার জন্য কর্মীরা কাজ করবেন ৷

মার্চের প্রথম সপ্তাহে দিল্লি পৌঁছে যাবেন বলেই আশাবাদী নিজরা ৷ সঙ্গে জানান, "প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পরিবেশ দপ্তরের মন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও প্রদান করব ৷ বর্তমানে প্রকৃতির উপর অত্যাচার শুরু করেছে মানুষ ৷ সেই অত্যাচার বন্ধ করার লক্ষেই মানুষের মধ্যে সঠিক বার্তা দেওয়া অত্যন্ত প্রয়োজন ৷ এই কারণেই আমি মিশন নিয়েছি ৷"

রায়গঞ্জ, 18 জানুয়ারি : সড়কপথে অসম থেকে দিল্লির দূরত্ব 2250 কিলোমিটার ৷ পুরো রাস্তা হেঁটেই পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন অসমের যুবতি ৷ পরিবেশ রক্ষার বার্তা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতেই তাঁর এই উদ্যোগ ৷

নিজরা ফুকন ৷ বাড়ি অসমের চরাইদেউতে ৷ 1 ডিসেম্বর শুরু তাঁর এই যাত্রার ৷ ইতিমধ্যে ছ'টি রাজ্য অতিক্রম করে ফেলেছেন ৷ বুধবার পৌঁছান ইসলামপুরে ৷ তিনি মনে করেন, "প্রকৃতি থাকলেই পৃথিবী থাকবে ৷ তাই পরিবেশ রক্ষার দায়িত্ব সাধারণ মানুষের ৷ এই দায়িত্ব প্রত্যেকে যাতে সঠিকভাবে পালন করেন, সেই বিষয়ে নজর দেওয়া উচিত ৷"

পরিবেশ রক্ষার বার্তায় ভিন্ন পদক্ষেপ

নিজরা জানালেন, দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর কাছে পরিবেশ রক্ষার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরবেন ৷ তাঁর এই যাত্রাপথে মানুষের মধ্যে লিফলেটও বিলোচ্ছেন ৷ এতে উল্লেখ আছে, প্রকৃতির অধিকার আইন প্রণয়ন করতে হবে ৷ উত্তর-পূর্বাঞ্চলে পরিবেশ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে ৷ কেন্দ্রীয় পরিবেশ সুরক্ষা বল নামে একটি সশস্ত্র বাহিনীও গঠন করতে হবে ৷ এছাড়া, প্লাস্টিক উৎপাদন বন্ধ করা ও প্রতি মাসের কোনও একটা দিন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সমস্ত ক্ষেত্রেই পরিবেশ রক্ষার জন্য কর্মীরা কাজ করবেন ৷

মার্চের প্রথম সপ্তাহে দিল্লি পৌঁছে যাবেন বলেই আশাবাদী নিজরা ৷ সঙ্গে জানান, "প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পরিবেশ দপ্তরের মন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও প্রদান করব ৷ বর্তমানে প্রকৃতির উপর অত্যাচার শুরু করেছে মানুষ ৷ সেই অত্যাচার বন্ধ করার লক্ষেই মানুষের মধ্যে সঠিক বার্তা দেওয়া অত্যন্ত প্রয়োজন ৷ এই কারণেই আমি মিশন নিয়েছি ৷"

Intro:রায়গঞ্জ, ১৫ জানুয়ারিঃ- পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সুদূর আসাম থেকে দিল্লির রাইসিনা হিলসের পথে আসামের যুবতী।পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে তীব্র শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে ২২৫০ কিলোমিটারের এক দুর্গম যাত্রা পথ পায়ে হেঁটে চলছেন এই যুবতী।নাম নিজরা ফুকন।তিনি অসমের চরাইদেউ এলাকা থেকে গত পয়লা ডিসেম্বর এই যাত্রা শুরু করেন। ইতিমধ্যেই ছটি রাজ্য অতিক্রম করে প্রায় পঞ্চাশ হাজার মানুষের মধ্যে এই পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিয়ে বুধবার ইসলামপুরে আসেন তিনি। তিনি বৃক্ষ বন্ধু নামে একটি প্রকৃতি সংগঠনের সম্পাদিকাও বটে। তার দাবী, প্রকৃতি থাকলেই পৃথিবী থাকবে। আর তাই পরিবেশ রক্ষার দায়িত্ব সাধারণ মানুষের। এই দায়িত্ব প্রত্যেকটি মানুষই যাতে সঠিক ভাবে পালন করে সেই বিষয়েও নজর দেওয়া উচিত। দিল্লিতে পৌঁছে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর কাছে পরিবেশ রক্ষার বিষয়ে বিভিন্ন দাবি তুলে দেবেন তিনি। তিনি একটি লিফলেট তার যাত্রাপথে মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন।ওই বার্তায় তিনি উল্লেখ করেছেন ,২০০৯ সালের মধ্যে প্রকৃতির অধিকার আইন প্রণয়ন করতে হবে, উত্তর-পূর্বাঞ্চলে পরিবেশ বিশ্ববিদ্যালয় স্থাপন অবিলম্বে করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় পরিবেশ সুরক্ষা বল নামে একটি সশস্ত্র বাহিনী গঠন করতে হবে ।এছাড়াও পলিথিন উৎপাদন বন্ধ করা এবং প্রতি মাসের কোন একটা দিন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সমস্ত ক্ষেত্রেই পরিবেশ রক্ষার জন্য কর্মীরা কাজ করবেন।
এদিন ইসলামপুরে তিনি বলেন, আমি আসামে প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে দিল্লী পর্যন্ত যাত্রা করব। এই যাত্রাপথে সাধারণ মানুষের কাছে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াই আমার উদ্দেশ্য। বর্তমানে প্রকৃতি ওপর অত্যাচার শুরু করেছে মানুষ।সেই অত্যাচার বন্ধ করার লক্ষ্যেই মানুষের মধ্যে সঠিক বার্তা দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। এই কারণেই আমি মিশন নিয়েছি। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী কাছে একটি স্মারকলিপিও প্রদান করব।আশা করছি আগামী মার্চ মাসের মধ্যে দিল্লি পৌঁছে যাব।Body:AkConclusion:Akh
Last Updated : Jan 18, 2020, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.