ETV Bharat / bharat

বিলাসপুরে মারধর করে গণধর্ষণ নাবালিকাকে, গ্রেপ্তার 2 - Bilaspur gang rape case

নির্যাতিতার বয়ান অনুযায়ী, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে প্রথমে মারধর করে এবং তারপর গণধর্ষণ করে । ঘটনা প্রকাশ্যে আসতে তদন্তে নামে পেন্ড্রা থানার পুলিশ । নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ধর্ষণে জড়িত সন্দেহে পুলিশ প্রাথমিকভাবে 2 জনকে গ্রেপ্তার করেছে ।

bilaspur rape
প্রতীকি ছবি
author img

By

Published : Dec 2, 2019, 11:35 PM IST

বিলাসপুর, 2 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে শামিল হয়েছে গোটা দেশ । এরই মাঝে ফের এক নাবালিকাকে মারধর করে গণধর্ষণ করা হল ছত্তিশগড়ে । ঘটনাটি ছত্তিশগড়ের বিলাসপুর জেলার পেন্ড্রা থানা এলাকার ।

নির্যাতিতা নাবালিকার বয়স 16 বছর । নির্যাতিতার বয়ান অনুযায়ী, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে প্রথমে মারধর করে এবং তারপর গণধর্ষণ করে । ঘটনা প্রকাশ্যে আসতে তদন্তে নামে পেন্ড্রা থানার পুলিশ । নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ধর্ষণে জড়িত সন্দেহে পুলিশ প্রাথমিকভাবে 2 জনকে গ্রেপ্তার করেছে ।

পেন্ড্রা থানার অতিরিক্ত SP প্রতিভা তিওয়ারি বলেছেন, "নির্যাতিতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর বয়ানের ভিত্তিতে আমরা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছি । ঘটনার তদন্ত চলছে ।"

আরও পড়ুন : "দোষী হলে ওকেও পুড়িয়ে মারা হোক'', বললেন হায়দরাবাদ গণধর্ষণ-খুনে অভিযুক্তের মা

এদিকে আজ দিনভর সংসদের দুই কক্ষই উত্তপ্ত ছিল ধর্ষণ ইশুতে ৷ লোকসভায় আজ এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিরোধীদের মধ্যে ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, "ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে আইন আরও কঠোর করা যায় কি না, তা খতিয়ে দেখতে প্রস্তুত কেন্দ্র ৷" রঙ্গা রেড্ডি জেলার শাদনগরে মহিলা পশু চিকিৎসকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে গত সপ্তাহে ৷ ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয় যুবতিকে ৷ এই প্রসঙ্গেই সংসদের জিরো আওয়ারে বক্তব্য পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, "এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করি ৷"

আরও পড়ুন : ধর্ষণ রুখতে আইন হোক আরও কঠোর, আলোচনায় প্রস্তুত কেন্দ্র: রাজনাথ

বিলাসপুর, 2 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে শামিল হয়েছে গোটা দেশ । এরই মাঝে ফের এক নাবালিকাকে মারধর করে গণধর্ষণ করা হল ছত্তিশগড়ে । ঘটনাটি ছত্তিশগড়ের বিলাসপুর জেলার পেন্ড্রা থানা এলাকার ।

নির্যাতিতা নাবালিকার বয়স 16 বছর । নির্যাতিতার বয়ান অনুযায়ী, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে প্রথমে মারধর করে এবং তারপর গণধর্ষণ করে । ঘটনা প্রকাশ্যে আসতে তদন্তে নামে পেন্ড্রা থানার পুলিশ । নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ধর্ষণে জড়িত সন্দেহে পুলিশ প্রাথমিকভাবে 2 জনকে গ্রেপ্তার করেছে ।

পেন্ড্রা থানার অতিরিক্ত SP প্রতিভা তিওয়ারি বলেছেন, "নির্যাতিতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর বয়ানের ভিত্তিতে আমরা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছি । ঘটনার তদন্ত চলছে ।"

আরও পড়ুন : "দোষী হলে ওকেও পুড়িয়ে মারা হোক'', বললেন হায়দরাবাদ গণধর্ষণ-খুনে অভিযুক্তের মা

এদিকে আজ দিনভর সংসদের দুই কক্ষই উত্তপ্ত ছিল ধর্ষণ ইশুতে ৷ লোকসভায় আজ এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিরোধীদের মধ্যে ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, "ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে আইন আরও কঠোর করা যায় কি না, তা খতিয়ে দেখতে প্রস্তুত কেন্দ্র ৷" রঙ্গা রেড্ডি জেলার শাদনগরে মহিলা পশু চিকিৎসকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে গত সপ্তাহে ৷ ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয় যুবতিকে ৷ এই প্রসঙ্গেই সংসদের জিরো আওয়ারে বক্তব্য পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, "এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করি ৷"

আরও পড়ুন : ধর্ষণ রুখতে আইন হোক আরও কঠোর, আলোচনায় প্রস্তুত কেন্দ্র: রাজনাথ

Tonk (Rajasthan), Dec 02 (ANI): A 6-year-old girl was raped and strangled to death at a village in Rajasthan's Tonk district on November 30. Rajasthan Police arrested a 39-year-old man over raping a 6-year-old girl in Tonk on December 02. While speaking to ANI, the Superintendent of Police (SP) of Tonk district Adarsh Sidhu said, "This was a serious crime and the incident took place with a very small girl. It was a big challenge for us and we accepted it." "We appointed special teams and got input and then afterwards we arrested the criminal," he added. "We arrested the accused today, that too within 24 hours. He abducted the girl from her school and raped her in bushes nearby. He has accepted the crime," SP further stated. During initial investigation, police have received the information that a sports event was organised in the school of the victim after which she went missing.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.