বিলাসপুর, 2 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে শামিল হয়েছে গোটা দেশ । এরই মাঝে ফের এক নাবালিকাকে মারধর করে গণধর্ষণ করা হল ছত্তিশগড়ে । ঘটনাটি ছত্তিশগড়ের বিলাসপুর জেলার পেন্ড্রা থানা এলাকার ।
নির্যাতিতা নাবালিকার বয়স 16 বছর । নির্যাতিতার বয়ান অনুযায়ী, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে প্রথমে মারধর করে এবং তারপর গণধর্ষণ করে । ঘটনা প্রকাশ্যে আসতে তদন্তে নামে পেন্ড্রা থানার পুলিশ । নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ধর্ষণে জড়িত সন্দেহে পুলিশ প্রাথমিকভাবে 2 জনকে গ্রেপ্তার করেছে ।
পেন্ড্রা থানার অতিরিক্ত SP প্রতিভা তিওয়ারি বলেছেন, "নির্যাতিতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর বয়ানের ভিত্তিতে আমরা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছি । ঘটনার তদন্ত চলছে ।"
আরও পড়ুন : "দোষী হলে ওকেও পুড়িয়ে মারা হোক'', বললেন হায়দরাবাদ গণধর্ষণ-খুনে অভিযুক্তের মা
এদিকে আজ দিনভর সংসদের দুই কক্ষই উত্তপ্ত ছিল ধর্ষণ ইশুতে ৷ লোকসভায় আজ এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিরোধীদের মধ্যে ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, "ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে আইন আরও কঠোর করা যায় কি না, তা খতিয়ে দেখতে প্রস্তুত কেন্দ্র ৷" রঙ্গা রেড্ডি জেলার শাদনগরে মহিলা পশু চিকিৎসকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে গত সপ্তাহে ৷ ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয় যুবতিকে ৷ এই প্রসঙ্গেই সংসদের জিরো আওয়ারে বক্তব্য পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, "এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করি ৷"
আরও পড়ুন : ধর্ষণ রুখতে আইন হোক আরও কঠোর, আলোচনায় প্রস্তুত কেন্দ্র: রাজনাথ