ETV Bharat / bharat

প্লাস্টিক বোতল থেকে টি-শার্ট, নজির রায়পুরের যুবকের

প্লাস্টিকের বোতল থেকে টি-শার্ট বানাছেন অধীশবাবু ৷ 8 থেকে 10 টি বোতল লাগছে একটি টি-শার্ট বানাতে ৷

image
প্লাস্টিক বোতল থেকে টি-শার্ট
author img

By

Published : Dec 21, 2019, 8:02 AM IST

Updated : Dec 21, 2019, 8:43 AM IST

রায়পুর, 21 ডিসেম্বর : প্লাস্টিকের বোতল থেকে নানা রঙের টি-শার্ট ৷ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে এই উদ্যোগ নিলেন ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা অধীশ ঠাকুর ৷ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার ৷ দেশ জুড়ে প্রচারে খামতিও রাখছে না ৷ তবে বন্ধ করা যাচ্ছে না প্লাস্টিকের ব্যবহার ৷ এবার প্লাস্টিকের বিকল্প ব্যবহারের উদ্যোগ নিলেন ছত্তিশগড়ের অধীশবাবু ৷

প্লাস্টিকের বোতল থেকে টি-শার্ট বানাছেন অধীশবাবু ৷ 8 থেকে 10 টি বোতল লাগছে একটি টি-শার্ট বানাতে ৷ তবে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি টি-শার্টের কলারে লেখা থাকছে, "এটি জলের বোতল থেকে তৈরি ৷"

প্লাস্টিক থেকে টি-শার্ট, উদ্যোগ রাইপুরের যুবকের

ইটিভি ভারতকে অধীশবাবু বলেন, তিনি প্রথমে পুনর্ব্যবহার যোগ্য পলিয়েস্টার সম্পর্কে পড়াশোনা করেন ৷ তারপর গ্লোবাল রিসাইক্লিং স্ট্যান্ডার্সের সাহায্যে শেখেন কীভাবে পলিয়েস্টার থেকে টি-শার্ট বানানো হয় ৷ তিনি বলেন, ‘‘এই ধরনের টি-শার্ট মূলত তৈরি করা হয় চেন্নাই, ইরোডে ও তিরুপুরায় ৷ আমরা এই বিষয়টি নিয়ে গবেষণা করি এবং বিষয়টির সম্পর্কে জানি ৷ তারপর প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করি ৷’’

ইতিমধ্যে রায়পুর পৌরনিগমে তিনি তাঁর তৈরি এই টি-শার্ট দেখিয়েছেন ৷ সেখান থেকে প্রশংসাও পেয়েছেন ৷ তাঁর তৈরি প্রতিটি টি-শার্টই অন্য যে কোনও সাধারণ টি-শার্টের মতই ৷ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বোতল থেকে বিভিন্ন রঙের ও ডিজ়াইনের টি-শার্ট বানানো সম্ভব, তাই যেন প্রমাণ করলেন অধীশবাবু ৷

রায়পুর, 21 ডিসেম্বর : প্লাস্টিকের বোতল থেকে নানা রঙের টি-শার্ট ৷ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে এই উদ্যোগ নিলেন ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা অধীশ ঠাকুর ৷ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার ৷ দেশ জুড়ে প্রচারে খামতিও রাখছে না ৷ তবে বন্ধ করা যাচ্ছে না প্লাস্টিকের ব্যবহার ৷ এবার প্লাস্টিকের বিকল্প ব্যবহারের উদ্যোগ নিলেন ছত্তিশগড়ের অধীশবাবু ৷

প্লাস্টিকের বোতল থেকে টি-শার্ট বানাছেন অধীশবাবু ৷ 8 থেকে 10 টি বোতল লাগছে একটি টি-শার্ট বানাতে ৷ তবে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি টি-শার্টের কলারে লেখা থাকছে, "এটি জলের বোতল থেকে তৈরি ৷"

প্লাস্টিক থেকে টি-শার্ট, উদ্যোগ রাইপুরের যুবকের

ইটিভি ভারতকে অধীশবাবু বলেন, তিনি প্রথমে পুনর্ব্যবহার যোগ্য পলিয়েস্টার সম্পর্কে পড়াশোনা করেন ৷ তারপর গ্লোবাল রিসাইক্লিং স্ট্যান্ডার্সের সাহায্যে শেখেন কীভাবে পলিয়েস্টার থেকে টি-শার্ট বানানো হয় ৷ তিনি বলেন, ‘‘এই ধরনের টি-শার্ট মূলত তৈরি করা হয় চেন্নাই, ইরোডে ও তিরুপুরায় ৷ আমরা এই বিষয়টি নিয়ে গবেষণা করি এবং বিষয়টির সম্পর্কে জানি ৷ তারপর প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করি ৷’’

ইতিমধ্যে রায়পুর পৌরনিগমে তিনি তাঁর তৈরি এই টি-শার্ট দেখিয়েছেন ৷ সেখান থেকে প্রশংসাও পেয়েছেন ৷ তাঁর তৈরি প্রতিটি টি-শার্টই অন্য যে কোনও সাধারণ টি-শার্টের মতই ৷ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বোতল থেকে বিভিন্ন রঙের ও ডিজ়াইনের টি-শার্ট বানানো সম্ভব, তাই যেন প্রমাণ করলেন অধীশবাবু ৷

Washington DC (USA), Dec 20 (ANI): While addressing the media in Washington DC on December 20, the External Affairs Minister (EAM) of India, Subrahmanyam Jaishankar spoke on reports that India cancelled meeting with US Congresswoman Pramila Jayapal over her report on Kashmir. He said, "I don't think it (report) is fair understanding of situation in Jammu and Kashmir or fair characterisation of what the Government of India is doing." "I have no interest in meeting her," EAM added.
Last Updated : Dec 21, 2019, 8:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.