ETV Bharat / bharat

নয়ডায় আত্মঘাতী এ রাজ্যের বাসিন্দা - Suicide

মৃত ব্যক্তির নাম জয়দেব হালদার ৷ আম্বেদকর বিহারের তিন নম্বর গলিতে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি ৷ তাঁর বাড়ি পশ্চিমবঙ্গে ৷ আজ নয়ডায় ঘরে সিলিং ফ্যানের থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 21, 2020, 9:44 PM IST

নয়ডা, 21 জানুয়ারি : নিজের ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ ৷ ঘটনাটি নয়ডার সেক্টর 37-এর আম্বেদকর বিহার এলাকার ৷ মানসিক অবসাদ ও আর্থিক টানাপোড়েনের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ৷

মৃত ব্যক্তির নাম জয়দেব হালদার ৷ আম্বেদকর বিহারের তিন নম্বর গলিতে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি ৷ তাঁর বাড়ি পশ্চিমবঙ্গে ৷ আজ নয়ডায় ঘরে সিলিং ফ্যানের থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায় । তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

নয়ডা, 21 জানুয়ারি : নিজের ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ ৷ ঘটনাটি নয়ডার সেক্টর 37-এর আম্বেদকর বিহার এলাকার ৷ মানসিক অবসাদ ও আর্থিক টানাপোড়েনের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ৷

মৃত ব্যক্তির নাম জয়দেব হালদার ৷ আম্বেদকর বিহারের তিন নম্বর গলিতে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি ৷ তাঁর বাড়ি পশ্চিমবঙ্গে ৷ আজ নয়ডায় ঘরে সিলিং ফ্যানের থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায় । তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:नोएडा--
नोएडा के थाना सेक्टर 39 क्षेत्र के सेक्टर 37 के अंबेडकर बिहार में रहने वाले एक व्यक्ति ने तनाव और आर्थिक तंगी के चलते पंखे में फांसी का फंदा डालकर आत्महत्या कर अपनी जीवन लीला समाप्त कर ली। परिजनों ने इसकी सूचना थाना पुलिस को दी। मौके पर पहुंची पुलिस ने शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेज दिया है।Body:आत्महत्या
नोएडा सेक्टर 37 स्थित अंबेडकर विहार के गली नंबर 3 में रहने वाले युवक जयदेव हलदर ने पंखे से लटक कर आत्महत्या की l मौके पर पहुची पुलिस ने शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेजा । युवक पश्चिम बंगाल का रहने वाला है l फिलहाल सेक्टर 37 के अंबेडकर बिहार में रह रहा था l परिजनों के अनुसार घर पंहुचे तो युवक का शव पंखे में लटका हुआ मिला। जिस बात की जानकारी तत्काल पुलिस को दी गई । मामला थाना सेक्टर 39 क्षेत्र का मामला । Conclusion:पुलिस का कहना
आत्महत्या किए जाने के मामले में पुलिस का कहना है कि शव का पंचनामा कर पोस्टमार्टम के लिए भेज दिया गया । वहीं अगर परिजनों द्वारा कोई तहरीर दी जाएगी तो आगे की जांच की जाए।

बाईट--परिजन
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.