ETV Bharat / bharat

লক্ষ্য বিধানসভা ; দিল্লিতে রাজ্য BJP - বিধানসভা নির্বাচন 2020

দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সহ্গে বৈঠকে বসবে রাজ্য BJP । নির্বাচনের প্রচার নীতি নিয়েও আলোচনা হবে বৈঠকে । বৈঠকে থাকবেন সাংসদ, নেতৃবৃন্দ এবং বিধায়করা ।

bjp
bjp
author img

By

Published : Jul 22, 2020, 2:01 PM IST

দিল্লি, 22 জুলাই : কয়েক মাস পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন । সেদিকে লক্ষ্য রেখেই গতকাল একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে কর্মীদের বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হুঁশিয়ারি দিয়ে বলেন, গুজরাত নয়, বাংলা শাসন করবে বাংলা । একুশে ফিরবে তৃণমূল । নিজেদের রণকৌশল তৈরিতে তৎপর হয়েছে BJP-ও ৷ বাংলায় শক্ত ভূমি তৈরি করতে রাজ্য BJP ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে । এইবার রণনীতি তৈরির লক্ষ্যে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে বসবে রাজ্য BJP । রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা তো হবেই, তবে নির্বাচনের প্রচার নীতি নিয়েও আলোচনা হবে বৈঠকে ।

বৈঠকে থাকবেন রাজ্যের নেতা, সাংসদ এবং বিধায়করা । আজ থেকেই শুরু হবে বৈঠক । কিন্তু শুধু একদিনের নয়, এই বৈঠক চলবে 27 জুলাই পর্যন্ত । BJP সূত্রে খবর, প্রয়োজনে বাড়তে পারে সময়সীমা । তিনটি দলে হবে বৈঠক । রাজ্য BJP-র নেতাদের সঙ্গে আজ সন্ধ্যা ছটায় প্রথম বৈঠক হবে ।

BJP সূত্রে খবর, পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা ধরে আলোচনা করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব । সেই মতোই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে । ডাকা হয়েছে জেলা সভাপতিদের । রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র পাশাপাশি থাকবেন জেলা সভাপতিরাও । যে জেলা নিয়ে বৈঠকে আলোচনা হবে, সেই সভাপতিকে সেইদিন উপস্থিত থাকতে হবে । এবং জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিবরণ দিতে হবে । সুব্রত চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, সঞ্জয় সিংহ প্রমুখরাও যাচ্ছেন দিল্লি ।

অমিত শাহ এই বৈঠকে উপস্থিত থাকবেন, বাংলার পরিস্থিতি শুনবেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও । গতকালই অমিত শাহের তলবে দিল্লি চলে যান মুকুল রায় । কিন্তু বৈঠকের আগে ঠিক কী কারণে মুকুল রায়কে আগেই ডেকে পাঠানো হল সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি দল । যদিও বৈঠকের মূল কারণও স্পষ্ট করে জানায়নি তারা । সায়ন্তন বসু জানিয়েছেন, "রুটিন বৈঠক ।" তবে সূত্র অন্য তথ্যই জানিয়েছে । কেবলই রুটিন বৈঠক নয় BJP-র । বরং, বাংলার কোথায় BJP কতটা শক্তিশালী, কোথায় দলের নেতৃত্ব এখনও দুর্বল সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হবে বৈঠকে ।

হেমতাবাদের বিধায়কের মৃত্যুর পর আরও সরব হয়েছে BJP । রাষ্ট্রপতি শাসনের দাবি পেশ করেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে । সূত্রের খবর, এইবার কেন্দ্র যদি সেই পদক্ষেপের দিকেই ঝোঁকে, তবে রাজ্যের রাজনৈতিক সমীকরণ কী হবে সেই আলোচনাও হবে বৈঠকে ।

দিল্লি, 22 জুলাই : কয়েক মাস পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন । সেদিকে লক্ষ্য রেখেই গতকাল একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে কর্মীদের বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হুঁশিয়ারি দিয়ে বলেন, গুজরাত নয়, বাংলা শাসন করবে বাংলা । একুশে ফিরবে তৃণমূল । নিজেদের রণকৌশল তৈরিতে তৎপর হয়েছে BJP-ও ৷ বাংলায় শক্ত ভূমি তৈরি করতে রাজ্য BJP ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে । এইবার রণনীতি তৈরির লক্ষ্যে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে বসবে রাজ্য BJP । রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা তো হবেই, তবে নির্বাচনের প্রচার নীতি নিয়েও আলোচনা হবে বৈঠকে ।

বৈঠকে থাকবেন রাজ্যের নেতা, সাংসদ এবং বিধায়করা । আজ থেকেই শুরু হবে বৈঠক । কিন্তু শুধু একদিনের নয়, এই বৈঠক চলবে 27 জুলাই পর্যন্ত । BJP সূত্রে খবর, প্রয়োজনে বাড়তে পারে সময়সীমা । তিনটি দলে হবে বৈঠক । রাজ্য BJP-র নেতাদের সঙ্গে আজ সন্ধ্যা ছটায় প্রথম বৈঠক হবে ।

BJP সূত্রে খবর, পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা ধরে আলোচনা করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব । সেই মতোই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে । ডাকা হয়েছে জেলা সভাপতিদের । রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র পাশাপাশি থাকবেন জেলা সভাপতিরাও । যে জেলা নিয়ে বৈঠকে আলোচনা হবে, সেই সভাপতিকে সেইদিন উপস্থিত থাকতে হবে । এবং জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিবরণ দিতে হবে । সুব্রত চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, সঞ্জয় সিংহ প্রমুখরাও যাচ্ছেন দিল্লি ।

অমিত শাহ এই বৈঠকে উপস্থিত থাকবেন, বাংলার পরিস্থিতি শুনবেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও । গতকালই অমিত শাহের তলবে দিল্লি চলে যান মুকুল রায় । কিন্তু বৈঠকের আগে ঠিক কী কারণে মুকুল রায়কে আগেই ডেকে পাঠানো হল সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি দল । যদিও বৈঠকের মূল কারণও স্পষ্ট করে জানায়নি তারা । সায়ন্তন বসু জানিয়েছেন, "রুটিন বৈঠক ।" তবে সূত্র অন্য তথ্যই জানিয়েছে । কেবলই রুটিন বৈঠক নয় BJP-র । বরং, বাংলার কোথায় BJP কতটা শক্তিশালী, কোথায় দলের নেতৃত্ব এখনও দুর্বল সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হবে বৈঠকে ।

হেমতাবাদের বিধায়কের মৃত্যুর পর আরও সরব হয়েছে BJP । রাষ্ট্রপতি শাসনের দাবি পেশ করেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে । সূত্রের খবর, এইবার কেন্দ্র যদি সেই পদক্ষেপের দিকেই ঝোঁকে, তবে রাজ্যের রাজনৈতিক সমীকরণ কী হবে সেই আলোচনাও হবে বৈঠকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.