পটনা, 6 সেপ্টেম্বর : পটনা থানার অন্তর্গত আদালতগঞ্জের অ্যালবার্ট এক্কা এলাকায় ভেঙে পড়ল এক জীর্ণ বাড়ি । কমপক্ষে পাঁচ নাবালক বাড়ির ভিতরে ছিল বলে জানায় পুলিশ । তাঁর মধ্যে গুরুতর আহত অবস্থায় তিন নাবালককে হাসপাতালে ভরতি করা হয় । সেখানে মৃত্যু হয় একজনের ৷
স্থানীয় সূত্রে খবর, কমলা নেহেরু নগরের বাসিন্দা পাঁচ নাবালক অ্যালবার্ট এক্কা এলাকার ওই বাড়ির ছাদে খেলছিল । সেই সময় পুরোনো বাড়িটি ভেঙে পড়ে । দুই নাবালক কোনওরকমে সেখান থেকে বেরিয়ে প্রাণে বাঁচে । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় পটনা থানার পুলিশ । বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ । তাঁদের পটনা মেডিকেল কলেজে পাঠানো হয় । চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন ।
SDM অনিকেত কুমার জানান, তিন নাবালককে পটনা মেডিকেল কলেজে ভরতি করা হয় । একজনের মৃত্যু হয়েছে ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।