ETV Bharat / bharat

24 ঘণ্টায় দেশে রেকর্ড পরীক্ষা, সুস্থ 81 হাজারের বেশি - Covid 19 news update

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 58 লাখ 18 হাজার 571 । সুস্থ হয়েছেন 47 লাখ 56 হাজার 165জন ।

corona
কোরোনা
author img

By

Published : Sep 25, 2020, 10:15 AM IST

দিল্লি, 25 সেপ্টেম্বর : দেশে কোরোনা সংক্রমিতের সংখ্যা ছাড়াল 58 লাখ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 86 হাজার 52 জন । সুস্থ হয়েছে 81 হাজার 177 । এদিকে একদিনে রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় 1 হাজার 141জনের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । মোট মৃতের সংখ্যা 92 হাজার 290 । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 58 লাখ 18 হাজার 571 । সুস্থ হয়ে উঠেছে 47 লাখ 56 হাজার 165 জন ।

  • India climbs another historic peak of more than 13 lakh tests. More than 13.80 lakh tests done in the last 24 hours: Ministry of Health & Family Welfare, Government of India. #COVID19 pic.twitter.com/yMwU0bPMtN

    — ANI (@ANI) September 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না এলেও সুস্থ অধিকাংশই । সুস্থতার হার প্রায় 80 শতাংশ । সক্রিয় আক্রান্ত 9 লাখ 70 হাজার 116 ।

সংক্রমণের নিরিখে এখনও শীর্ষস্থানে মহারাষ্ট্রই । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 12 লাখ 82 হাজার 963 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 75 হাজার 404 । মহারাষ্ট্রের পরই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ হয়েছে অন্ধ্রপ্রদেশে । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 6 লাখ 54 হাজার 385 । সক্রিয় আক্রান্ত 69 হাজার 353 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ু । সেখানে এখনও পর্যন্ত 5 লাখ 63 হাজার 691 জন কোরোনায় সংক্রমিত । সক্রিয় আক্রান্ত 46 হাজার 405 ।

24 ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । 13 লাখ 80 হাজার নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ।

দিল্লি, 25 সেপ্টেম্বর : দেশে কোরোনা সংক্রমিতের সংখ্যা ছাড়াল 58 লাখ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 86 হাজার 52 জন । সুস্থ হয়েছে 81 হাজার 177 । এদিকে একদিনে রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় 1 হাজার 141জনের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । মোট মৃতের সংখ্যা 92 হাজার 290 । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 58 লাখ 18 হাজার 571 । সুস্থ হয়ে উঠেছে 47 লাখ 56 হাজার 165 জন ।

  • India climbs another historic peak of more than 13 lakh tests. More than 13.80 lakh tests done in the last 24 hours: Ministry of Health & Family Welfare, Government of India. #COVID19 pic.twitter.com/yMwU0bPMtN

    — ANI (@ANI) September 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না এলেও সুস্থ অধিকাংশই । সুস্থতার হার প্রায় 80 শতাংশ । সক্রিয় আক্রান্ত 9 লাখ 70 হাজার 116 ।

সংক্রমণের নিরিখে এখনও শীর্ষস্থানে মহারাষ্ট্রই । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 12 লাখ 82 হাজার 963 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 75 হাজার 404 । মহারাষ্ট্রের পরই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ হয়েছে অন্ধ্রপ্রদেশে । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 6 লাখ 54 হাজার 385 । সক্রিয় আক্রান্ত 69 হাজার 353 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ু । সেখানে এখনও পর্যন্ত 5 লাখ 63 হাজার 691 জন কোরোনায় সংক্রমিত । সক্রিয় আক্রান্ত 46 হাজার 405 ।

24 ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । 13 লাখ 80 হাজার নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.