চণ্ডীগড়, 28 এপ্রিল : মহারাষ্ট্র থেকে পঞ্জাবে ফেরা আট পুণ্যার্থীর শরীরে মিলল কোরোনা ভাইরাস। এই নিয়ে পঞ্জাবে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 330 ।
মহারাষ্ট্রের গুরুদোয়ারা হাজুর সাহিবে প্রার্থনা করতে গিয়ে আটকে পড়েছিলেন পঞ্জাবের প্রায় 4000 জন । লকডাউনের আগেই তাঁরা সেখানে গেছিলেন । কিন্তু হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় আর ফিরতে পারেননি । এই পরিস্থিতিতে সেখান থেকে তাঁদের ফেরানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ।
সেইমতোই মহারাষ্ট্রের নানদেদ জেলায় আটকে পড়া পঞ্জাবের প্রায় 4000 হাজার পুণ্যার্থীকে সম্প্রতি রাজ্যে ফেরানো হয়েছে । তাঁদের মধ্যে আটজনের শরীরে আজ কোরোনার সংক্রমণ ধরা পড়েছে । এই আটজনের মধ্যে পাঁচজন ত্রাণ তার্ন তারান জেলার ও তিন জন কাপরথালা এলাকার বাসিন্দা । পঞ্জাবের সরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে । এই 4000 জনকেই সরকারি কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । প্রত্যেকেরই সোয়াবের টেস্ট হবে বলেও জানা গেছে ।
এবিষয়ে পঞ্জাবের বিশেষ মুখ্যসচিব KBS সিধু টুইটে জানান, মহারাষ্ট্র থেকে ফেরা 4000 জনকেই কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করা হয়েছে ।
এদিকে, জয়সালমেরে আটকে পড়া 3000 জন পুণ্যার্থীরও আজ 60 টি বাসে পঞ্জাবে ফেরেন । তাঁদেরও কোয়ারানটিনে রাখা হবে বলে জানা গেছে । পাশাপাশি তাঁদেরও সোয়াব নমুনার টেস্ট হবে ।