ETV Bharat / bharat

ধেয়ে আসছে ফণী ; বাতিল 74টি ট্রেন, প্রস্তুত নৌসেনা - east coast railway

ক্রমশ শক্তিশালী হচ্ছে ফণী। সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে আপাতত 74টি ট্রেন বাতিল করা হয়েছে । আগামীকাল পুরী ও ভুবনেশ্বর থেকে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে । উদ্ধার ও ত্রাণকাজের জন্য প্রস্তুত রয়েছে নৌসেনার জাহাজ ও বায়ুসেনার বিমান ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 2, 2019, 11:39 AM IST

বিশাখাপটনম, 2 মে : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী । ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা । যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে আপাতত 74টি ট্রেন বাতিল করা হয়েছে ।

ইস্ট কোস্ট রেলওয়ে ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে । আজ সন্ধ্যা থেকে ভদ্রক এবং ভিজ়িয়ানাগারামের মাঝে ট্রেন চলাচল বন্ধ থাকছে । সেই অনুযায়ী ইস্ট কোস্ট রেলওয়ের তরফে যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে । সন্ধ্যা থেকে ভুবনেশ্বর ও পুরীর মাঝে ট্রেন চলাচল বন্ধ থাকছে । হাওড়া থেকে চলবে না ইস্ট কোস্ট এক্সপ্রেস ও করমণ্ডল এক্সপ্রেস । রাতে হাওড়া থেকে পুরীগামী ট্রেন বাতিল করা হয়েছে । সন্ধ্যা থেকে বন্ধ থাকছে বেঙ্গালুরু, চেন্নাই, সেকেন্দরাবাদগামী ট্রেন। আগামীকাল পুরী ও ভুবনেশ্বর থেকে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে । এমন কী যে সমস্ত ট্রেন পুরী ও ভুবনেশ্বর হয়ে যাবে সেগুলিও বাতিল করা হয়েছে।

উদ্ধার ও ত্রাণকাজের জন্য প্রস্তুত রয়েছে নৌসেনার জাহাজ ও বায়ুসেনার বিমান । বিশাখাপটনমের 430 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পুরীর 680 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে ফণী । আগামী 12 ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম দিকে সরবে এই ঘূর্ণিঝড়। তারপর উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে গোপালপুর ও চাঁদবালির মাঝে ওড়িশা উপকূলকে অতিক্রম করবে । সেখান থেকে আগামীকাল বিকেলে 175-205 কিমি বেগে দক্ষিণ পুরীর দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড় ।

সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত পরিষেবা দিতে ত্রাণসামগ্রী নিয়ে বিশাখাপটনমে জাহাজগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় প্রস্তুত রয়েছে উদ্ধারকারী দল ও মেডিকেল টিম। আকাশপথে দুর্গতদের সাহায্যের জন্য এবং প্রয়োজন মতো ত্রাণ সামগ্রী সরবরাহ করার জন্য নৌবন্দর, INS দেগা ও INS রাজালিতে নৌ বিমানগুলিকে প্রস্তুত রাখা হয়েছে।

বিশাখাপটনম, 2 মে : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী । ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা । যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে আপাতত 74টি ট্রেন বাতিল করা হয়েছে ।

ইস্ট কোস্ট রেলওয়ে ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে । আজ সন্ধ্যা থেকে ভদ্রক এবং ভিজ়িয়ানাগারামের মাঝে ট্রেন চলাচল বন্ধ থাকছে । সেই অনুযায়ী ইস্ট কোস্ট রেলওয়ের তরফে যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে । সন্ধ্যা থেকে ভুবনেশ্বর ও পুরীর মাঝে ট্রেন চলাচল বন্ধ থাকছে । হাওড়া থেকে চলবে না ইস্ট কোস্ট এক্সপ্রেস ও করমণ্ডল এক্সপ্রেস । রাতে হাওড়া থেকে পুরীগামী ট্রেন বাতিল করা হয়েছে । সন্ধ্যা থেকে বন্ধ থাকছে বেঙ্গালুরু, চেন্নাই, সেকেন্দরাবাদগামী ট্রেন। আগামীকাল পুরী ও ভুবনেশ্বর থেকে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে । এমন কী যে সমস্ত ট্রেন পুরী ও ভুবনেশ্বর হয়ে যাবে সেগুলিও বাতিল করা হয়েছে।

উদ্ধার ও ত্রাণকাজের জন্য প্রস্তুত রয়েছে নৌসেনার জাহাজ ও বায়ুসেনার বিমান । বিশাখাপটনমের 430 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পুরীর 680 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে ফণী । আগামী 12 ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম দিকে সরবে এই ঘূর্ণিঝড়। তারপর উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে গোপালপুর ও চাঁদবালির মাঝে ওড়িশা উপকূলকে অতিক্রম করবে । সেখান থেকে আগামীকাল বিকেলে 175-205 কিমি বেগে দক্ষিণ পুরীর দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড় ।

সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত পরিষেবা দিতে ত্রাণসামগ্রী নিয়ে বিশাখাপটনমে জাহাজগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় প্রস্তুত রয়েছে উদ্ধারকারী দল ও মেডিকেল টিম। আকাশপথে দুর্গতদের সাহায্যের জন্য এবং প্রয়োজন মতো ত্রাণ সামগ্রী সরবরাহ করার জন্য নৌবন্দর, INS দেগা ও INS রাজালিতে নৌ বিমানগুলিকে প্রস্তুত রাখা হয়েছে।

Srinagar (J and K), May 02 (ANI): Two Kashmiri brothers, namely 45-year-old Ghulam Nabi Teli and 40-year-old Mohamad Hussian, who are blind by birth and have garnered immense praise in Srinagar for their extraordinary talent of sewing fashionable and embroidered quilts. With the help of their father, the brothers earn their livelihood together by making trendy quilts, cushions and mattresses for customers. They receive sizeable orders from a local quilt-dealer and are quite popular among locals. The Teli brothers, as the introduction goes, were trained at the National Institute for the Visually Handicapped in Dehradun, where they learned Braille and some home sciences. "We both work with our father. We went to Dehradun for training. We are happy that we earn with our hard work. Our parents were against begging. They taught us not to beg, but instead, earn a livelihood by doing some hard work," Mohamad Hussian told ANI. In their shop, closer to home, the brothers sew mattress covers and fill cushion covers with cotton, and have emerged as an inspiration.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.