ETV Bharat / bharat

দেশে কোরোনা সংক্রমিতের সংখ্যা ছাড়াল 30 লাখ

24 ঘণ্টায় নতুন করে 69 হাজার 239 জন আক্রান্ত হয়েছেন । 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 912 জনের । দেশে সংক্রমিতের সংখ্যা ছাড়াল 30 লাখ ।

covid
covid
author img

By

Published : Aug 23, 2020, 10:26 AM IST

দিল্লি, 23 অগাস্ট : দেশে সংক্রমিতের সংখ্যা ছাড়াল 30 লাখ । 24 ঘণ্টায় নতুন করে 69 হাজার 239 জন আক্রান্ত হয়েছেন । মৃত্যু হয়েছে 912জনের ।

দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 30 লাখ 44 হাজার 941 । তবে সুস্থ হয়েছেন অধিকাংশই । সুস্থ হয়েছেন প্রায় 75 শতাংশই । 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 57 হাজার 989 জন সুস্থ হয়েছেন । মোট কোরোনা মুক্তের সংখ্যা 22 লাখ 80 হাজার 567 । এখন সুস্থতার হার 74.89 শতাংশ ।

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 912 জনের । দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু 56 হাজার 706 । সক্রিয় আক্রান্ত 7 লাখ 7 হাজার 668 ।

15 দিনে রেকর্ড হারে সংক্রমণ হয়েছে দেশে । 7 অগাস্ট পর্যন্ত 20 লাখের বেশি মানুষ কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন । আজ সেই সংখ্যা 30 লাখ ছাড়িয়েছে । গত 18 দিনে ভারতে দৈনিক সংক্রমণের হার বিশ্বে সর্বাধিক । যদিও এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমণের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 6 লাখ 71 হাজার 942 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 69 হাজার 833 । মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ তামিলনাড়ুতে । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3 লাখ 73 হাজার 410 জন । সক্রিয় আক্রান্ত 53 হাজার 710 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশ । সেখানে এখনও পর্যন্ত 3 লাখ 45 হাজার 216 জন কোরোনায় সংক্রমিত । সক্রিয় আক্রান্ত 89 হাজার 389 ।

গত পাঁচদিনে ভারতে গড়ে 8 লাখ 89 হাজার 935 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । 22 অগাস্ট পর্যন্ত 3 কোটি 52 লাখ 92 হাজার 220 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । 8 লাখ 1 হাজার 147 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে শুধু গতকালই ।

দিল্লি, 23 অগাস্ট : দেশে সংক্রমিতের সংখ্যা ছাড়াল 30 লাখ । 24 ঘণ্টায় নতুন করে 69 হাজার 239 জন আক্রান্ত হয়েছেন । মৃত্যু হয়েছে 912জনের ।

দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 30 লাখ 44 হাজার 941 । তবে সুস্থ হয়েছেন অধিকাংশই । সুস্থ হয়েছেন প্রায় 75 শতাংশই । 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 57 হাজার 989 জন সুস্থ হয়েছেন । মোট কোরোনা মুক্তের সংখ্যা 22 লাখ 80 হাজার 567 । এখন সুস্থতার হার 74.89 শতাংশ ।

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 912 জনের । দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু 56 হাজার 706 । সক্রিয় আক্রান্ত 7 লাখ 7 হাজার 668 ।

15 দিনে রেকর্ড হারে সংক্রমণ হয়েছে দেশে । 7 অগাস্ট পর্যন্ত 20 লাখের বেশি মানুষ কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন । আজ সেই সংখ্যা 30 লাখ ছাড়িয়েছে । গত 18 দিনে ভারতে দৈনিক সংক্রমণের হার বিশ্বে সর্বাধিক । যদিও এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমণের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 6 লাখ 71 হাজার 942 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 69 হাজার 833 । মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ তামিলনাড়ুতে । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3 লাখ 73 হাজার 410 জন । সক্রিয় আক্রান্ত 53 হাজার 710 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশ । সেখানে এখনও পর্যন্ত 3 লাখ 45 হাজার 216 জন কোরোনায় সংক্রমিত । সক্রিয় আক্রান্ত 89 হাজার 389 ।

গত পাঁচদিনে ভারতে গড়ে 8 লাখ 89 হাজার 935 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । 22 অগাস্ট পর্যন্ত 3 কোটি 52 লাখ 92 হাজার 220 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । 8 লাখ 1 হাজার 147 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে শুধু গতকালই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.