ETV Bharat / bharat

একদিনে রেকর্ড সংক্রমণ, দেশের মোট কোরোনা আক্রান্ত 24 লাখের দোরগোড়ায় - coronavirus news

একদিনে দেশে আক্রান্ত হয়েছেন 66 হাজার 999 জন । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 23 লাখ 96 হাজার 638 ।

corona
corona
author img

By

Published : Aug 13, 2020, 11:58 AM IST

দিল্লি, 13 অগাস্ট : আবার একিদনে সর্বোচ্চ সংক্রমণ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন 66 হাজার 999 জন । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 23 লাখ 96 হাজার 638 । তবে সুস্থতার হারও 70 শতাংশের উপরেই । সক্রিয় আক্রান্ত 6 লাখ 53 হাজার 622 ।

রেকর্ড হারে সংক্রমণ হলেও সুস্থের হারও কম নয় । উপরন্তু বেশিরভাগ আক্রান্তই সুস্থ হচ্ছেন । স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সুস্থতর হার 70.76 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 56 হাজার 383 । মোট সুস্থ 16লাখ 95 হাজার 982 । 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 942 জনের । এখনও পর্যন্ত মোট মৃত্যু 47 হাজার 33 ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 48 হাজার 313 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 47 হাজার 820 । শীর্ষ তালিকায় মহারাষ্ট্রের পরই রয়েছে তামিলনাড়ু । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3 লাখ 14 হাজার 520 । সক্রিয় আক্রান্ত 52 হাজার 929 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 2 লাখ 54 হাজার 146 জন কোরোনা সংক্রমিত হয়েছেন । সক্রিয় আক্রান্ত 90হাজার 425 ।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, 24 ঘণ্টায় 8 লাখ 30 হাজার 391জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । গতকাল পর্যন্ত মোট 2 কোটি 68 লাখ 45 হাজার 688 জনের নমুনা পরীক্ষা হয়েছে ।

দিল্লি, 13 অগাস্ট : আবার একিদনে সর্বোচ্চ সংক্রমণ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন 66 হাজার 999 জন । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 23 লাখ 96 হাজার 638 । তবে সুস্থতার হারও 70 শতাংশের উপরেই । সক্রিয় আক্রান্ত 6 লাখ 53 হাজার 622 ।

রেকর্ড হারে সংক্রমণ হলেও সুস্থের হারও কম নয় । উপরন্তু বেশিরভাগ আক্রান্তই সুস্থ হচ্ছেন । স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সুস্থতর হার 70.76 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 56 হাজার 383 । মোট সুস্থ 16লাখ 95 হাজার 982 । 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 942 জনের । এখনও পর্যন্ত মোট মৃত্যু 47 হাজার 33 ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 48 হাজার 313 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 47 হাজার 820 । শীর্ষ তালিকায় মহারাষ্ট্রের পরই রয়েছে তামিলনাড়ু । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3 লাখ 14 হাজার 520 । সক্রিয় আক্রান্ত 52 হাজার 929 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 2 লাখ 54 হাজার 146 জন কোরোনা সংক্রমিত হয়েছেন । সক্রিয় আক্রান্ত 90হাজার 425 ।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, 24 ঘণ্টায় 8 লাখ 30 হাজার 391জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । গতকাল পর্যন্ত মোট 2 কোটি 68 লাখ 45 হাজার 688 জনের নমুনা পরীক্ষা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.