ETV Bharat / bharat

64 শতাংশ পুরুষের মৃত্যু হয়েছে কোরোনায়, জানাল স্বাস্থ্যমন্ত্রক

দেশে এই মুহূর্তে 63 হাজার 624 জন কোরোনা আক্রান্তের চিকিৎসা চলছে । তার মধ্যে 2.94 শতাংশ মানুষকে ICU-তে রাখা হয়েছে । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 45 হাজার 299 জন ।

Health Ministry
Health Ministry
author img

By

Published : May 22, 2020, 1:05 AM IST

দিল্লি, 21 মে: মহিলাদের তুলনায় দেশে কোরোনায় আক্রান্ত হয়ে বেশি মৃত্যু হয়েছে পুরুষদের । দেশের 64 শতাংশ পুরুষ আক্রান্তের মৃত্যু হয়েছে । সেখানে কোরোনায় আক্রান্ত হয়ে মহিলাদের মৃত্যুর হার 36 শতাংশ । বৃহস্পতিবার একটি বিবৃতিতে একথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ।

সেখানে আরও বলা হয়েছে, বয়সের দিক থেকে দেখতে গেলে 15 বা তার কম বয়সিদের কোরোনায় আক্রান্তের হার 0.5 শতাংশ । 15-30 বছরের মধ্যে মৃত্যুর হার 2.5 শতাংশ । এছাড়া 30 থেকে 45 বছর বয়সিদের মৃত্যুর হার 11.4 শতাংশ । 45 থেকে 60 বছর বয়সিদের মৃত্যুর হার 35.1 শতাংশ । কোরোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 60 বা তার বেশি বয়সি মানুষের । হার 50.5 শতাংশ । মৃতদের মধ্যে 73 শতাংশ আগে থেকেই কোনও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে এই মুহূর্তে 63 হাজার 624 জনের চিকিৎসা চলছে । তার মধ্যে 2.94 শতাংশ মানুষকে ICU-তে রাখা হয়েছে । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 45 হাজার 299 জন । গত 24 ঘণ্টায় 3 হাজার 2 জন কোরোনা আক্রান্তের সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে । সুস্থতার হার দিন দিন বাড়ছে এবং বর্তমানে এর হার 40.32 শতাংশ ।

দিল্লি, 21 মে: মহিলাদের তুলনায় দেশে কোরোনায় আক্রান্ত হয়ে বেশি মৃত্যু হয়েছে পুরুষদের । দেশের 64 শতাংশ পুরুষ আক্রান্তের মৃত্যু হয়েছে । সেখানে কোরোনায় আক্রান্ত হয়ে মহিলাদের মৃত্যুর হার 36 শতাংশ । বৃহস্পতিবার একটি বিবৃতিতে একথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ।

সেখানে আরও বলা হয়েছে, বয়সের দিক থেকে দেখতে গেলে 15 বা তার কম বয়সিদের কোরোনায় আক্রান্তের হার 0.5 শতাংশ । 15-30 বছরের মধ্যে মৃত্যুর হার 2.5 শতাংশ । এছাড়া 30 থেকে 45 বছর বয়সিদের মৃত্যুর হার 11.4 শতাংশ । 45 থেকে 60 বছর বয়সিদের মৃত্যুর হার 35.1 শতাংশ । কোরোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 60 বা তার বেশি বয়সি মানুষের । হার 50.5 শতাংশ । মৃতদের মধ্যে 73 শতাংশ আগে থেকেই কোনও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে এই মুহূর্তে 63 হাজার 624 জনের চিকিৎসা চলছে । তার মধ্যে 2.94 শতাংশ মানুষকে ICU-তে রাখা হয়েছে । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 45 হাজার 299 জন । গত 24 ঘণ্টায় 3 হাজার 2 জন কোরোনা আক্রান্তের সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে । সুস্থতার হার দিন দিন বাড়ছে এবং বর্তমানে এর হার 40.32 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.