ETV Bharat / bharat

মৃত্যুর হার 1.5 শতাংশ, 24 ঘণ্টায় সুস্থ 70 হাজারেরও বেশি

author img

By

Published : Oct 16, 2020, 10:07 AM IST

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 73 লাখ 70 হাজার 468 ।

covid
covid

দিল্লি, 16 অক্টোবর : সংক্রমণের তুলনায় সুস্থতার হার বাড়ছে । বেশ কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণকে ছাপিয়ে যাচ্ছে সুস্থের সংখ্যা । গত 24 ঘণ্টায়ও সুস্থ হয়েছেন 70 হাজার 338 । সংক্রমিত হয়েছেন 63 হাজার 371 জন ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 73 লাখ 70 হাজার 468 । সুস্থ হয়েছেন 64 লাখ 53 হাজার 779 জন ।

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 895 জনের । কোরোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা 1 লাখ 12 হাজার 161 । মৃত্যুর হার 1.5 শতাংশ । সক্রিয় আক্রান্ত 8 লাখ 4 হাজার 528 ।

22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে । কমছে মৃত্যুর সংখ্যা। এ'কথা জানিয়ে আজ সকালে টুইট করে স্বাস্থ্যমন্ত্রক ।

  • #IndiaFightsCorona#Unite2FightCorona

    India continues to have one of the lowest deaths per million population globally (presently pegged at 80).

    Some States/UTs are performing better and reporting much lower deaths/million population than the national average. pic.twitter.com/3ejtqZwvZ6

    — Ministry of Health (@MoHFW_INDIA) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="

#IndiaFightsCorona#Unite2FightCorona

India continues to have one of the lowest deaths per million population globally (presently pegged at 80).

Some States/UTs are performing better and reporting much lower deaths/million population than the national average. pic.twitter.com/3ejtqZwvZ6

— Ministry of Health (@MoHFW_INDIA) October 16, 2020 ">

গতকালের থেকে আজ আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম । গতকাল সংক্রমিত হয়েছিলেন 67 হাজার 708 জন । আজ আক্রান্তের সংখ্যা 63 হাজার 371 । এইদিকে গতকালের থেকে আজ মৃত্যুর পরিসংখ্যান বেশি । গতকাল 680 জনের মৃত্যু হয়েছিল ।

রাজ্যগুলির মধ্যে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 15 লাখ 64 হাজার 615 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 92 হাজার 936 । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ । মোট আক্রান্ত 7 লাখ 71 হাজার 503। সক্রিয় আক্রান্ত 40 হাজার 47 । কর্নাটক রয়েছে তৃতীয় স্থানে । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 43 হাজার 848 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 13 হাজার 557 ।

24 ঘণ্টায় 10 লাখ 28 হাজার 622 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । 15 অক্টোবর পর্যন্ত মোট 9 কোটি 22 লাখ 54 হাজার 927 নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

দিল্লি, 16 অক্টোবর : সংক্রমণের তুলনায় সুস্থতার হার বাড়ছে । বেশ কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণকে ছাপিয়ে যাচ্ছে সুস্থের সংখ্যা । গত 24 ঘণ্টায়ও সুস্থ হয়েছেন 70 হাজার 338 । সংক্রমিত হয়েছেন 63 হাজার 371 জন ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 73 লাখ 70 হাজার 468 । সুস্থ হয়েছেন 64 লাখ 53 হাজার 779 জন ।

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 895 জনের । কোরোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা 1 লাখ 12 হাজার 161 । মৃত্যুর হার 1.5 শতাংশ । সক্রিয় আক্রান্ত 8 লাখ 4 হাজার 528 ।

22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে । কমছে মৃত্যুর সংখ্যা। এ'কথা জানিয়ে আজ সকালে টুইট করে স্বাস্থ্যমন্ত্রক ।

গতকালের থেকে আজ আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম । গতকাল সংক্রমিত হয়েছিলেন 67 হাজার 708 জন । আজ আক্রান্তের সংখ্যা 63 হাজার 371 । এইদিকে গতকালের থেকে আজ মৃত্যুর পরিসংখ্যান বেশি । গতকাল 680 জনের মৃত্যু হয়েছিল ।

রাজ্যগুলির মধ্যে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 15 লাখ 64 হাজার 615 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 92 হাজার 936 । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ । মোট আক্রান্ত 7 লাখ 71 হাজার 503। সক্রিয় আক্রান্ত 40 হাজার 47 । কর্নাটক রয়েছে তৃতীয় স্থানে । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 43 হাজার 848 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 13 হাজার 557 ।

24 ঘণ্টায় 10 লাখ 28 হাজার 622 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । 15 অক্টোবর পর্যন্ত মোট 9 কোটি 22 লাখ 54 হাজার 927 নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.