ETV Bharat / bharat

দেশে পঞ্চম দফার নির্বাচন : ভাগ্য নির্ধারণ রাহুল, সোনিয়া, রাজনাথদের

আজ পঞ্চম দফার নির্বাচন । দেশের 7টি রাজ্যের 51টি আসনে হবে ভোটগ্রহণ । তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, রাজনাথ সিং ও স্মৃতি ইরানি ।

author img

By

Published : May 6, 2019, 4:14 AM IST

ভোট

দিল্লি, 6 মে : আজ পঞ্চম দফার নির্বাচন । দেশের 7টি রাজ্যের 51টি আসনে হবে ভোটগ্রহণ । এরমধ্যে উত্তরপ্রদেশের 14 আসন, রাজস্থানের 12 আসন, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 7টি করে আসন, বিহারের 5টি আসন, ঝাড়খণ্ডের 4টি আসন ও জম্মু-কাশ্মীরের 3টি আসন রয়েছে । 51 আসনে ভোটার 8 কোটি 75 লাখ । প্রার্থী 674 । তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, রাজনাথ সিং ও স্মৃতি ইরানি ।

51 লোকসভা কেন্দ্রের মধ্যে গতবার 40টি আসন ছিনিয়ে নিয়েছিল BJP । কংগ্রেস পেয়েছিল মাত্র 2টি আসন । এদিকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল 7টি আসন । গত নির্বাচনে উত্তরপ্রদেশের 14 আসনের মধ্যে আমেথি ও রায়বরেলি বাদে বাকি সব আসনে জয়ী হয় BJP । আমেথি থেকে জিতেছিলেন রাহুল গান্ধি । রায়বরেলির জয়ী প্রার্থী সোনিয়া গান্ধি । এবার ওই দুই কেন্দ্রে প্রার্থী তাঁরাই । এদিকে, 14 আসনের মধ্যে BSP 5টি আসন অর্থাৎ ধৌরাহর, সীতাপুর, মোহনলালগঞ্জ, ফতেপুর, কৈসারগঞ্জে প্রার্থী দিয়েছে । সমাজবাদী পার্টি প্রার্থী দিয়েছে 7টি আসনে । আসনগুলি হল লখনউ, বান্দা, কৌসাম্বি, বারাবাঁকি, ফৈজ়াবাদ, বাহরাইচ ও গোন্ডা । আমেথি ও রায়বরেলি কেন্দ্রে দু'দলই প্রার্থী দেয়নি ।

উত্তরপ্রদেশের তারকা প্রার্থীদের মধ্যে সোনিয়া, রাহুল ছাড়াও রয়েছেন রাজনাথ সিং, স্মৃতি ইরানি । রাজনাথ সিং লড়াই করছেন লখনউ থেকে । স্মৃতি ইরানি ফের একবার রাহুল গান্ধির বিরুদ্ধে লড়াই করবেন ।

রাজস্থানের 12 আসনে প্রার্থী 134 । জয়পুর রুরাল আসনে BJP-র প্রার্থী প্রাক্তন অলিম্পিয়ান রাজ্যবর্ধন রাঠোর । তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কৃষ্ণা পুনিয়া । বিকানেরে BJP-র লড়াই আরও কঠিন । এই আসনে প্রার্থী প্রাক্তন IAS অফিসার অর্জুন রাম মেঘওয়াল । তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মদনগোপাল মেঘওয়াল । মদন সম্পর্কে অর্জুনের খুড়তুতো ভাই ।

মধ্যপ্রদেশের 110 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 1 কোটি 20 লাখ ভোটার । পশ্চিমবঙ্গেও 7টি আসনে নির্বাচন । মোট ভোটার 1 কোটি 16 লাখ 91 হাজার 889 । বিহারে 5 আসনে প্রার্থী মোট 82 জন । শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে বিহার-নেপাল সীমান্ত ।

ঝাড়খণ্ডের 4 আসন - হাজ়ারিবাগ, কোদেরমা, রাঁচি ও খুন্তিতে সকাল 7টা থেকে শুরু হবে নির্বাচন । শেষ হবে বিকেল 4টের সময় । এই চার কেন্দ্র মাওবাদী অধ্যুষিত । নিরাপত্তার খাতিরে সেখানে দু'ঘণ্টা আগেই ভোটগ্রহণ শেষ করা হবে ।

জম্মু কাশ্মীরের তিন আসনের মধ্যে পুলওয়ামা, শোপিয়ান ও লাদাখে নির্বাচন হবে ।

দিল্লি, 6 মে : আজ পঞ্চম দফার নির্বাচন । দেশের 7টি রাজ্যের 51টি আসনে হবে ভোটগ্রহণ । এরমধ্যে উত্তরপ্রদেশের 14 আসন, রাজস্থানের 12 আসন, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 7টি করে আসন, বিহারের 5টি আসন, ঝাড়খণ্ডের 4টি আসন ও জম্মু-কাশ্মীরের 3টি আসন রয়েছে । 51 আসনে ভোটার 8 কোটি 75 লাখ । প্রার্থী 674 । তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, রাজনাথ সিং ও স্মৃতি ইরানি ।

51 লোকসভা কেন্দ্রের মধ্যে গতবার 40টি আসন ছিনিয়ে নিয়েছিল BJP । কংগ্রেস পেয়েছিল মাত্র 2টি আসন । এদিকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল 7টি আসন । গত নির্বাচনে উত্তরপ্রদেশের 14 আসনের মধ্যে আমেথি ও রায়বরেলি বাদে বাকি সব আসনে জয়ী হয় BJP । আমেথি থেকে জিতেছিলেন রাহুল গান্ধি । রায়বরেলির জয়ী প্রার্থী সোনিয়া গান্ধি । এবার ওই দুই কেন্দ্রে প্রার্থী তাঁরাই । এদিকে, 14 আসনের মধ্যে BSP 5টি আসন অর্থাৎ ধৌরাহর, সীতাপুর, মোহনলালগঞ্জ, ফতেপুর, কৈসারগঞ্জে প্রার্থী দিয়েছে । সমাজবাদী পার্টি প্রার্থী দিয়েছে 7টি আসনে । আসনগুলি হল লখনউ, বান্দা, কৌসাম্বি, বারাবাঁকি, ফৈজ়াবাদ, বাহরাইচ ও গোন্ডা । আমেথি ও রায়বরেলি কেন্দ্রে দু'দলই প্রার্থী দেয়নি ।

উত্তরপ্রদেশের তারকা প্রার্থীদের মধ্যে সোনিয়া, রাহুল ছাড়াও রয়েছেন রাজনাথ সিং, স্মৃতি ইরানি । রাজনাথ সিং লড়াই করছেন লখনউ থেকে । স্মৃতি ইরানি ফের একবার রাহুল গান্ধির বিরুদ্ধে লড়াই করবেন ।

রাজস্থানের 12 আসনে প্রার্থী 134 । জয়পুর রুরাল আসনে BJP-র প্রার্থী প্রাক্তন অলিম্পিয়ান রাজ্যবর্ধন রাঠোর । তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কৃষ্ণা পুনিয়া । বিকানেরে BJP-র লড়াই আরও কঠিন । এই আসনে প্রার্থী প্রাক্তন IAS অফিসার অর্জুন রাম মেঘওয়াল । তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মদনগোপাল মেঘওয়াল । মদন সম্পর্কে অর্জুনের খুড়তুতো ভাই ।

মধ্যপ্রদেশের 110 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 1 কোটি 20 লাখ ভোটার । পশ্চিমবঙ্গেও 7টি আসনে নির্বাচন । মোট ভোটার 1 কোটি 16 লাখ 91 হাজার 889 । বিহারে 5 আসনে প্রার্থী মোট 82 জন । শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে বিহার-নেপাল সীমান্ত ।

ঝাড়খণ্ডের 4 আসন - হাজ়ারিবাগ, কোদেরমা, রাঁচি ও খুন্তিতে সকাল 7টা থেকে শুরু হবে নির্বাচন । শেষ হবে বিকেল 4টের সময় । এই চার কেন্দ্র মাওবাদী অধ্যুষিত । নিরাপত্তার খাতিরে সেখানে দু'ঘণ্টা আগেই ভোটগ্রহণ শেষ করা হবে ।

জম্মু কাশ্মীরের তিন আসনের মধ্যে পুলওয়ামা, শোপিয়ান ও লাদাখে নির্বাচন হবে ।

রায়গঞ্জ, ৬ মে, প্রসুন মৈত্র : মোবাইল ফোন ছিনতাই করতে এসে এক যুবককে গুলি করে পালালো তিন দূস্কৃতী। ঘটনাটি ঘটেছে করনদিঘী থানার সুনতানপুর গ্রামে। গুলিবিদ্ধ ওই যুবকের নাম আব্দুল রাজ্জাক, বাড়ি সুলতানপুর গ্রামে। গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে রায়গঞ্জ গর্ভারমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারসূত্রে জানা গিয়েছে, করনদিঘী থানার সুলতানপুর গ্রামের বাসিন্দা আব্দুল রাজ্জাক রাতে খাওয়াদাওয়া শেষ করে বাড়ির পাশে মসজিদে পাশে বসে মোবাইল ঘাটছিল। সেই সময় একটি মোটর বাইকে করে তিন দূস্কৃতী এসে তার মোবাইল ফোনটি ছিনতান করার চেষ্টা করে। মোবাইল ফোনটি ছিনতান করতে না পেরে আব্দুল রাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায়। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে দূস্কৃতীরা পালিয়ে যাওয়ার সময় আরও দুই রাউন্ড গুলি চালায়। দূস্কৃতীদের গুলি আব্দুল রাজ্জাকের ডান পায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে পরে যায়। গুলি আওয়াজে ছুটে আসে গ্রামবাসীরা। ছুটে আসে আব্দুলের পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাকে প্রথমে করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা অবনতি থাকায় চিকিৎসকেরা আব্দুলকে রায়গঞ্জ গর্ভারমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করনদিঘী থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.