ETV Bharat / bharat

বিকল্প হিসেব কষেও BJP-র সিদ্ধান্তের অপেক্ষায় সেনা - সেনা-NCP

রাজধানীতে আজ বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসছেন কংগ্রেস দলনেত্রী সোনিয়া গান্ধি ৷ NCP সুপ্রিমো শরদ পাওয়ারও যাচ্ছেন বৈঠকে ৷ অন্যদিকে আজই অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে গেলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ 10 জনপথের বৈঠকে কি তবে আজ আলোচনা হবে মহারাষ্ট্রের বিকল্প রাজনৈতিক জোট নিয়ে? নাকি 50:50 ফর্মুলার সমাধানসূত্র মিলবে অমিত শাহের হস্তক্ষেপে?

50:50 ফর্মুলা? না বিকল্প জোট
author img

By

Published : Nov 4, 2019, 5:20 PM IST

মুম্বই, 4 নভেম্বর: মুখ্যমন্ত্রিত্বের পদকে কেন্দ্র করে সেনা-BJP দ্বৈরথ আজ 11 দিনে পড়ল ৷ মহারাষ্ট্রের রাজনীতি এখনও আবর্তিত হচ্ছে 50:50 ফর্মুলা ঘিরে ৷ BJP যদি শিবসেনার দাবি না মানে তবে বিকল্প ব্যবস্থা ভেবে দেখা হবে ৷ সেনার তরফে একথা সাফ জানিয়ে দেওয়া হয়েছে ৷ বিকল্প হিসেবও কষতে শুরু করে দিয়েছে সেনা ৷ কংগ্রেস, NCP এবং কিছু নির্দল প্রার্থীকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারেন উদ্ধব ঠাকরে ৷ তবে সেনা এখনও অপেক্ষা করছে BJP-র সিদ্ধান্তের উপর ৷ দলীয় মুখপত্র সামনার সম্পাদকীয়তে এমনটাই জানানো হয়েছে শিবসেনার তরফে ৷

2014 সালে গেরুয়া জোটের সংক্ষিপ্ত ছেদের পরে আবারও একসঙ্গে এসেছিল সেনা-BJP ৷ সেনা তখন BJP-র দেওয়া সব শর্ত মেনে নিয়েছিল ৷ তবে সেনা প্রধান উদ্ধব ঠাকরে এবার সাফ জানিয়ে দেন BJP-র সঙ্গে সমঝোতায় 50:50 ফর্মুলা প্রয়োগ করতে হবে ৷ শরদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস দলের এক নেতা বিকল্প জোটের জল্পনাকে আরও উসকে দিয়ে বলেন, " সেনা যে BJP-কে বাদ দিয়ে জনতার সরকার গঠনের কথা ভাবছে, এটিকে ইতিবাচকভাবে দেখা প্রয়োজন ৷" যদিও শরদ পাওয়ার জানিয়েছেন, তাঁর দল জনগণের রায় মেনে বিরোধী আসনেই বসবে ৷ পাশাপাশি তিনি সেনার দাবিকেও যুক্তিসঙ্গত বলেন ৷

এবারের নির্বাচনে BJP পেয়েছিল 105 টি আসন ৷ সেনা পেয়েছিল 56 টি আসন ৷ তৃতীয় শক্তি হিসেবে 54 টি আসন পেয়ে এবার উঠে এসেছিল NCP ৷

শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে গত সপ্তাহে দেখাও করেছিলেন শরদ পাওয়ার ৷ দলের তরফে বলা হয় দীপাবলির শুভেচ্ছা সাক্ষাৎ ৷ তবে এই সাক্ষাৎ জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে ৷ এদিকে রাজধানীতে আজ বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসছেন কংগ্রেস দলনেত্রী সোনিয়া গান্ধি ৷ NCP সুপ্রিমো শরদ পাওয়ারও যাচ্ছেন বৈঠকে ৷ মহারাষ্ট্রের রাজনৈতিক জট নিয়েও আলোচনা হতে পারে তাঁদের মধ্যে ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷ অন্যদিকে, আজই অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছালেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ যদিও বলা হচ্ছে মহারাষ্ট্রে অকালবর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়েই তাঁদের মধ্যে আলোচনা হবে ৷ চলতি রাজনৈতিক পরিস্থিতিতে এই সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ ৷

10 জনপথের বৈঠকে কি তবে আজ আলোচনা হবে মহারাষ্ট্রের বিকল্প রাজনৈতিক জোট নিয়ে? নাকি 50:50 ফর্মুলার সমাধানসূত্র মিলবে অমিত শাহের হস্তক্ষেপে? দিন গড়াতেই হয়ত পাওয়া যাবে উত্তর ৷ যদিও BJP সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রিত্বের পদ নিয়ে কোনও সমঝোতা করতে রাজি নয় দলীয় নেতৃত্ব । তবে মন্ত্রিসভার অন্য পদগুলি নিয়ে তারা শিবসেনার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছে ।

মুম্বই, 4 নভেম্বর: মুখ্যমন্ত্রিত্বের পদকে কেন্দ্র করে সেনা-BJP দ্বৈরথ আজ 11 দিনে পড়ল ৷ মহারাষ্ট্রের রাজনীতি এখনও আবর্তিত হচ্ছে 50:50 ফর্মুলা ঘিরে ৷ BJP যদি শিবসেনার দাবি না মানে তবে বিকল্প ব্যবস্থা ভেবে দেখা হবে ৷ সেনার তরফে একথা সাফ জানিয়ে দেওয়া হয়েছে ৷ বিকল্প হিসেবও কষতে শুরু করে দিয়েছে সেনা ৷ কংগ্রেস, NCP এবং কিছু নির্দল প্রার্থীকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারেন উদ্ধব ঠাকরে ৷ তবে সেনা এখনও অপেক্ষা করছে BJP-র সিদ্ধান্তের উপর ৷ দলীয় মুখপত্র সামনার সম্পাদকীয়তে এমনটাই জানানো হয়েছে শিবসেনার তরফে ৷

2014 সালে গেরুয়া জোটের সংক্ষিপ্ত ছেদের পরে আবারও একসঙ্গে এসেছিল সেনা-BJP ৷ সেনা তখন BJP-র দেওয়া সব শর্ত মেনে নিয়েছিল ৷ তবে সেনা প্রধান উদ্ধব ঠাকরে এবার সাফ জানিয়ে দেন BJP-র সঙ্গে সমঝোতায় 50:50 ফর্মুলা প্রয়োগ করতে হবে ৷ শরদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস দলের এক নেতা বিকল্প জোটের জল্পনাকে আরও উসকে দিয়ে বলেন, " সেনা যে BJP-কে বাদ দিয়ে জনতার সরকার গঠনের কথা ভাবছে, এটিকে ইতিবাচকভাবে দেখা প্রয়োজন ৷" যদিও শরদ পাওয়ার জানিয়েছেন, তাঁর দল জনগণের রায় মেনে বিরোধী আসনেই বসবে ৷ পাশাপাশি তিনি সেনার দাবিকেও যুক্তিসঙ্গত বলেন ৷

এবারের নির্বাচনে BJP পেয়েছিল 105 টি আসন ৷ সেনা পেয়েছিল 56 টি আসন ৷ তৃতীয় শক্তি হিসেবে 54 টি আসন পেয়ে এবার উঠে এসেছিল NCP ৷

শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে গত সপ্তাহে দেখাও করেছিলেন শরদ পাওয়ার ৷ দলের তরফে বলা হয় দীপাবলির শুভেচ্ছা সাক্ষাৎ ৷ তবে এই সাক্ষাৎ জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে ৷ এদিকে রাজধানীতে আজ বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসছেন কংগ্রেস দলনেত্রী সোনিয়া গান্ধি ৷ NCP সুপ্রিমো শরদ পাওয়ারও যাচ্ছেন বৈঠকে ৷ মহারাষ্ট্রের রাজনৈতিক জট নিয়েও আলোচনা হতে পারে তাঁদের মধ্যে ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷ অন্যদিকে, আজই অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছালেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ যদিও বলা হচ্ছে মহারাষ্ট্রে অকালবর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়েই তাঁদের মধ্যে আলোচনা হবে ৷ চলতি রাজনৈতিক পরিস্থিতিতে এই সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ ৷

10 জনপথের বৈঠকে কি তবে আজ আলোচনা হবে মহারাষ্ট্রের বিকল্প রাজনৈতিক জোট নিয়ে? নাকি 50:50 ফর্মুলার সমাধানসূত্র মিলবে অমিত শাহের হস্তক্ষেপে? দিন গড়াতেই হয়ত পাওয়া যাবে উত্তর ৷ যদিও BJP সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রিত্বের পদ নিয়ে কোনও সমঝোতা করতে রাজি নয় দলীয় নেতৃত্ব । তবে মন্ত্রিসভার অন্য পদগুলি নিয়ে তারা শিবসেনার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছে ।

New Delhi, Nov 04 (ANI): To combat air pollution in Delhi, Arvind Kejriwal-led government launched Odd-Even scheme on Nov 03. Citizens gave mixed reactions over the scheme. One of the commuters said, "Definitely it (Odd-Even scheme) will make a difference. But it would be better if the government takes effective measures to stop the stubble burning. Most of the pollution is because of that, what will these 15 days of odd-even scheme will do?" Odd-even scheme will continue till Nov 15.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.