ETV Bharat / bharat

ভোর থেকে গুলির লড়াই কুলগামে, নিকেশ ৫ জঙ্গি - kulgam

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল পাঁচ জঙ্গির।

নিরাপত্তা বাহিনীর ফাইল ফোটো
author img

By

Published : Feb 10, 2019, 2:28 PM IST

কুলগাম, ১০ ফেব্রুয়ারি : জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল পাঁচ জঙ্গির। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।

আজ কুলগামের কেল্লাম দেবসার গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করেন সেনা জওয়ানরা। সেই সময়, জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও। দফায় দফায় দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে।

এখনও চলছে লড়াই। গোটা এলাকা ঘিরে রেখেছেন জওয়ানরা।

কুলগাম, ১০ ফেব্রুয়ারি : জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল পাঁচ জঙ্গির। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।

আজ কুলগামের কেল্লাম দেবসার গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করেন সেনা জওয়ানরা। সেই সময়, জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও। দফায় দফায় দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে।

এখনও চলছে লড়াই। গোটা এলাকা ঘিরে রেখেছেন জওয়ানরা।

Krishna District (Andhra Pradesh), Feb 10 (ANI): Ahead of Prime Minister Narendra Modi's visit to Andhra Pradesh, anti-Modi posters were seen surfaced in the state. It is yet to be ascertained that who put the posters. Posters read #NoMoreModi, #ModiIsAIsTake, #ModiNeverAgain. PM Modi will address a public gathering today.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.