ETV Bharat / bharat

ISI-র নির্দেশে সন্ত্রাসবাদীদের অর্থ জোগান, মধ্যপ্রদেশে গ্রেপ্তার 5 - ISI

সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিতে অর্থ জোগানের অভিযোগে গ্রেপ্তার 5 । আজ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ভোপাল ATS-র হাতে তুলে দেওয়া হয়েছে ।

ISI-র নির্দেশে সন্ত্রাসবাদীদের অর্থ জোগান, মধ্যপ্রদেশে গ্রেপ্তার 5
author img

By

Published : Aug 22, 2019, 12:45 PM IST

ভোপাল, 22 অগাস্ট : মধ্যপ্রদেশের সাতনা জেলায় সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিতে অর্থ জোগানের অভিযোগে গ্রেপ্তার 5 । আজ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের । ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ভোপাল ATS-র হাতে তুলে দেওয়া হয়েছে ।

পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে অনেক স্মার্টফোন, ল্যাপটপ ও 17টি পাকিস্তানি সিম কার্ড বাজেয়াপ্ত হয়েছে । এই ফোন ও সিম কার্ডের মাধ্যমেই পাকিস্তানে বসে ISI কর্তারা নির্দেশ দিত অভিযুক্তদের । সেই মোতাবেক তারা মধ্যপ্রদেশের সাতনায় বসেই ISI-র নির্দেশ মতো দেশব্যাপী সন্ত্রাসমূলক কাজের জন্য জঙ্গিদের অর্থ জোগাচ্ছিল ।

ধৃতদের মধ্যে বলরাম সিংকে এর আগে 2017 সালেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল । এই চক্রের বাকিদের খোঁজে বিভিন্ন তদন্তকারী দল ছতরপুর ও এলাহাবাদে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে ।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাতনা, জবলপুর, ভোপাল ও গোয়ালিয়র থেকে 11 জনকে একই অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ । পাশাপাশি মে মাসে ISI-র পাতা মধুচক্রের ফাঁদে পড়া এক সেনা জওয়ানকেও গ্রেপ্তার করা হয়েছিল ।

ভোপাল, 22 অগাস্ট : মধ্যপ্রদেশের সাতনা জেলায় সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিতে অর্থ জোগানের অভিযোগে গ্রেপ্তার 5 । আজ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের । ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ভোপাল ATS-র হাতে তুলে দেওয়া হয়েছে ।

পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে অনেক স্মার্টফোন, ল্যাপটপ ও 17টি পাকিস্তানি সিম কার্ড বাজেয়াপ্ত হয়েছে । এই ফোন ও সিম কার্ডের মাধ্যমেই পাকিস্তানে বসে ISI কর্তারা নির্দেশ দিত অভিযুক্তদের । সেই মোতাবেক তারা মধ্যপ্রদেশের সাতনায় বসেই ISI-র নির্দেশ মতো দেশব্যাপী সন্ত্রাসমূলক কাজের জন্য জঙ্গিদের অর্থ জোগাচ্ছিল ।

ধৃতদের মধ্যে বলরাম সিংকে এর আগে 2017 সালেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল । এই চক্রের বাকিদের খোঁজে বিভিন্ন তদন্তকারী দল ছতরপুর ও এলাহাবাদে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে ।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাতনা, জবলপুর, ভোপাল ও গোয়ালিয়র থেকে 11 জনকে একই অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ । পাশাপাশি মে মাসে ISI-র পাতা মধুচক্রের ফাঁদে পড়া এক সেনা জওয়ানকেও গ্রেপ্তার করা হয়েছিল ।

Intro: सतना ब्रेक
सतना में फिर पकड़ा गया टेरर फंडिंग का नेटवर्क
पहले भी पकड़े जा चुके हैं सोहास निवासी बलराम सिंह सुमित पांच आरोपियों को सतना पुलिस ने लिया हिरासत में । कई राज्यों में सतना से बैठकर चला रहे थे नेटवर्क, भोपाल एटीएस (एंटी टेररिज्म स्क्वाड) को सौंपा गये पांचों आरोपियों को, गिरफ्तार आरोपियों में बलराम सिंह 2017 में भी टेरर फंडिंग के मामले में गिरफ्तार हो चुका है । आरोपियों के पास से स्मार्टफोन लैपटॉप 17 पाकिस्तानी नंबर मिले हैं । जिसके माध्यम से आतंकियों के फंड मैनेजर से बात करते थे आरोपी । गिरोह के अन्य सदस्यों को पकड़ने के लिए टीम छतरपुरा इलाहाबाद भेजी गई । पाकिस्तानी खुफिया एजेंसी आईएसआई के इशारे पर आतंकियों के लिए टेरर फंडिंग का काम कर रहे थे आरोपी ।


Body:--


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.