ভোপাল, 22 অগাস্ট : মধ্যপ্রদেশের সাতনা জেলায় সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিতে অর্থ জোগানের অভিযোগে গ্রেপ্তার 5 । আজ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের । ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ভোপাল ATS-র হাতে তুলে দেওয়া হয়েছে ।
পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে অনেক স্মার্টফোন, ল্যাপটপ ও 17টি পাকিস্তানি সিম কার্ড বাজেয়াপ্ত হয়েছে । এই ফোন ও সিম কার্ডের মাধ্যমেই পাকিস্তানে বসে ISI কর্তারা নির্দেশ দিত অভিযুক্তদের । সেই মোতাবেক তারা মধ্যপ্রদেশের সাতনায় বসেই ISI-র নির্দেশ মতো দেশব্যাপী সন্ত্রাসমূলক কাজের জন্য জঙ্গিদের অর্থ জোগাচ্ছিল ।
ধৃতদের মধ্যে বলরাম সিংকে এর আগে 2017 সালেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল । এই চক্রের বাকিদের খোঁজে বিভিন্ন তদন্তকারী দল ছতরপুর ও এলাহাবাদে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে ।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাতনা, জবলপুর, ভোপাল ও গোয়ালিয়র থেকে 11 জনকে একই অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ । পাশাপাশি মে মাসে ISI-র পাতা মধুচক্রের ফাঁদে পড়া এক সেনা জওয়ানকেও গ্রেপ্তার করা হয়েছিল ।