ETV Bharat / bharat

চিনা সংস্থার সঙ্গে 470 কোটির চুক্তি বাতিল ভারতীয় রেলের

চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা করছে ভারত ৷ সিগন্যালিং ও টেলিকমিউনিকেশনের কাজ শেষ করার দায়িত্বে ছিল চিনা সংস্থাটি ৷ কিন্তু গত চার বছরে মাত্র 20 শতাংশ কাজ করেছিল ৷ তাই সংস্থাটির অর্ডার বাতিল করল ভারতীয় রেল ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 18, 2020, 8:54 PM IST

দিল্লি, 18 জুন : চিনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (DFCCIL) ৷ 2016 সালে বেজিং ন্যাশনাল রেলওয়ে রিসার্চ ও ডিজ়াইন ইনস্টিটিউট অফ সিগনাল অ্যান্ড কমিউনিকেশনের সঙ্গে এই চুক্তি করা হয়েছিল ৷

এই চিনা সংস্থার দায়িত্ব ছিল সিগনালিং ও টেলিকমিউনিকেশনের কাজ শেষ করার ৷ কানপুর-দিনদয়াল উপাধ্যায় সেকশনে 417 কিলোমিটার জায়গাজুড়ে এই কাজ চলছিল ৷ এই প্রজেক্টের জন্য বরাদ্দ ছিল 471 কোটি টাকা ৷ চার বছরে মাত্র 20 শতাংশ কাজ করেছে এই চিনা সংস্থা ৷ তারপরই এই সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল ৷

আধিকারিকরা জানান, এই চিনা সংস্থা চুক্তি অনুসারে প্রযুক্তিগত দলিল সরবরাহ করতে নারাজ ছিল ৷ এছাড়া, চিনা সংস্থার তরফে ইঞ্জিনিয়র বা কোনও অনুমোদিত কর্মী দিতে পারছিল না ৷ একজন আধিকারিক বলেন, "প্রতি ধাপে বৈঠক হলেও কাজে কোনওরকম অগ্রগতি দেখা যাচ্ছিল না ৷"

লাদাখে ভারত-চিন সংঘর্ষের পরই এই কাজে গতি বাড়ায় চিনা সংস্থাটি ৷ অন্যদিকে, চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা করছে ভারত ৷ নাম প্রকাশে অনিচ্ছুক চার আধিকারিক বলেন, অ্যান্টি-ডাম্পিং অ্যাকশনের দিকে তাকিয়ে কমপক্ষে 100টি চিনা পণ্য ৷ 5G বাজারের মতো বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পে চিনা সংস্থাগুলির অংশগ্রহণ-সহ ভবিষ্যতে চিনের বিনিয়োগকেও নিষিদ্ধ করা হতে পারে ৷

কূটনীতিকরা বলছেন, হঠকারিতায় কোনওরকম সিদ্ধান্ত নিতে চাইছে না ভারত ৷ দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য একটি উপযুক্ত সময়ে যথাযথ বিবেচিত পদক্ষেপ গ্রহণ করবে ৷ একজন সরকারি আধিকারিক বলেন, "আশা করি, চিনের সুমতি হোক ৷ আমাদের কাছে একাধিক পথ খোলা রয়েছে ৷ আমরা পরিস্থিতির উপর নির্ভর করে তাদের অনুশীলন করতে দ্বিধা করব না ৷"

ব্যবসায়ীরাও চিনের বিরুদ্ধে ৷ 70 মিলিয়ন স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) চিনা পণ্যের ব্যবহারে বয়কট করার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন করছে ৷ এমনই জানালেন CAIT ন্যাশনাল সেক্রেটারি জেনেরাল প্রবীণ খান্ডেলওয়াল ৷

অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রক উভয়ই চিনা পণ্যের রমরমার উপর পদক্ষেপ করতে শুরু করেছে ৷ কারণ তা দেশীয় শিল্পগুলির ক্ষতি করছে ৷

দিল্লি, 18 জুন : চিনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (DFCCIL) ৷ 2016 সালে বেজিং ন্যাশনাল রেলওয়ে রিসার্চ ও ডিজ়াইন ইনস্টিটিউট অফ সিগনাল অ্যান্ড কমিউনিকেশনের সঙ্গে এই চুক্তি করা হয়েছিল ৷

এই চিনা সংস্থার দায়িত্ব ছিল সিগনালিং ও টেলিকমিউনিকেশনের কাজ শেষ করার ৷ কানপুর-দিনদয়াল উপাধ্যায় সেকশনে 417 কিলোমিটার জায়গাজুড়ে এই কাজ চলছিল ৷ এই প্রজেক্টের জন্য বরাদ্দ ছিল 471 কোটি টাকা ৷ চার বছরে মাত্র 20 শতাংশ কাজ করেছে এই চিনা সংস্থা ৷ তারপরই এই সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল ৷

আধিকারিকরা জানান, এই চিনা সংস্থা চুক্তি অনুসারে প্রযুক্তিগত দলিল সরবরাহ করতে নারাজ ছিল ৷ এছাড়া, চিনা সংস্থার তরফে ইঞ্জিনিয়র বা কোনও অনুমোদিত কর্মী দিতে পারছিল না ৷ একজন আধিকারিক বলেন, "প্রতি ধাপে বৈঠক হলেও কাজে কোনওরকম অগ্রগতি দেখা যাচ্ছিল না ৷"

লাদাখে ভারত-চিন সংঘর্ষের পরই এই কাজে গতি বাড়ায় চিনা সংস্থাটি ৷ অন্যদিকে, চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা করছে ভারত ৷ নাম প্রকাশে অনিচ্ছুক চার আধিকারিক বলেন, অ্যান্টি-ডাম্পিং অ্যাকশনের দিকে তাকিয়ে কমপক্ষে 100টি চিনা পণ্য ৷ 5G বাজারের মতো বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পে চিনা সংস্থাগুলির অংশগ্রহণ-সহ ভবিষ্যতে চিনের বিনিয়োগকেও নিষিদ্ধ করা হতে পারে ৷

কূটনীতিকরা বলছেন, হঠকারিতায় কোনওরকম সিদ্ধান্ত নিতে চাইছে না ভারত ৷ দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য একটি উপযুক্ত সময়ে যথাযথ বিবেচিত পদক্ষেপ গ্রহণ করবে ৷ একজন সরকারি আধিকারিক বলেন, "আশা করি, চিনের সুমতি হোক ৷ আমাদের কাছে একাধিক পথ খোলা রয়েছে ৷ আমরা পরিস্থিতির উপর নির্ভর করে তাদের অনুশীলন করতে দ্বিধা করব না ৷"

ব্যবসায়ীরাও চিনের বিরুদ্ধে ৷ 70 মিলিয়ন স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) চিনা পণ্যের ব্যবহারে বয়কট করার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন করছে ৷ এমনই জানালেন CAIT ন্যাশনাল সেক্রেটারি জেনেরাল প্রবীণ খান্ডেলওয়াল ৷

অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রক উভয়ই চিনা পণ্যের রমরমার উপর পদক্ষেপ করতে শুরু করেছে ৷ কারণ তা দেশীয় শিল্পগুলির ক্ষতি করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.