ETV Bharat / bharat

ফের হাথরসে ধর্ষণ, এবার চার বছরের শিশুকে - raped in Hathras Uttar pradesh

উত্তরপ্রদেশে হাথরসে ফের ধর্ষণের অভিযোগ ৷ এবার চার বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ৷ সম্প্রতি 19 বছরের দলিত যুবতিকে গণ-ধর্ষণের অভিযোগে উত্তাল হয় উত্তরপ্রদেশ ৷

Uttar pradesh
Uttar pradesh
author img

By

Published : Oct 14, 2020, 4:52 PM IST

হাথরস, 14 অক্টোবর : ফের হাথরসে ধর্ষণ । এবার চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশের হাথরসের সসনির ঘটনা ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ পুলিশের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷

কয়েকদিন আগে হাথরসে 19 বছরের দলিত যুবতিকে গণধর্ষণের অভিযোগে উত্তাল হয় উত্তরপ্রদেশ ৷ নির্যাতিতাকে প্রথমে আলিগড়ের একটি হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে উন্নতমানের চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় দিল্লিতে ৷ কিন্তু শরীরে একাধিক আঘাতের কারণে তার মৃত্যু হয় ৷

ওই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ ৷ সোশাল মিডিয়া, রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করা হয় ৷ স্বতপ্রণদিত মামলা দায়ের করে এলাহাবাদ হাইকোর্ট ৷ সোমবার সেই মামলার শুনানিতে গভীর রাতে নির্যাতিতার দেহ দাহ করা নিয়ে পুলিশ ও জেলা প্রসাশনকে ভর্ৎসনা করেন বিচারপতি ৷ এই ঘটনার মধ্যে দিয়ে নির্যাতিতার মানবধিকার লঙ্ঘন করা হয়েছে বলেও মন্তব্য করে এলাহাবাদ হাইকোর্ট ৷ বিচারপতি আরও জানান, নির্যাতিতার ধর্মীয় রীতিনীতি ও আচার অনুসারে কমপক্ষে শ্মশানে শেষকৃত্যের অধিকারী ছিল যা মূলত তার পরিবার পালন করতে পারে।

এই সবের মধ্যেই ঘটনার তদন্তের জন্য উত্তরপ্রদেশ সরকার CBI তদন্তের আবেদন জানায় ৷ আবেদন গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তদন্ত শুরু করে CBI ৷ তারপরই মঙ্গলবার CBI-র তদন্তকারীদের একটি দল হাথরসে পর্যবেক্ষণে যায় ৷ সেখানে যেই স্থানে ওই যুবতিকে গণ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয় সেই স্থান ও সেই সঙ্গে দাহ করার স্থান ও পর্যবেক্ষণ করেন তারা ৷ উভয় জায়গা থেকে একাধিক নমুনাও সংগ্রহ করা হয় ৷

হাথরস, 14 অক্টোবর : ফের হাথরসে ধর্ষণ । এবার চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশের হাথরসের সসনির ঘটনা ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ পুলিশের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷

কয়েকদিন আগে হাথরসে 19 বছরের দলিত যুবতিকে গণধর্ষণের অভিযোগে উত্তাল হয় উত্তরপ্রদেশ ৷ নির্যাতিতাকে প্রথমে আলিগড়ের একটি হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে উন্নতমানের চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় দিল্লিতে ৷ কিন্তু শরীরে একাধিক আঘাতের কারণে তার মৃত্যু হয় ৷

ওই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ ৷ সোশাল মিডিয়া, রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করা হয় ৷ স্বতপ্রণদিত মামলা দায়ের করে এলাহাবাদ হাইকোর্ট ৷ সোমবার সেই মামলার শুনানিতে গভীর রাতে নির্যাতিতার দেহ দাহ করা নিয়ে পুলিশ ও জেলা প্রসাশনকে ভর্ৎসনা করেন বিচারপতি ৷ এই ঘটনার মধ্যে দিয়ে নির্যাতিতার মানবধিকার লঙ্ঘন করা হয়েছে বলেও মন্তব্য করে এলাহাবাদ হাইকোর্ট ৷ বিচারপতি আরও জানান, নির্যাতিতার ধর্মীয় রীতিনীতি ও আচার অনুসারে কমপক্ষে শ্মশানে শেষকৃত্যের অধিকারী ছিল যা মূলত তার পরিবার পালন করতে পারে।

এই সবের মধ্যেই ঘটনার তদন্তের জন্য উত্তরপ্রদেশ সরকার CBI তদন্তের আবেদন জানায় ৷ আবেদন গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তদন্ত শুরু করে CBI ৷ তারপরই মঙ্গলবার CBI-র তদন্তকারীদের একটি দল হাথরসে পর্যবেক্ষণে যায় ৷ সেখানে যেই স্থানে ওই যুবতিকে গণ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয় সেই স্থান ও সেই সঙ্গে দাহ করার স্থান ও পর্যবেক্ষণ করেন তারা ৷ উভয় জায়গা থেকে একাধিক নমুনাও সংগ্রহ করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.