ETV Bharat / bharat

ধাক্কা খেল চন্দ্রবাবুর দল, 4 সাংসদ যোগ দিলেন BJP-তে - ANDHRA PRADESH

তেলুগু দেশম পার্টির রাজ্যসভার 6 সাংসদের মধ্যে 4 জনই যোগ দিলেন BJP-তে ।

CHANDRA BABU
author img

By

Published : Jun 21, 2019, 6:24 AM IST

দিল্লি, 21 জুন : লোকসভা নির্বাচনে ভরাডুবির পর আবার বড় ধাক্কা । তেলুগু দেশম পার্টির(TDP) রাজ্যসভার 6 সাংসদের মধ্যে 4 জন যোগ দিলেন BJP-তে । BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে একটি চিঠি দেন তাঁরা । রাজ্যসভায় TDP-কে BJP-র সঙ্গে মিলিয়ে দেওয়ার দাবি জানান ।

BJP-তে যোগ দেওয়ার আগে TDP সাংসদ টি জি ভেঙ্কটেশ সংবাদসংস্থা ANI-কে বলেন, "হ্যাঁ, আমি তেলুগু দেশম পার্টি ছেড়ে দিয়েছি । আমি BJP-তে যোগ দেব । আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং ভারতীয় জনতা যুব মোর্চার প্রাক্তন সদস্য ছিলাম । "

অন্যদিকে দলের প্রধান চন্দ্রবাবু নাইডু বলেন, "এই ধরনের সংকট নতুন নয় । এর জন্য তাঁর কর্মীদের চিন্তা করার প্রয়োজন নেই ।" BJP-র তেলুগু দেশম পার্টিকে দুর্বল করে দেওয়ার এই প্রচেষ্টার নিন্দা করেছেন তিনি ।

এর ফলে সংসদের উচ্চকক্ষে BJP-র ক্ষমতা কিছুটা হলেও বাড়ল । রাজ্যসভায় NDA (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স)-এর আসন সংখ্যা 245-এর মধ্যে মাত্র 102 ।

সংবিধানের 10 নম্বর তফসিলের 4 নম্বর অনুচ্ছেদে সেই সমস্ত পরিস্থিতির তালিকা রয়েছে যে পরিস্থিতিতে আইনপ্রণয়নকারীরা এক দল ছেড়ে অন্যদলে যোগ দিলে তাঁদের সাংসদপদ বাতিল করা হবে না । সেখানে বলা হয়েছে , যদি কোনও রাজনৈতিক দলের কমপক্ষে দুই-তৃতীয়াংশ সদস্য অন্যদলে যোগ দিতে চান, তাহলে তাঁদের সাংসদ বা বিধায়কপদ বাতিল করা যাবে না।

লোকসভায় 25 আসনের মধ্যে 22-টিতেই হেরেছে তেলুগু দেশম পার্টি । অন্যদিকে রাজ্যে 175টি বিধানসভা আসনের মধ্যে 151টি আসন জগনমোহন রেড্ডির দখলে গেছে ।

দিল্লি, 21 জুন : লোকসভা নির্বাচনে ভরাডুবির পর আবার বড় ধাক্কা । তেলুগু দেশম পার্টির(TDP) রাজ্যসভার 6 সাংসদের মধ্যে 4 জন যোগ দিলেন BJP-তে । BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে একটি চিঠি দেন তাঁরা । রাজ্যসভায় TDP-কে BJP-র সঙ্গে মিলিয়ে দেওয়ার দাবি জানান ।

BJP-তে যোগ দেওয়ার আগে TDP সাংসদ টি জি ভেঙ্কটেশ সংবাদসংস্থা ANI-কে বলেন, "হ্যাঁ, আমি তেলুগু দেশম পার্টি ছেড়ে দিয়েছি । আমি BJP-তে যোগ দেব । আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং ভারতীয় জনতা যুব মোর্চার প্রাক্তন সদস্য ছিলাম । "

অন্যদিকে দলের প্রধান চন্দ্রবাবু নাইডু বলেন, "এই ধরনের সংকট নতুন নয় । এর জন্য তাঁর কর্মীদের চিন্তা করার প্রয়োজন নেই ।" BJP-র তেলুগু দেশম পার্টিকে দুর্বল করে দেওয়ার এই প্রচেষ্টার নিন্দা করেছেন তিনি ।

এর ফলে সংসদের উচ্চকক্ষে BJP-র ক্ষমতা কিছুটা হলেও বাড়ল । রাজ্যসভায় NDA (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স)-এর আসন সংখ্যা 245-এর মধ্যে মাত্র 102 ।

সংবিধানের 10 নম্বর তফসিলের 4 নম্বর অনুচ্ছেদে সেই সমস্ত পরিস্থিতির তালিকা রয়েছে যে পরিস্থিতিতে আইনপ্রণয়নকারীরা এক দল ছেড়ে অন্যদলে যোগ দিলে তাঁদের সাংসদপদ বাতিল করা হবে না । সেখানে বলা হয়েছে , যদি কোনও রাজনৈতিক দলের কমপক্ষে দুই-তৃতীয়াংশ সদস্য অন্যদলে যোগ দিতে চান, তাহলে তাঁদের সাংসদ বা বিধায়কপদ বাতিল করা যাবে না।

লোকসভায় 25 আসনের মধ্যে 22-টিতেই হেরেছে তেলুগু দেশম পার্টি । অন্যদিকে রাজ্যে 175টি বিধানসভা আসনের মধ্যে 151টি আসন জগনমোহন রেড্ডির দখলে গেছে ।

New Delhi, Jun 20 (ANI): Telugu Desam Party (TDP) MPs of Rajya Sabha-YS Chowdary, CM Ramesh, TG Venkatesh and GM Rao today passed a resolution to merge Legislature Party of Telugu Desam Party (TDP) with Bharatiya Janata Party (BJP). YS Chowdary, CM Ramesh and TG Venkatesh joined BJP in presence of BJP Working President JP Nadda in the national capital today. TDP Rajya Sabha MP GM Rao to join later as he is unwell. Earlier in the day, TDP RS MPs YS Chowdary, TG Venkatesh and CM Ramesh also met Vice-President and Rajya Sabha chairman M Venkaiah Naidu in Delhi. They resigned from TDP and submitted a resignation letter to M Venkaiah Naidu. TDP President N Chandrababu Naidu also said in a statement that we have fought with BJP only for Special Category Status and state's interests. We sacrificed Central Ministers for Special Status, condemn attempts of BJP to weaken TDP. Crisis is not new to the party. Leaders and cadre have nothing to be nervous about.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.