দিল্লি, 21 জুন : লোকসভা নির্বাচনে ভরাডুবির পর আবার বড় ধাক্কা । তেলুগু দেশম পার্টির(TDP) রাজ্যসভার 6 সাংসদের মধ্যে 4 জন যোগ দিলেন BJP-তে । BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে একটি চিঠি দেন তাঁরা । রাজ্যসভায় TDP-কে BJP-র সঙ্গে মিলিয়ে দেওয়ার দাবি জানান ।
BJP-তে যোগ দেওয়ার আগে TDP সাংসদ টি জি ভেঙ্কটেশ সংবাদসংস্থা ANI-কে বলেন, "হ্যাঁ, আমি তেলুগু দেশম পার্টি ছেড়ে দিয়েছি । আমি BJP-তে যোগ দেব । আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং ভারতীয় জনতা যুব মোর্চার প্রাক্তন সদস্য ছিলাম । "
অন্যদিকে দলের প্রধান চন্দ্রবাবু নাইডু বলেন, "এই ধরনের সংকট নতুন নয় । এর জন্য তাঁর কর্মীদের চিন্তা করার প্রয়োজন নেই ।" BJP-র তেলুগু দেশম পার্টিকে দুর্বল করে দেওয়ার এই প্রচেষ্টার নিন্দা করেছেন তিনি ।
এর ফলে সংসদের উচ্চকক্ষে BJP-র ক্ষমতা কিছুটা হলেও বাড়ল । রাজ্যসভায় NDA (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স)-এর আসন সংখ্যা 245-এর মধ্যে মাত্র 102 ।
সংবিধানের 10 নম্বর তফসিলের 4 নম্বর অনুচ্ছেদে সেই সমস্ত পরিস্থিতির তালিকা রয়েছে যে পরিস্থিতিতে আইনপ্রণয়নকারীরা এক দল ছেড়ে অন্যদলে যোগ দিলে তাঁদের সাংসদপদ বাতিল করা হবে না । সেখানে বলা হয়েছে , যদি কোনও রাজনৈতিক দলের কমপক্ষে দুই-তৃতীয়াংশ সদস্য অন্যদলে যোগ দিতে চান, তাহলে তাঁদের সাংসদ বা বিধায়কপদ বাতিল করা যাবে না।
লোকসভায় 25 আসনের মধ্যে 22-টিতেই হেরেছে তেলুগু দেশম পার্টি । অন্যদিকে রাজ্যে 175টি বিধানসভা আসনের মধ্যে 151টি আসন জগনমোহন রেড্ডির দখলে গেছে ।