রায়পুর, 3 নভেম্বর : পুলিশকর্মী এবং গ্রাম পঞ্চায়েত প্রধানকে খুনের অভিযোগে ছত্তিশগড়ের বিজাপুর থেকে গ্রেপ্তার করা হয় 4 মাওবাদীকে ৷ গতকাল তাদের গ্রেপ্তার করে পুলিশ ৷
পুলিশের এক আধিকারিক বলেন, "মাতওয়াদা ও ফুলোদ গ্রামের নিকটবর্তী জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয় ৷ খবর পেয়ে জঙ্গলা থানার অন্তর্গত ওই এলাকায় অভিযান চালায় CRPF-এর 222 নম্বর ব্যাটেলিয়ন ৷ ওই আধিকারিক আরও জানান, এই 4 জনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ 29 জুলাই CRPF জওয়ানদের লক্ষ্য করে IED ব্লাস্টের ঘটনায় জড়িত ছিল এরা ৷ এছাড়াও 2003 সালে একজন হেড কনস্টেবলকে খুন, পোলিং টিমের উপর হামলা, 2015 সালে ঘুডাস্কালের পঞ্চায়েত প্রধানকে খুনের অভিযোগ রয়েছে ৷
গ্রেপ্তার হওয়া 4 মাওবাদীর নাম কোসা পাদামি, হিঙ্গোরাম ম্যাডকাম , রাজেশ কাওসি এবং ইন্দ্রজিৎ ঠাকুর ৷ ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে টিফিন বোমা, একটি ডিটোনেটর, ডিটোনেটিং কর্ড, দু'টি মোটরবাইক, পাঁচটি মোবাইল ফোন এবং অন্য কয়েকটি সামগ্রী ৷